Ajker Patrika

সিলেট মহানগরে দুই রেস্তোরাঁর জরিমানা

সিলেট সংবাদদাতা
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৩: ৪৫
সিলেট মহানগরে দুই রেস্তোরাঁর জরিমানা

সিলেট মহানগরে দু্টি রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির দায়ে জরিমানা করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত একটি বেকারিকেও জরিমানা করেন।

এ ছাড়া সিটি করপোরেশনের কর্মীদের অবরুদ্ধ করে রাখায় দুই ভ্রাম্যমাণ ব্যবসায়ীকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার এলাকায় পড়শী রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বিক্রি ও বিএসটিআইয়ের অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রির দায়ে ৪০ হাজার টাকা, একই অপরাধে পাকশী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খাদ্যপণ্য এবং ওজনে কম দেওয়ায় পাঁচ তারা বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

পাশাপাশি অবৈধভাবে সড়কে গাড়ি পার্কিংয়ের দায়ে ১ জনকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় সড়ক দখল করে ব্যবসা বন্ধ করতে অভিযান চালানো সিসিকের কর্মীদের কাজে বাধা ও অবরুদ্ধ করে হামলা চেষ্টার দায়ে ২ ব্যক্তিকে ২ মাস ও ১ মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে বিএসটিআই সিলেটের প্রতিনিধি দল, সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি-জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরেকটি দল, আসন বণ্টন ঘোষণা রাতেই

নির্বাচন না করার ঘোষণা দিলেন আনোয়ার হোসেন মঞ্জু

নাহিদকে শুভকামনা জানিয়ে সরে গেলেন জামায়াতের আতিক

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা এনসিপি নেত্রী মনজিলা ঝুমার

এলাকার খবর
Loading...