Ajker Patrika

‘খাট্টা মিঠা’র পর প্রিয়দর্শনের পরিচালনায় অক্ষয়

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮: ০০
‘খাট্টা মিঠা’র পর প্রিয়দর্শনের পরিচালনায় অক্ষয়

মালয়ালম ও হিন্দি সিনেমার জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন। তাঁর পরিচালনায় ‘হেরা ফেরি’, ‘গরম মাসালা’, ‘ভাগাম ভাগ’, ‘ভুলভুলাইয়া’, ‘দে দানা দান’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। এগুলোর বেশির ভাগই সুপারহিট। বলা চলে, অক্ষয়ের স্টারডম তৈরি করতে দুজন পরিচালক সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন—সুনীল দর্শন ও প্রিয়দর্শন। প্রিয়র ‘হেরা ফেরি’ ও সুনীলের ‘জানোয়ার’ অক্ষয়কে রাতারাতি পৌঁছে দেয় সাফল্যের শীর্ষে।

সর্বশেষ ২০১০ সালে ‘খাট্টা মিঠা’ সিনেমায় প্রিয়দর্শনের পরিচালনায় কাজ করেছিলেন অক্ষয়। এর মধ্যে পেরিয়েছে প্রায় ১৪ বছর। এত দিন পর আবার একত্র হচ্ছেন এ নির্মাতা ও অভিনেতা জুটি। বলিউড হাঙ্গামা জানিয়েছে, প্রিয়দর্শনের পরিচালনায় নতুন সিনেমায় কাজ করছেন অক্ষয় কুমার। নির্মাতা জানিয়েছেন, তাঁরা একাধিক প্রজেক্টের বিষয়ে এর আগে কথা বলেছেন। কিন্তু হয়ে ওঠেনি। এবার তাঁরা একটি কমেডি-ফ্যান্টাসি ঘরানার গল্প নিয়ে মাঠে নামছেন। 

প্রিয়দর্শন। ছবি: সংগৃহীতপ্রিয়দর্শন বলেন, ‘অনেক দিন হয়ে গেছে অক্ষয় ও আমি একসঙ্গে কাজ করিনি। ২০১০ সালে সর্বশেষ খাট্টা মিঠা করেছিলাম। এবার আমরা একটা কমেডি-ফ্যান্টাসি জনরার গল্প বলব। কেন যেন হিন্দি সিনেমার দর্শকেরা আমার সিরিয়াস কাজ খুব একটা পছন্দ করেন না। তাই কমেডিই করব। আশা করছি, হেরা ফেরি ও ভুলভুলাইয়ার মতো এবারও একটা ম্যাজিক তৈরি হবে।’

এখনো নাম ঠিক না হওয়া সিনেমাটি প্রযোজনা করবেন একতা কাপুর। সব ঠিক থাকলে সেপ্টেম্বর থেকে শুরু হবে শুটিং। ফলে বোঝাই যাচ্ছে, এই বছরটাও বেশ ব্যস্ত কাটবে অক্ষয়ের। এই বছর মুক্তির তালিকায় রয়েছে তাঁর ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, ‘সিংহাম অ্যাগেইন’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘স্কাইফোর্স’সহ একাধিক সিনেমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হবে শুক্রবার দুপুরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ