বরিশাল প্রতিনিধি

বরিশাল নগর বিএনপির সাম্প্রতিক ইফতার পার্টিকে কেন্দ্র করে চাঁদাবাজির ঘটনায় দলে তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্র পর্যন্ত পৌঁছেছে বলে জানা গেছে। চাঁদাবাজির ঘটনা ধামাচাপা দিতে গত সোমবার দলীয় কার্যালয়ে আহ্বায়ক কমিটির রুদ্ধদ্বার বৈঠক হয়। ৩ ঘণ্টাব্যাপী ওই বৈঠকে চাঁদাবাজির খবর ফাঁস হওয়ায় তুমুল বাগ্বিতণ্ডা ও তর্কবিতর্ক হয়। বৈঠকে নগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবিরসহ কয়েকজন চাঁদাবাজির খবর প্রকাশ হওয়ায় গণমাধ্যম সম্পর্কে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বলে জানা গেছে।
মূল্যায়ন সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সদস্য থেকে সভা সম্পর্কে বিস্তারিত জানা যায়। সভার শুরুতেই চাঁদাবাজি নিয়ে মুখ খোলায় দলের দুই সদস্যের বহিষ্কার চান কয়েকজন নিষ্ক্রিয় সদস্য। তবে ওই দুই সদস্য বৈঠকে স্বীকার করেন তাঁদের কাছে চাঁদা চাওয়ার বিষয়টি তাঁরা প্রকাশ করেছেন।
সভায় নগর বিএনপির সদস্য আব্দুল হালিম মৃধা আক্ষেপ করে বলেন, ‘পথে-ঘাটে আমাদের ইফতারিতে চাঁদা নিয়ে কথা হয়।’ তিনি ওই সময় জানান, সম্প্রতি আদালতে গেলে সেখানকার এক আইনজীবী বলেছেন তাঁরা নাকি ইফতারে চাঁদাবাজি করেছেন। বিষয়টি কেন্দ্র পর্যন্ত পৌঁছেছে।’
নগর বিএনপির ১ নম্বর সদস্য আ ন ম সাইফুল ইসলাম আজিম বলেন, ‘আপনারা ইফতার পার্টি ভালো বললেও, আমি বলব ভালো হয়নি। কেন না, আমার ওয়ার্ডের নেতারা প্যাকেট পাননি।’ তিনি গণমাধ্যমকে কটাক্ষ করে বলেন, ‘দুষ্টু সাংবাদিকেরা ইফতার পার্টিকে প্রশ্নবিদ্ধ করেছেন।’
বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘ফ্রিডম অব স্পিচ, ফ্রিডম অব এক্সপ্রেশন’ সবার থাকতে হবে। দলের সদস্য অ্যাডভোকেট মাসুদ হতাশ কণ্ঠে বলেন, নগর বিএনপির কর্মসূচিতে অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিএনপি নেতাদের নির্দেশ দেন, দুঃখজনক।
বিএনপির ২৮ নম্বর সদস্য বদিউজ্জামান টলন বলেন, ‘আমরাই তো স্বতঃস্ফূর্ত চাঁদা দিতে চেয়েছি। এটা নিয়ে এসব সাংবাদিকের কাছে দলের যেসব সদস্য মুখ খুলছেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দরকার।’
৪২ নম্বর সদস্য ইয়াছির আরাফাত মিন্টু বলেন, ‘যাঁরা ইফতারির চাঁদা নিয়ে মুখ খুলেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তিনি গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ হয়ে বলেন, সাংবাদিকেরা একের পর এক কীভাবে নিউজ করেন?’
দলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক আলতাফ মাহমুদ সিকদারও চাঁদাবাজির ঘটনা ফাঁস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক ইফতারের ভালো-মন্দ, ভুল-ত্রুটি নিয়ে আলোচনা হয়েছে। চাঁদাবাজি নিয়ে সভায় বাগ্বিতণ্ডা প্রসঙ্গে বলেন, যাঁরা এই কথাগুলো বলেন, তাঁরা আমাদের মঙ্গল চান না।’
নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল বলেন, আহ্বায়ক কমিটির সভায় ইফতারের মূল্যায়ন হয়েছে। সভায় চাঁদাবাজি নিয়ে ক্ষোভ, তুমুল বাগ্বিতণ্ডা ও তর্কবিতর্ক হওয়া প্রসঙ্গে বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু শুনিনি, আমার কানে একটু সমস্যা।’ সভায় গণমাধ্যমকে কটাক্ষ করা প্রসঙ্গে বলেন, ‘এটার আমি কী বলব, আমার কোনো মন্তব্য নাই।’
নগর বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু বলেন, ‘আহ্বায়ক কমিটি দরজা আটকে বৈঠকে যা করেছে তা দুঃখজনক। ওই সভা নিয়ে যা শুনেছেন, তা সত্য হলে আমি ক্ষুব্ধ।’
জানতে চাইলে বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, ইফতার পাটি মূল্যায়নে সভা ছিল। সভায় ইফতারের নামে চাঁদাবাজি নিয়ে ক্ষোভ এবং বাগ্বিতণ্ডা প্রসঙ্গে জিয়া বলেন, এটি তাদের অভ্যন্তরীণ সভা। তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন।

বরিশাল নগর বিএনপির সাম্প্রতিক ইফতার পার্টিকে কেন্দ্র করে চাঁদাবাজির ঘটনায় দলে তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্র পর্যন্ত পৌঁছেছে বলে জানা গেছে। চাঁদাবাজির ঘটনা ধামাচাপা দিতে গত সোমবার দলীয় কার্যালয়ে আহ্বায়ক কমিটির রুদ্ধদ্বার বৈঠক হয়। ৩ ঘণ্টাব্যাপী ওই বৈঠকে চাঁদাবাজির খবর ফাঁস হওয়ায় তুমুল বাগ্বিতণ্ডা ও তর্কবিতর্ক হয়। বৈঠকে নগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবিরসহ কয়েকজন চাঁদাবাজির খবর প্রকাশ হওয়ায় গণমাধ্যম সম্পর্কে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বলে জানা গেছে।
মূল্যায়ন সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সদস্য থেকে সভা সম্পর্কে বিস্তারিত জানা যায়। সভার শুরুতেই চাঁদাবাজি নিয়ে মুখ খোলায় দলের দুই সদস্যের বহিষ্কার চান কয়েকজন নিষ্ক্রিয় সদস্য। তবে ওই দুই সদস্য বৈঠকে স্বীকার করেন তাঁদের কাছে চাঁদা চাওয়ার বিষয়টি তাঁরা প্রকাশ করেছেন।
সভায় নগর বিএনপির সদস্য আব্দুল হালিম মৃধা আক্ষেপ করে বলেন, ‘পথে-ঘাটে আমাদের ইফতারিতে চাঁদা নিয়ে কথা হয়।’ তিনি ওই সময় জানান, সম্প্রতি আদালতে গেলে সেখানকার এক আইনজীবী বলেছেন তাঁরা নাকি ইফতারে চাঁদাবাজি করেছেন। বিষয়টি কেন্দ্র পর্যন্ত পৌঁছেছে।’
নগর বিএনপির ১ নম্বর সদস্য আ ন ম সাইফুল ইসলাম আজিম বলেন, ‘আপনারা ইফতার পার্টি ভালো বললেও, আমি বলব ভালো হয়নি। কেন না, আমার ওয়ার্ডের নেতারা প্যাকেট পাননি।’ তিনি গণমাধ্যমকে কটাক্ষ করে বলেন, ‘দুষ্টু সাংবাদিকেরা ইফতার পার্টিকে প্রশ্নবিদ্ধ করেছেন।’
বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘ফ্রিডম অব স্পিচ, ফ্রিডম অব এক্সপ্রেশন’ সবার থাকতে হবে। দলের সদস্য অ্যাডভোকেট মাসুদ হতাশ কণ্ঠে বলেন, নগর বিএনপির কর্মসূচিতে অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিএনপি নেতাদের নির্দেশ দেন, দুঃখজনক।
বিএনপির ২৮ নম্বর সদস্য বদিউজ্জামান টলন বলেন, ‘আমরাই তো স্বতঃস্ফূর্ত চাঁদা দিতে চেয়েছি। এটা নিয়ে এসব সাংবাদিকের কাছে দলের যেসব সদস্য মুখ খুলছেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দরকার।’
৪২ নম্বর সদস্য ইয়াছির আরাফাত মিন্টু বলেন, ‘যাঁরা ইফতারির চাঁদা নিয়ে মুখ খুলেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তিনি গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ হয়ে বলেন, সাংবাদিকেরা একের পর এক কীভাবে নিউজ করেন?’
দলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক আলতাফ মাহমুদ সিকদারও চাঁদাবাজির ঘটনা ফাঁস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক ইফতারের ভালো-মন্দ, ভুল-ত্রুটি নিয়ে আলোচনা হয়েছে। চাঁদাবাজি নিয়ে সভায় বাগ্বিতণ্ডা প্রসঙ্গে বলেন, যাঁরা এই কথাগুলো বলেন, তাঁরা আমাদের মঙ্গল চান না।’
নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল বলেন, আহ্বায়ক কমিটির সভায় ইফতারের মূল্যায়ন হয়েছে। সভায় চাঁদাবাজি নিয়ে ক্ষোভ, তুমুল বাগ্বিতণ্ডা ও তর্কবিতর্ক হওয়া প্রসঙ্গে বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু শুনিনি, আমার কানে একটু সমস্যা।’ সভায় গণমাধ্যমকে কটাক্ষ করা প্রসঙ্গে বলেন, ‘এটার আমি কী বলব, আমার কোনো মন্তব্য নাই।’
নগর বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু বলেন, ‘আহ্বায়ক কমিটি দরজা আটকে বৈঠকে যা করেছে তা দুঃখজনক। ওই সভা নিয়ে যা শুনেছেন, তা সত্য হলে আমি ক্ষুব্ধ।’
জানতে চাইলে বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, ইফতার পাটি মূল্যায়নে সভা ছিল। সভায় ইফতারের নামে চাঁদাবাজি নিয়ে ক্ষোভ এবং বাগ্বিতণ্ডা প্রসঙ্গে জিয়া বলেন, এটি তাদের অভ্যন্তরীণ সভা। তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫