নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে বইমেলার মধ্যে ঋদ্ধি প্রকাশনীর সামনে দাঁড়িয়ে দোতারা বাজাচ্ছিলেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি। পরনে গেরুয়া পাঞ্জাবি। মাথায় পাগড়ি। আগ্রহী অনেকেই ভিডিও করছেন। মেলায় তাঁর কোনো বই এসেছে নাকি বিনোদনের জন্য এই আয়োজন, জানতে চাইলে মিলল তাঁর জীবনের গল্প।
নেত্রকোনার আব্দুর রহমান বয়াতি তিনি। সবার পরিচিত আব্দুল কুদ্দুস বয়াতি তাঁর শিষ্য। পেশায় বই বাঁধাই করা এই শিল্পীর নেশা গান। বয়াতি নিজাম সরকারের কাছে শিখেছেন তিনি। গান বাঁধতে বাঁধতে লিখতেনও। তেমনই বেশ কিছু পুঁথি লিখে ফেলেন। কিন্তু প্রকাশ আর করতে পারছিলেন না। ঋদ্ধি প্রকাশনী এগিয়ে আসে। এই বইমেলায় তিনি নিয়ে এলেন তাঁর প্রথম বই ‘রক্তে লেখা পুঁথি’।
আব্দুর রহমান বয়াতি বলেন, ‘২৩ বছর পরে এই প্রকাশনী আমার বইটা প্রকাশ করে দিল। আমি খুব দরিদ্র মানুষ। আমার বই বের করার অত পয়সা ছিল না। আমি ৪০ বছর ধরে গান করি। গান আমার নেশা।’
বইটিতে নবাব সিরাজুদ্দৌলা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাঙালির ওপর নির্যাতনের কাহিনি কাব্যে লিখেছেন আব্দুর রহমান।
মেলার এক সপ্তাহ পেরিয়েছে। ধীরে ধীরে জমে উঠছে। প্রকাশকেরা জানিয়েছেন, তাঁদের বিক্রিও ধীরে ধীরে বাড়ছে। কথাপ্রকাশের প্রতিনিধি শেখ এ এম ইউনুস জানালেন, ইতিমধ্যে তাঁদের দুটি বইয়ের প্রথম মুদ্রণ শেষ হওয়ার পথে। সিরাজুল ইসলাম চৌধুরীর ‘সাতচল্লিশের দেশভাগে গান্ধী ও জিন্নাহ’ এবং আশানুর রহমানের ‘লেনিন’। গতকাল মেলায় এসেছে উষা গওহরের ভূমিকা ও সম্পাদনায় ‘দাঙ্গার গল্প’। মূলত দাঙ্গা নিয়ে বিভিন্ন লেখকের গল্পসংকলন এটি। বইয়ের ফ্ল্যাপে লেখা হয়েছে, বাংলাদেশের ছোটগল্পের দৃষ্টান্ত বা পরম্পরায় অনুভূত হয় দাঙ্গা কোনো আকস্মিক ঘটনা বা মধ্যরাতের দুর্ঘটনা নয়। ব্যক্তি-সম্পর্ক, সমাজমন, রাজনৈতিক অর্থনীতির মূলে এর যোগসূত্র সন্ধান করা দরকার।
কথাপ্রকাশ জানিয়েছে, মেলায় তাদের শতাধিক বই আসবে। এ পর্যন্ত ৫০টির বেশি বই এসেছে।
শব্দশৈলী প্রকাশনী এবার বই আনছে ৪০টির মতো। এরই মধ্যে ৮টি চলে এসেছে। এখন পর্যন্ত তাদের চলছে সায়েন্স অব হিউম্যান বিহেভিয়র এবং সামশাদ সুলতানা খানমের উপন্যাস ‘মেরুপ্রভা’। তৃতীয় লিঙ্গের এক তরুণকে নিয়ে বইয়ের কাহিনি। সে একটি সুন্দর জীবনের প্রত্যাশায় ইউরোপে যাওয়ার পথে জলদস্যুদের দিয়ে নিগৃহীত হয়। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর তার দেখা হয় তিথির সঙ্গে। সে কি একটি সুন্দর জীবনে ফিরতে পারবে?
বাংলা একাডেমি জানিয়েছে, গতকাল অষ্টম দিনে মেলায় ১১টি গল্প, ১০টি উপন্যাস, ৪টি প্রবন্ধ, ৫টি শিশুতোষ, ১টি রচনাবলি, ১টি নাটক, ২টি বিজ্ঞানবিষয়ক, ৫টি ভ্রমণ, ১টি ইতিহাস, ৩টি মুক্তিযুদ্ধ অন্যান্য বই মিলে ৮০টি বই এসেছে।

রাজধানীতে বইমেলার মধ্যে ঋদ্ধি প্রকাশনীর সামনে দাঁড়িয়ে দোতারা বাজাচ্ছিলেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি। পরনে গেরুয়া পাঞ্জাবি। মাথায় পাগড়ি। আগ্রহী অনেকেই ভিডিও করছেন। মেলায় তাঁর কোনো বই এসেছে নাকি বিনোদনের জন্য এই আয়োজন, জানতে চাইলে মিলল তাঁর জীবনের গল্প।
নেত্রকোনার আব্দুর রহমান বয়াতি তিনি। সবার পরিচিত আব্দুল কুদ্দুস বয়াতি তাঁর শিষ্য। পেশায় বই বাঁধাই করা এই শিল্পীর নেশা গান। বয়াতি নিজাম সরকারের কাছে শিখেছেন তিনি। গান বাঁধতে বাঁধতে লিখতেনও। তেমনই বেশ কিছু পুঁথি লিখে ফেলেন। কিন্তু প্রকাশ আর করতে পারছিলেন না। ঋদ্ধি প্রকাশনী এগিয়ে আসে। এই বইমেলায় তিনি নিয়ে এলেন তাঁর প্রথম বই ‘রক্তে লেখা পুঁথি’।
আব্দুর রহমান বয়াতি বলেন, ‘২৩ বছর পরে এই প্রকাশনী আমার বইটা প্রকাশ করে দিল। আমি খুব দরিদ্র মানুষ। আমার বই বের করার অত পয়সা ছিল না। আমি ৪০ বছর ধরে গান করি। গান আমার নেশা।’
বইটিতে নবাব সিরাজুদ্দৌলা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাঙালির ওপর নির্যাতনের কাহিনি কাব্যে লিখেছেন আব্দুর রহমান।
মেলার এক সপ্তাহ পেরিয়েছে। ধীরে ধীরে জমে উঠছে। প্রকাশকেরা জানিয়েছেন, তাঁদের বিক্রিও ধীরে ধীরে বাড়ছে। কথাপ্রকাশের প্রতিনিধি শেখ এ এম ইউনুস জানালেন, ইতিমধ্যে তাঁদের দুটি বইয়ের প্রথম মুদ্রণ শেষ হওয়ার পথে। সিরাজুল ইসলাম চৌধুরীর ‘সাতচল্লিশের দেশভাগে গান্ধী ও জিন্নাহ’ এবং আশানুর রহমানের ‘লেনিন’। গতকাল মেলায় এসেছে উষা গওহরের ভূমিকা ও সম্পাদনায় ‘দাঙ্গার গল্প’। মূলত দাঙ্গা নিয়ে বিভিন্ন লেখকের গল্পসংকলন এটি। বইয়ের ফ্ল্যাপে লেখা হয়েছে, বাংলাদেশের ছোটগল্পের দৃষ্টান্ত বা পরম্পরায় অনুভূত হয় দাঙ্গা কোনো আকস্মিক ঘটনা বা মধ্যরাতের দুর্ঘটনা নয়। ব্যক্তি-সম্পর্ক, সমাজমন, রাজনৈতিক অর্থনীতির মূলে এর যোগসূত্র সন্ধান করা দরকার।
কথাপ্রকাশ জানিয়েছে, মেলায় তাদের শতাধিক বই আসবে। এ পর্যন্ত ৫০টির বেশি বই এসেছে।
শব্দশৈলী প্রকাশনী এবার বই আনছে ৪০টির মতো। এরই মধ্যে ৮টি চলে এসেছে। এখন পর্যন্ত তাদের চলছে সায়েন্স অব হিউম্যান বিহেভিয়র এবং সামশাদ সুলতানা খানমের উপন্যাস ‘মেরুপ্রভা’। তৃতীয় লিঙ্গের এক তরুণকে নিয়ে বইয়ের কাহিনি। সে একটি সুন্দর জীবনের প্রত্যাশায় ইউরোপে যাওয়ার পথে জলদস্যুদের দিয়ে নিগৃহীত হয়। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর তার দেখা হয় তিথির সঙ্গে। সে কি একটি সুন্দর জীবনে ফিরতে পারবে?
বাংলা একাডেমি জানিয়েছে, গতকাল অষ্টম দিনে মেলায় ১১টি গল্প, ১০টি উপন্যাস, ৪টি প্রবন্ধ, ৫টি শিশুতোষ, ১টি রচনাবলি, ১টি নাটক, ২টি বিজ্ঞানবিষয়ক, ৫টি ভ্রমণ, ১টি ইতিহাস, ৩টি মুক্তিযুদ্ধ অন্যান্য বই মিলে ৮০টি বই এসেছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫