Ajker Patrika

মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৪১
মাদক মামলায় দুই ব্যক্তির কারাদণ্ড

ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত মাদক মামলায় দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। গতকাল বিকেলে আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন। এসময় আসামি জহিরুল ইসলাম উপস্থিতি ছিলেন। তবে সাজাপ্রাপ্ত অপর আসামি বিপ্লবদাস আদালতে অনুপস্থিত ছিলেন।

বরিশালের উজিরপুর উপজেলার মুক্তাপাশা গ্রামের বিমল দাসের পুত্র বিপ্লব দাসকে (৩০) ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দণ্ডাদেশ এবং বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া গ্রামের গোলাম মোস্তফা আকনের পুত্র জহিরুল ইসলামকে (৩১) ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরি মান অনাদায়ে আরও ৬ মাসের দণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

আদালত সূত্র জানা যায়, ২০১৭ সালে ২০ এপ্রিল বিকেল ৫টায় ঝালকাঠির ডিবি পুলিশ নলছিটি উপজেলাধীন রায়াপুর বটতলা খান স্টোরের সামনে থেকে বিপ্লব দাস ও জহিরুল ইসলামকে তল্লাশি করে দুজনের কাছ থেকে ৩০০ পিচ ইয়াবা উদ্ধার করে।

এ ব্যাপারে ডিবির এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেন। এই মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান ২০১৭ সালে ২৩ মে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত