নয়ন রহমান

ভাঁজভাঙা শার্ট, ম্যাচ করা প্যান্ট আর চকচকে জুতার সঙ্গে একটা রুচিশীল টাই। জাঁকালো পার্টি কিংবা চাকরির সাক্ষাৎকার, বিশেষ কোনো ঘটনা উদ্যাপন কিংবা দৈনন্দিন অফিস প্রোগ্রাম এমন যেকোনো আনুষ্ঠানিক আয়োজনে পুরুষদের অন্যতম পছন্দের পোশাক এটি।
অনুষ্ঠানের ধরন বিবেচনায় টাই কেমন হবে তা নির্ধারণ করা গেলেও কোন রঙের শার্টের সঙ্গে কেমন টাই উপযুক্ত, সেটি বেছে নেওয়া অনেক বড় কঠিন কাজ। ব্যক্তির রুচি এ ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করলেও কিছু প্রাথমিক বিষয় সিদ্ধান্ত গ্রহণে বেশ সহায়ক হিসেবে কাজ করে। শার্ট ও টাইয়ের রং বাছাইয়ে মূলত বিবেচনায় রাখুন তিনটি ব্যাপার।
সাদৃশ্য বা সিমিলারিটি
শার্ট ও টাই দুটোই প্রায় কাছাকাছি রঙের বেছে নিন। একই রঙের শার্ট ও টাই চোখে একটা ছন্দ তৈরি করে, যা শুরুতেই নজরে আসবে।
বৈসাদৃশ্য বা কনট্রাস্ট
সম্পূর্ণ বিপরীত দুই বর্ণের মিশ্রণে শার্ট ও টাই বেছে নিতে পারেন। বর্ণালির দুই মেরুর দুটি রঙের সমন্বয়ে তৈরি জোড়া উপস্থাপনকে নান্দনিক করে তুলবে।
পরিপূরক বা কমপ্লিমেন্টারি
শার্ট ও টাই বাছাইয়ে দুটি পরিপূরক রং পছন্দ করতে পারেন; অর্থাৎ টাইয়ের রং শার্টের সৌন্দর্যকে পূর্ণাঙ্গভাবে ফুটিয়ে তুলবে, এমন সমন্বয় বেছে নিতে পারেন।একটা রুচিশীল টাই শুধু বাহ্যিক সৌন্দর্য ও ব্যক্তির রুচির প্রকাশ। তাই টাই কেনার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন, সেগুলো হলো:
কোয়ালিটি
পারিবারিক বা অফিশিয়াল আয়োজনে প্রথমে যে জিনিসের ওপর অতিথিদের নজর পড়বে, সেটা হলো আপনার বাছাই করা টাই। সুতরাং প্রথম দর্শনে ভালো ইমপ্রেশন তৈরির জন্য টাইয়ের মানের দিকে নজর দিন। ভালো মান বলতে দামি টাই, ব্যাপারটা এমন নয়। এটি যেন গুণগত মানসম্পন্ন হয় তা খেয়াল রাখতে হবে।
টাইয়ের আকার
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, যা আমরা অনেক সময়ই খেয়াল করি না। টাইয়ের আকারটি স্যুটের ল্যাপেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তা ছাড়া টাই বাঁধার সময় খেয়াল রাখতে হবে, এটি যেন মুখের গড়ন এবং শার্টের রঙের সঙ্গে বেখাপ্পা না লাগে।
উপলক্ষ
আপনার পছন্দের টাই কোন উপলক্ষে ব্যবহার করবেন তা বিবেচনায় রাখুন। সিল্কের টাইগুলো অফিশিয়াল বা বিজনেস মিটিংয়ে উপযুক্ত হলেও টেক্সচারড টাইগুলো ক্যাজুয়াল আয়োজনে বেছে নিতে পারেন।
রুচিশীল পোশাক আপনাকে যেমন আত্মবিশ্বাসী করে, তেমনি ভুল পছন্দ স্থানভেদে হাস্যকর করে তুলতে পারে। আচরণ, ভাষা যেমন ব্যক্তিত্বের পরিচায়ক, তেমনি উপযুক্ত পরিচ্ছদও একটি অবিচ্ছেদ্য অংশ। নিজেকে আরও আকর্ষণীয় রূপে উপস্থাপন করতে পোশাকের সুষম সমন্বয়ে গুরুত্ব দিন।
সূত্র: ফ্যাশন বিনস

ভাঁজভাঙা শার্ট, ম্যাচ করা প্যান্ট আর চকচকে জুতার সঙ্গে একটা রুচিশীল টাই। জাঁকালো পার্টি কিংবা চাকরির সাক্ষাৎকার, বিশেষ কোনো ঘটনা উদ্যাপন কিংবা দৈনন্দিন অফিস প্রোগ্রাম এমন যেকোনো আনুষ্ঠানিক আয়োজনে পুরুষদের অন্যতম পছন্দের পোশাক এটি।
অনুষ্ঠানের ধরন বিবেচনায় টাই কেমন হবে তা নির্ধারণ করা গেলেও কোন রঙের শার্টের সঙ্গে কেমন টাই উপযুক্ত, সেটি বেছে নেওয়া অনেক বড় কঠিন কাজ। ব্যক্তির রুচি এ ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করলেও কিছু প্রাথমিক বিষয় সিদ্ধান্ত গ্রহণে বেশ সহায়ক হিসেবে কাজ করে। শার্ট ও টাইয়ের রং বাছাইয়ে মূলত বিবেচনায় রাখুন তিনটি ব্যাপার।
সাদৃশ্য বা সিমিলারিটি
শার্ট ও টাই দুটোই প্রায় কাছাকাছি রঙের বেছে নিন। একই রঙের শার্ট ও টাই চোখে একটা ছন্দ তৈরি করে, যা শুরুতেই নজরে আসবে।
বৈসাদৃশ্য বা কনট্রাস্ট
সম্পূর্ণ বিপরীত দুই বর্ণের মিশ্রণে শার্ট ও টাই বেছে নিতে পারেন। বর্ণালির দুই মেরুর দুটি রঙের সমন্বয়ে তৈরি জোড়া উপস্থাপনকে নান্দনিক করে তুলবে।
পরিপূরক বা কমপ্লিমেন্টারি
শার্ট ও টাই বাছাইয়ে দুটি পরিপূরক রং পছন্দ করতে পারেন; অর্থাৎ টাইয়ের রং শার্টের সৌন্দর্যকে পূর্ণাঙ্গভাবে ফুটিয়ে তুলবে, এমন সমন্বয় বেছে নিতে পারেন।একটা রুচিশীল টাই শুধু বাহ্যিক সৌন্দর্য ও ব্যক্তির রুচির প্রকাশ। তাই টাই কেনার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন, সেগুলো হলো:
কোয়ালিটি
পারিবারিক বা অফিশিয়াল আয়োজনে প্রথমে যে জিনিসের ওপর অতিথিদের নজর পড়বে, সেটা হলো আপনার বাছাই করা টাই। সুতরাং প্রথম দর্শনে ভালো ইমপ্রেশন তৈরির জন্য টাইয়ের মানের দিকে নজর দিন। ভালো মান বলতে দামি টাই, ব্যাপারটা এমন নয়। এটি যেন গুণগত মানসম্পন্ন হয় তা খেয়াল রাখতে হবে।
টাইয়ের আকার
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, যা আমরা অনেক সময়ই খেয়াল করি না। টাইয়ের আকারটি স্যুটের ল্যাপেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তা ছাড়া টাই বাঁধার সময় খেয়াল রাখতে হবে, এটি যেন মুখের গড়ন এবং শার্টের রঙের সঙ্গে বেখাপ্পা না লাগে।
উপলক্ষ
আপনার পছন্দের টাই কোন উপলক্ষে ব্যবহার করবেন তা বিবেচনায় রাখুন। সিল্কের টাইগুলো অফিশিয়াল বা বিজনেস মিটিংয়ে উপযুক্ত হলেও টেক্সচারড টাইগুলো ক্যাজুয়াল আয়োজনে বেছে নিতে পারেন।
রুচিশীল পোশাক আপনাকে যেমন আত্মবিশ্বাসী করে, তেমনি ভুল পছন্দ স্থানভেদে হাস্যকর করে তুলতে পারে। আচরণ, ভাষা যেমন ব্যক্তিত্বের পরিচায়ক, তেমনি উপযুক্ত পরিচ্ছদও একটি অবিচ্ছেদ্য অংশ। নিজেকে আরও আকর্ষণীয় রূপে উপস্থাপন করতে পোশাকের সুষম সমন্বয়ে গুরুত্ব দিন।
সূত্র: ফ্যাশন বিনস

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫