তরুণ চক্রবর্তী, কলকাতা

কয়েক মাসের মধ্যে উত্তর প্রদেশ, পাঞ্জাবসহ কয়েকটি রাজ্যে নির্বাচন। তার আগে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে কৃষক সন্তুষ্ট করার পথ ধরলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার শিখ ধর্মগুরু গুরু নানকের জন্মদিনে দেশবাসীকে চমকে দিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন মোদি। বলেন, তিনটি কৃষি আইনই বাতিল করা হবে। আইন তিনটি প্রণয়নের জন্য কৃষকদের কাছে ক্ষমাও চান তিনি। বলেন, কৃষকদের বোঝানোয় খামতি ছিল।
নরেন্দ্র মোদির এ ঘোষণার পরই বিরোধী রাজনৈতিক দলের নেতারা বলতে শুরু করেছেন, হার নিশ্চিত বুঝেই এমন আত্মসমর্পণ প্রধানমন্ত্রীর। তবে বিজেপির নেতা ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পাল্টা দাবি, রাষ্ট্রনায়কের মতোই কাজ করেছেন মোদি।
বিভিন্ন রাজ্যে ভারতের সাম্প্রতিক নির্বাচনী ফলাফলে স্পষ্ট ইঙ্গিত ছিল, মোদি-ম্যাজিক সেখানে তেমন কাজ করছে না। তাঁর আমলে প্রণীত তিনটি কৃষি আইন নিয়ে কৃষকদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে ভোটবাক্সে। আগামী
বছরের শুরুতেই পাঁচ রাজ্যে ভোট। সেখানেও কৃষক আন্দোলনের বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে কৃষক অধ্যুষিত উত্তর প্রদেশ ও পাঞ্জাবে। এ অবস্থায় এ মাসের মধ্যে তিন বিতর্কিত কৃষি আইন রদের ঘোষণা দেন মোদি। একই সঙ্গে আন্দোলনরত কৃষকদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি। তবে তাঁর অনুরোধে সাড়া দেননি কৃষক নেতারা। কৃষক নেতা রাকেশ টিকায়াত বলেন, সংসদে আইনটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একেবারে স্বভাববিরুদ্ধ ভঙ্গিতে নরেন্দ্র মোদি তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর গতকাল দিল্লি-হরিয়ানা সীমান্তবর্তী সিঙ্ঘু-টিকরি ধরনামঞ্চে বিজয় উৎসব শুরু হয়ে যায়। শীত-গ্রীষ্ম-বর্ষা উপেক্ষা করে এক বছরের বেশি সময় ধরে এখানে বিক্ষোভ চালাচ্ছিলেন কৃষকেরা।
এই তিন আইনের বিরোধিতা করে দেশজুড়ে শুরু হয় আন্দোলন। শীত-গ্রীষ্ম-বর্ষা উপেক্ষা করে গত বছরের আগস্ট থেকে রাজধানী দিল্লির বাইরে কৃষকেরা ধরনায় বসেন। ভারতজুড়ে এই আন্দোলন ছড়ালেও এর নেতৃত্বে ছিলেন পাঞ্জাব ও উত্তর প্রদেশের কৃষক নেতারা। এই অহিংস আন্দোলনে এ পর্যন্ত ছয় শর বেশি কৃষক প্রাণ হারিয়েছেন।
কৃষি আইন প্রত্যাহারের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, সত্যাগ্রহীদের কাছে দর্পচূর্ণ হলো অহংকারীর। কংগ্রেস নেতা ও সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরমের মতে, ভোটে হারার ভয়েই বিজেপি আইনটি প্রত্যাহার করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই জয় সংগ্রামী কৃষকদের। লড়াইয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের জন্য গভীর সমবেদনা জানান তিনি।
নরেন্দ্র মোদি সরকারের গত ৭ বছরের জমানায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার, রাফাল যুদ্ধবিমান কেলেঙ্কারি, অযোধ্যায় রামমন্দির নির্মাণসহ একাধিক বিতর্কিত বিষয় উঠে আসে। কিন্তু কোনো কিছুকে নরেন্দ্র মোদি গ্রাহ্যের মধ্যে আনেননি। এটাকে এত দিন অনেকে মোদির শক্তি বা মোদি-ম্যাজিক বলে বর্ণনা করেছেন। এখন যে এতে আর কাজ হচ্ছে না, সেটাও বিজেপি কার্যত মেনে নিল কৃষি আইন বাতিলের ঘোষণা দিয়ে।

কয়েক মাসের মধ্যে উত্তর প্রদেশ, পাঞ্জাবসহ কয়েকটি রাজ্যে নির্বাচন। তার আগে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে কৃষক সন্তুষ্ট করার পথ ধরলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার শিখ ধর্মগুরু গুরু নানকের জন্মদিনে দেশবাসীকে চমকে দিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন মোদি। বলেন, তিনটি কৃষি আইনই বাতিল করা হবে। আইন তিনটি প্রণয়নের জন্য কৃষকদের কাছে ক্ষমাও চান তিনি। বলেন, কৃষকদের বোঝানোয় খামতি ছিল।
নরেন্দ্র মোদির এ ঘোষণার পরই বিরোধী রাজনৈতিক দলের নেতারা বলতে শুরু করেছেন, হার নিশ্চিত বুঝেই এমন আত্মসমর্পণ প্রধানমন্ত্রীর। তবে বিজেপির নেতা ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পাল্টা দাবি, রাষ্ট্রনায়কের মতোই কাজ করেছেন মোদি।
বিভিন্ন রাজ্যে ভারতের সাম্প্রতিক নির্বাচনী ফলাফলে স্পষ্ট ইঙ্গিত ছিল, মোদি-ম্যাজিক সেখানে তেমন কাজ করছে না। তাঁর আমলে প্রণীত তিনটি কৃষি আইন নিয়ে কৃষকদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে ভোটবাক্সে। আগামী
বছরের শুরুতেই পাঁচ রাজ্যে ভোট। সেখানেও কৃষক আন্দোলনের বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে কৃষক অধ্যুষিত উত্তর প্রদেশ ও পাঞ্জাবে। এ অবস্থায় এ মাসের মধ্যে তিন বিতর্কিত কৃষি আইন রদের ঘোষণা দেন মোদি। একই সঙ্গে আন্দোলনরত কৃষকদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি। তবে তাঁর অনুরোধে সাড়া দেননি কৃষক নেতারা। কৃষক নেতা রাকেশ টিকায়াত বলেন, সংসদে আইনটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একেবারে স্বভাববিরুদ্ধ ভঙ্গিতে নরেন্দ্র মোদি তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর গতকাল দিল্লি-হরিয়ানা সীমান্তবর্তী সিঙ্ঘু-টিকরি ধরনামঞ্চে বিজয় উৎসব শুরু হয়ে যায়। শীত-গ্রীষ্ম-বর্ষা উপেক্ষা করে এক বছরের বেশি সময় ধরে এখানে বিক্ষোভ চালাচ্ছিলেন কৃষকেরা।
এই তিন আইনের বিরোধিতা করে দেশজুড়ে শুরু হয় আন্দোলন। শীত-গ্রীষ্ম-বর্ষা উপেক্ষা করে গত বছরের আগস্ট থেকে রাজধানী দিল্লির বাইরে কৃষকেরা ধরনায় বসেন। ভারতজুড়ে এই আন্দোলন ছড়ালেও এর নেতৃত্বে ছিলেন পাঞ্জাব ও উত্তর প্রদেশের কৃষক নেতারা। এই অহিংস আন্দোলনে এ পর্যন্ত ছয় শর বেশি কৃষক প্রাণ হারিয়েছেন।
কৃষি আইন প্রত্যাহারের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, সত্যাগ্রহীদের কাছে দর্পচূর্ণ হলো অহংকারীর। কংগ্রেস নেতা ও সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরমের মতে, ভোটে হারার ভয়েই বিজেপি আইনটি প্রত্যাহার করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই জয় সংগ্রামী কৃষকদের। লড়াইয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের জন্য গভীর সমবেদনা জানান তিনি।
নরেন্দ্র মোদি সরকারের গত ৭ বছরের জমানায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার, রাফাল যুদ্ধবিমান কেলেঙ্কারি, অযোধ্যায় রামমন্দির নির্মাণসহ একাধিক বিতর্কিত বিষয় উঠে আসে। কিন্তু কোনো কিছুকে নরেন্দ্র মোদি গ্রাহ্যের মধ্যে আনেননি। এটাকে এত দিন অনেকে মোদির শক্তি বা মোদি-ম্যাজিক বলে বর্ণনা করেছেন। এখন যে এতে আর কাজ হচ্ছে না, সেটাও বিজেপি কার্যত মেনে নিল কৃষি আইন বাতিলের ঘোষণা দিয়ে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫