নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিরাপদ সড়ক ও বাসে অর্ধেক ভাড়ার দাবিতে চলমান আন্দোলনে গতকাল বৃহস্পতিবার সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন শিক্ষার্থীরা। তবে এ আন্দোলন শুধু তাঁদের নয় জানিয়ে আগামীকাল শনিবার ছাত্র-শিক্ষক, অভিভাবক ও শ্রমিক-জনতাসহ সর্বস্তরের মানুষের সংহতি সমাবেশের ডাক দিয়েছেন তাঁরা। বেলা ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজে এ সমাবেশ হবে।
গতকাল বেলা সাড়ে ৩টার দিকে খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও গভর্নমেন্ট কলেজ, বনশ্রী মডেল কলেজ, মিরপুর বাঙলা কলেজ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, রামপুরা সিটি আইডিয়ালসহ আশপাশের বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা রামপুরা পুলিশ বক্সের উল্টোপাশে জড়ো হন। বিকেল ৪টার দিকে স্লোগান দিতে দিতে তাঁরা ব্রিজের ওপরে এসে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ১১ দফা দাবিতে পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
শিক্ষার্থীরা জানান, ১১ দফা দাবির লিফলেটসহ আন্দোলনের ব্যয়ভার বহনে হিমশিম খাচ্ছেন তাঁরা। আন্দোলনে সহযোগিতা করে পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান।
খিলগাঁও মডেল কলেজের ছাত্রী সোহাগী সামিয়া বলেন, নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে আমরা আজকে জনসাধারণের কাছে লিফলেট বিতরণ করেছি। ১১ দফা দাবি নিয়ে জনগণের কাছে গিয়েছি। তাঁদের কাছে দাবিগুলো তুলে ধরেছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, সড়ক আন্দোলন শুধু শিক্ষার্থীদের নয়, সর্বস্তরের মানুষের আন্দোলন। এ আন্দোলনে আমরা জনসাধারণের সমর্থন চাই।
পরে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত রাস্তায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ ছাড়া আন্দোলনের জন্য টাকা সংগ্রহ করেন তাঁরা।
১৯ ডিসেম্বর গণভবনে স্মারকলিপি
এ ছাড়া গণপরিবহনে অর্ধেক ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে ১৯ ডিসেম্বর দুপুরে নীলক্ষেত মোড় থেকে মিছিল নিয়ে গণভবনে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।
গতকাল সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নীলক্ষেত থেকে গণভবন অভিমুখে স্মারকলিপি দেওয়ার জন্য মিছিল নিয়ে রওনা হলে নীলক্ষেত মোড়ে বাধা দেয় পুলিশ।
পুলিশি বাধায় বেশ কিছুক্ষণ বাগ্বিতণ্ডার পর রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা। পুলিশের অনুরোধে ১৯ ডিসেম্বর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করেন।

নিরাপদ সড়ক ও বাসে অর্ধেক ভাড়ার দাবিতে চলমান আন্দোলনে গতকাল বৃহস্পতিবার সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন শিক্ষার্থীরা। তবে এ আন্দোলন শুধু তাঁদের নয় জানিয়ে আগামীকাল শনিবার ছাত্র-শিক্ষক, অভিভাবক ও শ্রমিক-জনতাসহ সর্বস্তরের মানুষের সংহতি সমাবেশের ডাক দিয়েছেন তাঁরা। বেলা ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজে এ সমাবেশ হবে।
গতকাল বেলা সাড়ে ৩টার দিকে খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও গভর্নমেন্ট কলেজ, বনশ্রী মডেল কলেজ, মিরপুর বাঙলা কলেজ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, রামপুরা সিটি আইডিয়ালসহ আশপাশের বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা রামপুরা পুলিশ বক্সের উল্টোপাশে জড়ো হন। বিকেল ৪টার দিকে স্লোগান দিতে দিতে তাঁরা ব্রিজের ওপরে এসে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ১১ দফা দাবিতে পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
শিক্ষার্থীরা জানান, ১১ দফা দাবির লিফলেটসহ আন্দোলনের ব্যয়ভার বহনে হিমশিম খাচ্ছেন তাঁরা। আন্দোলনে সহযোগিতা করে পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান।
খিলগাঁও মডেল কলেজের ছাত্রী সোহাগী সামিয়া বলেন, নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে আমরা আজকে জনসাধারণের কাছে লিফলেট বিতরণ করেছি। ১১ দফা দাবি নিয়ে জনগণের কাছে গিয়েছি। তাঁদের কাছে দাবিগুলো তুলে ধরেছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, সড়ক আন্দোলন শুধু শিক্ষার্থীদের নয়, সর্বস্তরের মানুষের আন্দোলন। এ আন্দোলনে আমরা জনসাধারণের সমর্থন চাই।
পরে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত রাস্তায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ ছাড়া আন্দোলনের জন্য টাকা সংগ্রহ করেন তাঁরা।
১৯ ডিসেম্বর গণভবনে স্মারকলিপি
এ ছাড়া গণপরিবহনে অর্ধেক ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে ১৯ ডিসেম্বর দুপুরে নীলক্ষেত মোড় থেকে মিছিল নিয়ে গণভবনে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।
গতকাল সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নীলক্ষেত থেকে গণভবন অভিমুখে স্মারকলিপি দেওয়ার জন্য মিছিল নিয়ে রওনা হলে নীলক্ষেত মোড়ে বাধা দেয় পুলিশ।
পুলিশি বাধায় বেশ কিছুক্ষণ বাগ্বিতণ্ডার পর রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা। পুলিশের অনুরোধে ১৯ ডিসেম্বর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫