Ajker Patrika

মাগুরায় সপ্তাহে শনাক্ত ৬৩

ফয়সাল পারভেজ, মাগুরা প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৩: ৩১
মাগুরায় সপ্তাহে শনাক্ত ৬৩

মাগুরাকে সারা দেশের করোনার ঝুঁকিতে থাকা ১২ জেলার মধ্যে অন্যতম হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মধ্যম ঝুঁকিতে থাকা মাগুরা জেলার বর্তমান করোনা পরিস্থিতি দীর্ঘদিন পর আবারও খারাপের দিকে যেতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে। তবে করোনা সংক্রমণ ঠেকাতে টিকার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মাগুরা স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে।

জেলা সিভিল সাজন কার্যালয় থেকে জানা যায়, এক সপ্তাহ ধরে মাগুরায় করোনায় রোগী শনাক্ত হয়েছে ৬৩ জন। এর মধ্যে ৫৯ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন, ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ অবস্থায় মাগুরা সদর হাসপাতালের নতুনর ভবনে করোনা রোগীদের জন্য ৫ তলায় যে ওয়ার্ড ছিল তা আবার রোগী ও স্বজনদের ভিড় লক্ষ্য করা গেছে।

সরেজমিনে গতকাল রোববার সকালে গিয়ে দেখা যায়, একই তলায় এক পাশে করোনা রোগীদের জন্য সাধারণ ওয়ার্ড। আর বাইরে মেঝেতে শুয়ে আছেন শরীরের অণ্যসব সমস্যা নিয়ে বেশ কিছু রোগী ও তাদের সঙ্গে আসা স্বজনেরা।

মেঝেতে থাকা ফাতেমা খাতুন জানান, তাঁর রক্ত নেওয়া লাগছে। তাই পুত্রবধূর সঙ্গে হাসপাতালে চার দিন আগে ভর্তি হয়ে আছেন। করোনা ওয়ার্ড পাশেই কিন্তু কিছু করার নেই, হাসপাতালেল ভেতরের কেবিনে কোনো জায়গা নেই।

গতকাল রোববার করোনা ওয়ার্ডে হাসপাতালে ভর্তি হওয়া অবস্থায় একজন ৬৭ বছরের ব্যক্তি মারা গেছেন। তিনি করোনা পজিটিভ থাকলেও তাঁর শরীরে আগে থেকে ফুসফুসের ক্যানসার ছিল বলে সিভিল সাজন চিকিৎসক শহীদুল্লাহ দেওয়ান জানিয়েছেন। জানা গেছে, মারা যাওয়া ব্যক্তিটির দীর্ঘ দিন ধরে ফুসফুসে ক্যানসারসহ শারীরিক অন্যান্য জটিলতায় ভুগছিলেন। তিনি করোনার কোনো টিকাই এর আগে গ্রহণ করেননি। গত শনিবার মাগুরা সদর হাসপাতালে মুমূর্ষ অবস্থায় তিনি ভর্তি হন।

মাগুরা জেলায় এ পর্যন্ত করোনায় মোট রোগী শনাক্ত হয়েছে ৪২২৭ জন। এর মধ্যে নমুনার সংখ্যা ছিল ২০৮৩৯ জনের যার মধ্যে ২৭০০০ বেশি রিপোর্ট পাওয়া গেছে। করোনায় পজিটিভ নিয়ে মারা গেছেন মোট ৯২ জন। করোনার পরীক্ষার জন্য মাগুরা সিভিল সাজন কার্যালয় ছাড়াও বাকি তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

বিএনপির সঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা জামায়াতের, তারেক রহমানকে জানালেন আমির

সঞ্চয়পত্রে মুনাফার হার আরও কমল

নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত