Ajker Patrika

মুক্তিযুদ্ধের সিনেমায় শাহেদ ও শিলা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৯: ৩৫
মুক্তিযুদ্ধের সিনেমায় শাহেদ ও শিলা

মহান মুক্তিযুদ্ধের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমা ‘বীরাঙ্গনা ৭১’। এতে অভিনয় করছেন শাহেদ শরীফ খান ও চিত্রনায়িকা শিরিন শিলা। বীরাঙ্গনা ৭১ নির্মাণ করছেন এম সাখাওয়াত হোসেন। শাহেদ অভিনয় করছেন মোহন চরিত্রে, তাঁর বিপরীতে রয়েছেন শিরিন শিলা, অভিনয় করছেন বীরাঙ্গনা জয়বুনের চরিত্রে। মুক্তিযুদ্ধবিষয়ক কোনো সিনেমায় এটাই শিরিন শিলার প্রথম অভিনয়।

সিনেমার দ্বিতীয় লটের শুটিং চলছে পুবাইলের একটি শুটিং হাউসে। নির্মাতা এম সাখাওয়াতের এটি তৃতীয় সিনেমা। বীরাঙ্গনা ৭১-এর সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজে।

পুবাইলে সিনেমার সেটে আছেন শাহেদ শরীফ খান। শুটিংয়ের অবসরে তিনি বললেন, ‘এই সিনেমায় আমার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। নাম মোহন। টুইস্ট নষ্ট হবে বলে এখনই গল্পটা বলতে পারছি না। তবে আমি আনন্দিত এমন চমৎকার একটি চরিত্রে কাজ করে। সহশিল্পী হিসেবে শিরিন শিলা একজন দারুণ অভিনেত্রী। তাঁর সঙ্গে প্রথম কাজ হলেও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি।’

শিরিন শিলা বলেন, ‘এবারই প্রথম মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে অভিনয় করছি। সিনেমায় আমি অভিনয় করছি বীরাঙ্গনা জয়বুনের চরিত্রে। যেহেতু এটি মহান মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র, তাই বেশ সাবধানে অভিনয় করছি। চেষ্টা করছি, নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার। এখন পর্যন্ত যতটুকু কাজ হয়েছে, তাতে আমি সন্তুষ্ট।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত