
যত দূর চোখ যায়, দিগন্তবিস্তৃত নীলাকাশ আর নীলচে জলের ছোট ছোট ঢেউ। দূরে সরু রেখার মতো গাছের সারি। মাঝেমধ্যে পাহাড়, নারকেলবন। থাইল্যান্ডের কো মাক দ্বীপের এমন মনভোলানো প্রকৃতির মধ্যে পাথরের স্তূপের ওপর বসে আছেন শিরোনামহীন ব্যান্ডের বেজিস্ট ও গীতিকার জিয়াউর রহমান, প্রায় তিন দশক ধরে শিরোনামহীনের হাল শক্ত হাতে ধরে রেখেছেন যিনি। হাতে তাঁর প্রিয় বাদ্যযন্ত্র চেলো। গত বুধবার রাতে এমন কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন জিয়া। সঙ্গে ক্যাপশন—‘এই অবেলায়-২ লোডিং’।
২০১৯ সালের মে মাসে ‘এই অবেলায়’ গানটি মুক্তি পাওয়ার পর শিরোনামহীন যেন জেগে উঠেছিল নতুন করে। এর আগে একটা বড়সড় ভাঙাগড়ার মুখে পড়ে ধুঁকছিল ব্যান্ডটি। নতুন ভোকাল নিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে হিমশিম খাচ্ছিল তারা। এই অবেলায় গানটি ছিল ওই দুঃসময়ে অক্সিজেনের মতো। প্রায় পাঁচ বছর পর এ গানের সিক্যুয়েল ‘এই অবেলায়-২’ নিয়ে আসছে শিরোনামহীন। গান প্রস্তুত। এবার ভিডিও শুটিংয়ের পালা। এই অবেলায়-২-এর আবেগ-অনুভূতির সঙ্গে মানানসই দৃশ্যের খোঁজে শিরোনামহীনের সদস্যরা পৌঁছে গেছেন থাইল্যান্ডে। সেখানেই আড্ডা, ঘোরাঘুরি আর গানের ফাঁকে চলছে শুটিং।
শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান জানিয়েছেন, শিরোনামহীনের অষ্টম অ্যালবাম ‘বাতিঘর’-এ চমক হিসেবে থাকবে এই অবেলায়-২। ১০টি গান থাকবে অ্যালবামে। মিউজিক ভিডিও আকারে সবার আগে প্রকাশ পাবে টাইটেল ট্র্যাক বাতিঘর। এরপরই আসবে এই অবেলায়-২। জিয়াউর রহমান বলেন, ‘সব গান হবে আনপ্লাগড। একেবারে অ্যাকোস্টিক সাউন্ড পাবে শ্রোতারা। আমরা গানে অনেক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি। শ্রোতারা যেন প্রতিটি ইনস্ট্রুমেন্টের লাইভ ভার্সন শুনতে পারে, সে জন্যই এই উদ্যোগ।’

যত দূর চোখ যায়, দিগন্তবিস্তৃত নীলাকাশ আর নীলচে জলের ছোট ছোট ঢেউ। দূরে সরু রেখার মতো গাছের সারি। মাঝেমধ্যে পাহাড়, নারকেলবন। থাইল্যান্ডের কো মাক দ্বীপের এমন মনভোলানো প্রকৃতির মধ্যে পাথরের স্তূপের ওপর বসে আছেন শিরোনামহীন ব্যান্ডের বেজিস্ট ও গীতিকার জিয়াউর রহমান, প্রায় তিন দশক ধরে শিরোনামহীনের হাল শক্ত হাতে ধরে রেখেছেন যিনি। হাতে তাঁর প্রিয় বাদ্যযন্ত্র চেলো। গত বুধবার রাতে এমন কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন জিয়া। সঙ্গে ক্যাপশন—‘এই অবেলায়-২ লোডিং’।
২০১৯ সালের মে মাসে ‘এই অবেলায়’ গানটি মুক্তি পাওয়ার পর শিরোনামহীন যেন জেগে উঠেছিল নতুন করে। এর আগে একটা বড়সড় ভাঙাগড়ার মুখে পড়ে ধুঁকছিল ব্যান্ডটি। নতুন ভোকাল নিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে হিমশিম খাচ্ছিল তারা। এই অবেলায় গানটি ছিল ওই দুঃসময়ে অক্সিজেনের মতো। প্রায় পাঁচ বছর পর এ গানের সিক্যুয়েল ‘এই অবেলায়-২’ নিয়ে আসছে শিরোনামহীন। গান প্রস্তুত। এবার ভিডিও শুটিংয়ের পালা। এই অবেলায়-২-এর আবেগ-অনুভূতির সঙ্গে মানানসই দৃশ্যের খোঁজে শিরোনামহীনের সদস্যরা পৌঁছে গেছেন থাইল্যান্ডে। সেখানেই আড্ডা, ঘোরাঘুরি আর গানের ফাঁকে চলছে শুটিং।
শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান জানিয়েছেন, শিরোনামহীনের অষ্টম অ্যালবাম ‘বাতিঘর’-এ চমক হিসেবে থাকবে এই অবেলায়-২। ১০টি গান থাকবে অ্যালবামে। মিউজিক ভিডিও আকারে সবার আগে প্রকাশ পাবে টাইটেল ট্র্যাক বাতিঘর। এরপরই আসবে এই অবেলায়-২। জিয়াউর রহমান বলেন, ‘সব গান হবে আনপ্লাগড। একেবারে অ্যাকোস্টিক সাউন্ড পাবে শ্রোতারা। আমরা গানে অনেক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি। শ্রোতারা যেন প্রতিটি ইনস্ট্রুমেন্টের লাইভ ভার্সন শুনতে পারে, সে জন্যই এই উদ্যোগ।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫