নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে দেবীপক্ষের। আর কয়েক দিনের মধ্যেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শারদীয় দুর্গাপূজা। দিনাজপুরের নবাবগঞ্জে দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন মালাকার সম্প্রদায়ের মানুষ। পূজার সাজসজ্জায় ব্যবহৃত শোলার কদমফুল তৈরিতে দিন-রাত পরিশ্রম করছেন তাঁরা। এই পূজার সময়েই তাঁদের বাড়তি আয় হয়।
গতকাল সোমবার উপজেলার জয়পুর ইউনিয়নের ভুইদহ শিবমন্দির এলাকায় দেখা গেছে কদমফুল তৈরি করছেন নরোত্তম মালি, সবিতা রানি, কমল চন্দ্র মালি, চাম্পা রানি, কাকলি রানিসহ বেশ কিছু কিশোর-কিশোরী।
এ সময় গৃহবধূ চম্পা রানি বলেন, ‘শ্বশুর ও শাশুড়ির কাছ থেকে এ কাজ শিখেছি। এখন নিজেই শোলার মালা, কদমফুল তৈরি করতে পারি। পাশাপাশি স্বামী, শ্বশুর, শাশুড়িও এ কাজ করেন। এখন পূজার মৌসুমে আমাদের প্রত্যেকের প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা বাড়তি আয় হয়।’
৫০ বছরের বেশি সময় ধরে এ কাজ করছেন কমল চন্দ্র মালি। তিনি বলেন, ‘পূজাসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সাজসজ্জায় ব্যবহারের জন্য ফুল তৈরি করি। এতে সামান্য আয় হয়। পূজার মৌসুমে কিছু বাড়তি আয় হয়। এরপর সারা বছর কোনোমতে সংসার চালাই। সরকারি কোনো সহায়তা পেলে আমাদের খুব উপকার হতো।’
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিপ্লব কুমার সাহা বলেন, মালাকার সম্প্রদায়ের লোকেরা শোলা দিয়ে যে কদমফুল তৈরি করেন, তা শুভ শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। তাঁরা বিশ্বাস করেন এই ফুল দিয়ে দেবতাকে আহ্বান করা যায় এবং ঘরবাড়ি, মন্দিরসহ নানা স্থানে এই ফুল রাখলে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। সারা বছর এই ফুলের প্রয়োজন হলেও বিভিন্ন পূজার সময় বিক্রি বেশি হয়। বিশেষ করে দুর্গাপূজার সময় এই ফুলের চাহিদা বেশি থাকে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম জানান, মালাকার সম্প্রদায়ের লোকেরা পূজার উৎসবের বিভিন্ন সরঞ্জাম তৈরি করে থাকেন। ধর্মীয় কাজে তাঁদের অবদান রয়েছে। তবে অর্থনৈতিকভাবে এই সম্প্রদায়ের লোকেরা খুব কষ্টে দিনাতিপাত করেন। তাঁদের সরকারি সহায়তায় দেওয়ার বিষয়টি দেখা হবে।

মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে দেবীপক্ষের। আর কয়েক দিনের মধ্যেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শারদীয় দুর্গাপূজা। দিনাজপুরের নবাবগঞ্জে দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন মালাকার সম্প্রদায়ের মানুষ। পূজার সাজসজ্জায় ব্যবহৃত শোলার কদমফুল তৈরিতে দিন-রাত পরিশ্রম করছেন তাঁরা। এই পূজার সময়েই তাঁদের বাড়তি আয় হয়।
গতকাল সোমবার উপজেলার জয়পুর ইউনিয়নের ভুইদহ শিবমন্দির এলাকায় দেখা গেছে কদমফুল তৈরি করছেন নরোত্তম মালি, সবিতা রানি, কমল চন্দ্র মালি, চাম্পা রানি, কাকলি রানিসহ বেশ কিছু কিশোর-কিশোরী।
এ সময় গৃহবধূ চম্পা রানি বলেন, ‘শ্বশুর ও শাশুড়ির কাছ থেকে এ কাজ শিখেছি। এখন নিজেই শোলার মালা, কদমফুল তৈরি করতে পারি। পাশাপাশি স্বামী, শ্বশুর, শাশুড়িও এ কাজ করেন। এখন পূজার মৌসুমে আমাদের প্রত্যেকের প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা বাড়তি আয় হয়।’
৫০ বছরের বেশি সময় ধরে এ কাজ করছেন কমল চন্দ্র মালি। তিনি বলেন, ‘পূজাসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সাজসজ্জায় ব্যবহারের জন্য ফুল তৈরি করি। এতে সামান্য আয় হয়। পূজার মৌসুমে কিছু বাড়তি আয় হয়। এরপর সারা বছর কোনোমতে সংসার চালাই। সরকারি কোনো সহায়তা পেলে আমাদের খুব উপকার হতো।’
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিপ্লব কুমার সাহা বলেন, মালাকার সম্প্রদায়ের লোকেরা শোলা দিয়ে যে কদমফুল তৈরি করেন, তা শুভ শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। তাঁরা বিশ্বাস করেন এই ফুল দিয়ে দেবতাকে আহ্বান করা যায় এবং ঘরবাড়ি, মন্দিরসহ নানা স্থানে এই ফুল রাখলে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। সারা বছর এই ফুলের প্রয়োজন হলেও বিভিন্ন পূজার সময় বিক্রি বেশি হয়। বিশেষ করে দুর্গাপূজার সময় এই ফুলের চাহিদা বেশি থাকে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম জানান, মালাকার সম্প্রদায়ের লোকেরা পূজার উৎসবের বিভিন্ন সরঞ্জাম তৈরি করে থাকেন। ধর্মীয় কাজে তাঁদের অবদান রয়েছে। তবে অর্থনৈতিকভাবে এই সম্প্রদায়ের লোকেরা খুব কষ্টে দিনাতিপাত করেন। তাঁদের সরকারি সহায়তায় দেওয়ার বিষয়টি দেখা হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫