পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

ফুল, ফল, বনজ, ওষধি গাছের নার্সারি করে স্বাবলম্বী হয়েছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আসাদুজ্জামান আসাদ। এখন তাঁর নার্সারিতে দেশি-বিদেশি দেড় শতাধিক প্রজাতির ৩০ হাজার গাছের চারা রয়েছে।
আসাদের বাড়ি পাটগ্রাম উপজেলার পাটগ্রাম পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের বেংকান্দা এলাকায়। ২০০৯ সালে নার্সারি করেন তিনি। এখন নার্সারি থেকে বছরে প্রায় ১৫ লাখ টাকার চারা বিক্রি করছেন। খরচ শেষে প্রায় আড়াই লাখ থেকে ৩ লাখ টাকা তাঁর থাকে।
আসাদ জানান, বিভিন্ন জাতের ফুলসহ ফলজ ও বনজ গাছের চারা তাঁর নার্সারিতে আছে। তিনি সিলেট, ময়মনসিংহ, গাজীপুর, কুমিল্লা, রাজশাহী, ঠাকুরগাঁও ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে উন্নতমানের গাছের চারা ও বীজ সংগ্রহ করে পরবর্তীতে দেশীয় পদ্ধতিতে চারা উৎপাদন করেন।
দেশি ও বিদেশি দেড় শতাধিক জাতের ফুল, ফল, ওষধি ছাড়াও আমেরিকার অ্যাভোকাডো, অস্ট্রেলিয়ার প্যাসন ফল, সোমালিয়ার সারওয়ার সোপ, পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন জাতের ফল, ফুল গাছের চারা আছে তাঁর নার্সারিতে। এ ছাড়া স্ট্রবেরি, মুছারী কমলা, রাম্বুটান, প্যানফলও রয়েছে তাঁর নার্সারিতে।
আসাদ আরও জানান, প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকার গাছের চারা বিক্রয় হয় বলে জানান তিনি। এই আয় থেকে ছোট ভাই-বোনের লেখা-পড়া করানোসহ সংসার চালান তিনি।
ইচ্ছে আর পরিশ্রম করলে অনেক কিছুই করা সম্ভব বলে জানান আসাদ। তিনি বলেন, ‘নার্সারির পাশাপাশি এক বছর ধরে রঙিন মাছ চাষে মনোনিবেশ করেছি আশা রাখছি মাছ চাষেও সফল হব। দেশের বিভিন্ন এলাকা থেকে থেকে প্রতিদিন মোবাইলে কল আসে, নার্সারির খোঁজ-খবর নেওয়া এবং চারা তৈরির ব্যাপারে পরামর্শ চেয়ে থাকে। ভবিষ্যতে আধুনিক প্রযুক্তির সহযোগিতায় সহজে গাছের চারা উৎপাদন করার কৌশল বের করার চেষ্টা করছি।’

ফুল, ফল, বনজ, ওষধি গাছের নার্সারি করে স্বাবলম্বী হয়েছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আসাদুজ্জামান আসাদ। এখন তাঁর নার্সারিতে দেশি-বিদেশি দেড় শতাধিক প্রজাতির ৩০ হাজার গাছের চারা রয়েছে।
আসাদের বাড়ি পাটগ্রাম উপজেলার পাটগ্রাম পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের বেংকান্দা এলাকায়। ২০০৯ সালে নার্সারি করেন তিনি। এখন নার্সারি থেকে বছরে প্রায় ১৫ লাখ টাকার চারা বিক্রি করছেন। খরচ শেষে প্রায় আড়াই লাখ থেকে ৩ লাখ টাকা তাঁর থাকে।
আসাদ জানান, বিভিন্ন জাতের ফুলসহ ফলজ ও বনজ গাছের চারা তাঁর নার্সারিতে আছে। তিনি সিলেট, ময়মনসিংহ, গাজীপুর, কুমিল্লা, রাজশাহী, ঠাকুরগাঁও ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে উন্নতমানের গাছের চারা ও বীজ সংগ্রহ করে পরবর্তীতে দেশীয় পদ্ধতিতে চারা উৎপাদন করেন।
দেশি ও বিদেশি দেড় শতাধিক জাতের ফুল, ফল, ওষধি ছাড়াও আমেরিকার অ্যাভোকাডো, অস্ট্রেলিয়ার প্যাসন ফল, সোমালিয়ার সারওয়ার সোপ, পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন জাতের ফল, ফুল গাছের চারা আছে তাঁর নার্সারিতে। এ ছাড়া স্ট্রবেরি, মুছারী কমলা, রাম্বুটান, প্যানফলও রয়েছে তাঁর নার্সারিতে।
আসাদ আরও জানান, প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকার গাছের চারা বিক্রয় হয় বলে জানান তিনি। এই আয় থেকে ছোট ভাই-বোনের লেখা-পড়া করানোসহ সংসার চালান তিনি।
ইচ্ছে আর পরিশ্রম করলে অনেক কিছুই করা সম্ভব বলে জানান আসাদ। তিনি বলেন, ‘নার্সারির পাশাপাশি এক বছর ধরে রঙিন মাছ চাষে মনোনিবেশ করেছি আশা রাখছি মাছ চাষেও সফল হব। দেশের বিভিন্ন এলাকা থেকে থেকে প্রতিদিন মোবাইলে কল আসে, নার্সারির খোঁজ-খবর নেওয়া এবং চারা তৈরির ব্যাপারে পরামর্শ চেয়ে থাকে। ভবিষ্যতে আধুনিক প্রযুক্তির সহযোগিতায় সহজে গাছের চারা উৎপাদন করার কৌশল বের করার চেষ্টা করছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫