চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে লতিকা হালদার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। লতিকা উপজেলা সন্তোষপুর গ্রামের কানাই লাল মজুমদারের স্ত্রী ও একই উপজেলার চরবানিয়ারী উত্তরপাড়া গ্রামের যশমন্ত হালদারের মেয়ে। লতিকার বাবার অভিযোগ, যৌতুকের জন্য মারধর করে শ্বশুরবাড়ির লোকজন বিষ খাইয়ে তাঁর মেয়েকে হত্যা করেছে। অপরদিকে লতিকার শ্বশুর বিবেকানন্দ মজুমদার বলেছেন, পারিবারিক কলহের জেরে লতিকা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।
গত শুক্রবার দুপুর ৩টায় গুরুতর অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ দিন রাত সাড়ে ১১টায় সেখানে তাঁর মৃত্যু হয়। লতিকার পাঁচ বছর বয়সী ডনা মজুমদার নামে একটি মেয়ে রয়েছে।
গতকাল শনিবার দুপুরে লতিকার বাবা যশমন্ত হালদার বলেন, ২০১৪ সালে লতিকাকে বিবেকানন্দ মজুমদারের ছেলে কানাই লাল মজুমদারের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে কানাই লাল এ পর্যন্ত প্রায় চার লাখ টাকা নিয়েছেন।
কয়েক দিন আগে কানাই মাইক্রোবাস কেনার জন্য আরও চার লাখ টাকা দাবি করেন। এ টাকা নিতে লতিকা দুদিন আগে তাঁর বাড়ি যায়। তিনি এত টাকা একসঙ্গে দিতে পারেননি। বলেছিলেন, জমি বিক্রি করে পরে দেবেন। এরপর লতিকা টাকা না নিয়েই শ্বশুরবাড়ি ফিরে যায়। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুরে কানাই লালসহ শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করে বিষ খাইয়ে দেয়।
প্রথমে তাঁকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ দিন রাত সাড়ে ১১টায় সেখানে তাঁর মৃত্যু হয়।
লতিকার শ্বশুর বিবেকানন্দ মজুমদার বলেন, ইলিশ মাছ ও বোয়াল মাছ কাটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে লতিকা বিষপান করেন। পরে হাসপাতালে নিলে মারা যায়।
চিতলমারী থানার পরিদর্শক (ওসি) তদন্ত মো. ইকরাম হোসেন বলেন, লতিকার মৃত্যু খুলনা মেডিকেল কলেজে হয়েছে। ওখানে তাঁর ময়নাতদন্ত হবে। অভিযোগ দিলে তাঁরা আপাতত অভিযোগ নেবেন। প্রাথমিক তদন্তও চলবে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটের চিতলমারীতে লতিকা হালদার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। লতিকা উপজেলা সন্তোষপুর গ্রামের কানাই লাল মজুমদারের স্ত্রী ও একই উপজেলার চরবানিয়ারী উত্তরপাড়া গ্রামের যশমন্ত হালদারের মেয়ে। লতিকার বাবার অভিযোগ, যৌতুকের জন্য মারধর করে শ্বশুরবাড়ির লোকজন বিষ খাইয়ে তাঁর মেয়েকে হত্যা করেছে। অপরদিকে লতিকার শ্বশুর বিবেকানন্দ মজুমদার বলেছেন, পারিবারিক কলহের জেরে লতিকা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।
গত শুক্রবার দুপুর ৩টায় গুরুতর অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ দিন রাত সাড়ে ১১টায় সেখানে তাঁর মৃত্যু হয়। লতিকার পাঁচ বছর বয়সী ডনা মজুমদার নামে একটি মেয়ে রয়েছে।
গতকাল শনিবার দুপুরে লতিকার বাবা যশমন্ত হালদার বলেন, ২০১৪ সালে লতিকাকে বিবেকানন্দ মজুমদারের ছেলে কানাই লাল মজুমদারের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে কানাই লাল এ পর্যন্ত প্রায় চার লাখ টাকা নিয়েছেন।
কয়েক দিন আগে কানাই মাইক্রোবাস কেনার জন্য আরও চার লাখ টাকা দাবি করেন। এ টাকা নিতে লতিকা দুদিন আগে তাঁর বাড়ি যায়। তিনি এত টাকা একসঙ্গে দিতে পারেননি। বলেছিলেন, জমি বিক্রি করে পরে দেবেন। এরপর লতিকা টাকা না নিয়েই শ্বশুরবাড়ি ফিরে যায়। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুরে কানাই লালসহ শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করে বিষ খাইয়ে দেয়।
প্রথমে তাঁকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ দিন রাত সাড়ে ১১টায় সেখানে তাঁর মৃত্যু হয়।
লতিকার শ্বশুর বিবেকানন্দ মজুমদার বলেন, ইলিশ মাছ ও বোয়াল মাছ কাটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে লতিকা বিষপান করেন। পরে হাসপাতালে নিলে মারা যায়।
চিতলমারী থানার পরিদর্শক (ওসি) তদন্ত মো. ইকরাম হোসেন বলেন, লতিকার মৃত্যু খুলনা মেডিকেল কলেজে হয়েছে। ওখানে তাঁর ময়নাতদন্ত হবে। অভিযোগ দিলে তাঁরা আপাতত অভিযোগ নেবেন। প্রাথমিক তদন্তও চলবে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫