Ajker Patrika

লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, বৃষ্টি হবে আরও ৩ দিন

নিজস্ব প্রতিবেদক
লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, বৃষ্টি হবে আরও ৩ দিন

ঢাকা: আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। পাশাপাশি সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও তিন দিন অব্যাহত থাকতে পারে। আজ বুধবার বিকেলে এই তথ্য দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস।

আবহাওয়া কর্মকর্তারা জানায়, বাংলাদেশে মৌসুমি বায়ু প্রবেশ করেছে। শুরু হয়েছে বর্ষাকাল। এরই মধ্যে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সতর্কতা আছে। মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ সারা দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ নিয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামী ১১ জুন বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। এর সঙ্গে চলমান বৃষ্টির কোনো সম্পর্ক নেই। দেশে মৌসুমি বায়ু এসেছে বলেই এই বৃষ্টি হচ্ছে।

এ আবহাওয়াবিদ আরও বলেন, ঢাকায় অধিকাংশ সময় আকাশে মেঘ থাকবে। হালকা বৃষ্টিও হবে বিরতি দিয়ে। সন্ধ্যার পর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে লঘুচাপটি সৃষ্টি হলে ভারী বৃষ্টিপাত দীর্ঘায়িত হবে।

আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে। আর মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায় ৫২ মি. মি। আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। মৌসুমি বায়ু দেশের পূর্বাঞ্চলের ওপর সক্রিয় এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত