খায়রুল বাসার নির্ঝর

দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন সুমাইয়া শিমু। তবে এখন তিনি অনেকটাই অনিয়মিত। এর মধ্যে হাতে গোনা কয়েকটি নাটকে দেখা গেছে তাঁকে। শিমুর চাওয়া, ভালো কাজের প্রস্তাব পেলে আবারও নিয়মিত অভিনয় করবেন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন খায়রুল বাসার নির্ঝর।
‘খাঁচার ভেতর অচিন পাখি’র প্রিমিয়ার শোতে এসেছিলেন সোমবার। অনেক দিন পর সহকর্মীদের সঙ্গে দেখা হয়ে কেমন লাগল?
সবাই ভাবেন, আমি দেশেই থাকি না। এখন আবার কাজ শুরু করেছি, তাই যাওয়া। ভাবলাম, যাই, ছবিটা দেখব। সবার সঙ্গে দেখাও হবে। ভালোই লেগেছে। অনেক দিন পর অনেকের সঙ্গে দেখা হলো।
এখন থেকে কি পর্দায় নিয়মিত দেখা যাবে আপনাকে?
কাজ করব। আগের মতো সারাক্ষণই শুটিং নিয়ে ব্যস্ত থাকতে পারব না। তবে অবশ্যই ভালো কিছু কাজ করতে চাই। যেগুলো আমার সঙ্গে যায়। এখন তো অনেক ডিফরেন্ট কনটেন্ট তৈরি হচ্ছে টিভিতে, বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে। বিভিন্ন স্টোরি নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে, সেসব কনটেন্টে কাজ করতে চাই।
ক্যারিয়ারের এ পর্যায়ে এসে কী ধরনের কাজের পরিকল্পনা করছেন?
অনেকেই প্রস্তাব দিচ্ছেন। আমিও ভাবছি—কোনটা করব, কোনটা করা ঠিক হবে না। যেহেতু আগের মতো সারা মাস সময় দিতে পারব না, তাই যেটা আমার জন্য ভালো হয়, নিজের কাছে ভালো লাগে। অথবা দর্শক আমাকে পছন্দ করবেন, এমন কাজই করতে চাই।
অনেক নির্মাতার ধারণা ছিল, আপনি দেশেই থাকেন না। সে ধারণা কি এখন বদলেছে?
অনেকে মনে করেন আমি বোধ হয় আর অভিনয় করব না বা করতে চাই না। আসলে মাঝখানে তো কাজ একদমই করা হয়নি, এটাও ঠিক। তাঁদের এ ধারণা একদম অমূলক নয়। নির্মাতারা যখন শোনেন, আমি আবার অভিনয় করব, তাঁরা খুব এক্সাইটেড হন।
‘বেটার ফিউচার ফর ওমেন’ নামে নিজের একটি প্রতিষ্ঠান আছে আপনার…
আমি সব সময় চেয়েছি, বাংলাদেশের প্রত্যেক নারী আর্থিকভাবে স্বাবলম্বী হোক। সে চাওয়া থেকেই এ প্রতিষ্ঠানটির সৃষ্টি। এরই মধ্যে নারীদের দক্ষতা উন্নয়নের জন্য অনেক প্রজেক্ট চালু করেছি। নারীদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি—বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি আমরা।
সংসার, প্রাতিষ্ঠানিক কাজ, অভিনয়—সব মিলে তাহলে দারুণ কাটছে আপনার?
সবার দোয়ায় ভালো আছি। সব সময় চেয়েছি, কাজের ক্ষেত্র, পরিবার—সবকিছু মিলে একটা ব্যালান্সড লাইফ যেন আমার থাকে। সেটা আমি পেয়েছি। অনেকে বলে, এত ব্যস্ততা আপনার, অভিনয়ের সময় পাবেন? আমি বলি, নিজের জন্য যদি কিছু করা হয়, সেটা আমার অভিনয়। এত বছর ধরে অভিনয় করছি, এটা একদম হৃদয়ে গেঁথে আছে। আমার সবচেয়ে ভালো সময় কাটে তখন, যখন অভিনয় করি।

দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন সুমাইয়া শিমু। তবে এখন তিনি অনেকটাই অনিয়মিত। এর মধ্যে হাতে গোনা কয়েকটি নাটকে দেখা গেছে তাঁকে। শিমুর চাওয়া, ভালো কাজের প্রস্তাব পেলে আবারও নিয়মিত অভিনয় করবেন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন খায়রুল বাসার নির্ঝর।
‘খাঁচার ভেতর অচিন পাখি’র প্রিমিয়ার শোতে এসেছিলেন সোমবার। অনেক দিন পর সহকর্মীদের সঙ্গে দেখা হয়ে কেমন লাগল?
সবাই ভাবেন, আমি দেশেই থাকি না। এখন আবার কাজ শুরু করেছি, তাই যাওয়া। ভাবলাম, যাই, ছবিটা দেখব। সবার সঙ্গে দেখাও হবে। ভালোই লেগেছে। অনেক দিন পর অনেকের সঙ্গে দেখা হলো।
এখন থেকে কি পর্দায় নিয়মিত দেখা যাবে আপনাকে?
কাজ করব। আগের মতো সারাক্ষণই শুটিং নিয়ে ব্যস্ত থাকতে পারব না। তবে অবশ্যই ভালো কিছু কাজ করতে চাই। যেগুলো আমার সঙ্গে যায়। এখন তো অনেক ডিফরেন্ট কনটেন্ট তৈরি হচ্ছে টিভিতে, বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে। বিভিন্ন স্টোরি নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে, সেসব কনটেন্টে কাজ করতে চাই।
ক্যারিয়ারের এ পর্যায়ে এসে কী ধরনের কাজের পরিকল্পনা করছেন?
অনেকেই প্রস্তাব দিচ্ছেন। আমিও ভাবছি—কোনটা করব, কোনটা করা ঠিক হবে না। যেহেতু আগের মতো সারা মাস সময় দিতে পারব না, তাই যেটা আমার জন্য ভালো হয়, নিজের কাছে ভালো লাগে। অথবা দর্শক আমাকে পছন্দ করবেন, এমন কাজই করতে চাই।
অনেক নির্মাতার ধারণা ছিল, আপনি দেশেই থাকেন না। সে ধারণা কি এখন বদলেছে?
অনেকে মনে করেন আমি বোধ হয় আর অভিনয় করব না বা করতে চাই না। আসলে মাঝখানে তো কাজ একদমই করা হয়নি, এটাও ঠিক। তাঁদের এ ধারণা একদম অমূলক নয়। নির্মাতারা যখন শোনেন, আমি আবার অভিনয় করব, তাঁরা খুব এক্সাইটেড হন।
‘বেটার ফিউচার ফর ওমেন’ নামে নিজের একটি প্রতিষ্ঠান আছে আপনার…
আমি সব সময় চেয়েছি, বাংলাদেশের প্রত্যেক নারী আর্থিকভাবে স্বাবলম্বী হোক। সে চাওয়া থেকেই এ প্রতিষ্ঠানটির সৃষ্টি। এরই মধ্যে নারীদের দক্ষতা উন্নয়নের জন্য অনেক প্রজেক্ট চালু করেছি। নারীদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি—বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি আমরা।
সংসার, প্রাতিষ্ঠানিক কাজ, অভিনয়—সব মিলে তাহলে দারুণ কাটছে আপনার?
সবার দোয়ায় ভালো আছি। সব সময় চেয়েছি, কাজের ক্ষেত্র, পরিবার—সবকিছু মিলে একটা ব্যালান্সড লাইফ যেন আমার থাকে। সেটা আমি পেয়েছি। অনেকে বলে, এত ব্যস্ততা আপনার, অভিনয়ের সময় পাবেন? আমি বলি, নিজের জন্য যদি কিছু করা হয়, সেটা আমার অভিনয়। এত বছর ধরে অভিনয় করছি, এটা একদম হৃদয়ে গেঁথে আছে। আমার সবচেয়ে ভালো সময় কাটে তখন, যখন অভিনয় করি।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১ দিন আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১ দিন আগে