বিনোদন ডেস্ক
আজ মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। নির্বাচিত সেসব অনুষ্ঠানের খবর জানিয়ে এ প্রতিবেদন।
বিটিভি
রাত ৯টায় প্রচারিত হবে ডকুড্রামা ‘ফিরে আসে বারবার’। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের রচনায় এটি প্রযোজনা করেছেন নাসির উদ্দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে শুরু হয়ে এ নাটকের গল্প শেষ হয় ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে। দুপুর ১২টা ২০ মিনিটে রয়েছে শিশুতোষ অনুষ্ঠান ‘আমাদের স্বাধীনতা’। সংগীতানুষ্ঠান ‘কথা ও সুরে স্বাধীনতা’ প্রচারিত হবে বেলা ১টা ১০ মিনিটে। বেলা ৩টায় থাকছে সংগীতানুষ্ঠান ‘স্বাধীনতা আমার অহংকার’। সন্ধ্যা সাড়ে ৬টায় রয়েছে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠান ‘আমার স্বাধীনতা, আমার গর্ব’ প্রচারিত হবে রাত সাড়ে ৮টায়।
চ্যানেল আই
স্বাধীনতা দিবসে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ, রঙে রেখায় বাংলাদেশ’। আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানটি ২৬ মার্চ বেলা ১১টা ৩০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। দেশের খ্যাতিমান শিল্পীদের দেশপ্রেমের চিত্রাঙ্কন ও শিল্পী ফেরদৌস আরা এবং সুরসপ্তকের শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হবে দেশপ্রেমের গান। বেলা ১টা ৫ মিনিটে এবং রাত ৭টা ৫০ মিনিটে দুই খণ্ডে প্রচারিত হবে টেলিফিল্ম ‘জমশের আলীর এপিটাফ’। হারুন রশীদের রচনায় টেলিফিল্মটি নির্মাণ করেছেন গোলাম হাবিব লিটু। অভিনয়ে প্রাণ রায়, সুষমা সরকার, মোহাম্মদ বারী, জুলফিকার চঞ্চল প্রমুখ। মুক্তিযোদ্ধা স্বামীর স্বীকৃতির জন্য এক নারীর সংগ্রামের গল্প দেখা যাবে এ নাটকে।
দুরন্ত টিভি
সকাল সাড়ে ১০টায় প্রচারিত হবে ‘যুদ্ধ জয়ের কথা’। অনুষ্ঠানটিতে বীর মুক্তিযোদ্ধাদের ‘অপারেশন জ্যাকপট’ অভিযানের ইতিহাস তুলে ধরা হয়েছে। বেলা ১১টা ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘আমাদের মুক্তির গান’। মুক্তিযুদ্ধ জাদুঘরে ঘুরতে আসা চার বন্ধুর দেখা হয়ে যায় শিল্পী শাহীন সামাদের সঙ্গে। গল্প ও গানে উঠে আসে বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা নামক সংগঠনটির গড়ে ওঠার ইতিহাস। জানা যায়, কীভাবে একঝাঁক তরুণ সংগ্রামী মুক্তির গানের মাধ্যমে এ দেশের স্বাধীনতাকামী মানুষের আশা জাগিয়েছিলেন।
দীপ্ত টিভি
স্বাধীনতা দিবস উপলক্ষে দীপ্ত টিভি প্রচার করবে দুটি সিনেমা। সকাল ৭টায় রয়েছে তানভীর মোকাম্মেল পরিচালিত সিনেমা ‘চিত্রা নদীর পারে’। অভিনয়ে মমতাজউদ্দীন আহমেদ, আফসানা মিমি, তৌকীর আহমেদ প্রমুখ। ১৯৪৭ সালের দেশবিভাগ তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দুদের জীবনে যে প্রভাব ফেলেছিল, তা দেখানো হয়েছে এ সিনেমায়। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে ফাখরুল আরেফিন খান পরিচালিত সিনেমা ‘ভুবন মাঝি’। অভিনয়ে পরমব্রত চট্টোপাধ্যায়, অপর্ণা ঘোষ, মামুনুর রশীদ প্রমুখ। মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি।
এটিএন বাংলা
সকাল ৯টায় রয়েছে খিজির হায়াত খান পরিচালিত ‘ওরা ৭ জন’ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। মহান মুক্তিযুদ্ধের সময়ের ৭ জন বীর মুক্তিযোদ্ধার অভিযান দেখানো হয়েছে এতে। অভিনয়ে ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, সাইফ খান, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ।
আজ মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। নির্বাচিত সেসব অনুষ্ঠানের খবর জানিয়ে এ প্রতিবেদন।
বিটিভি
রাত ৯টায় প্রচারিত হবে ডকুড্রামা ‘ফিরে আসে বারবার’। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের রচনায় এটি প্রযোজনা করেছেন নাসির উদ্দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে শুরু হয়ে এ নাটকের গল্প শেষ হয় ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে। দুপুর ১২টা ২০ মিনিটে রয়েছে শিশুতোষ অনুষ্ঠান ‘আমাদের স্বাধীনতা’। সংগীতানুষ্ঠান ‘কথা ও সুরে স্বাধীনতা’ প্রচারিত হবে বেলা ১টা ১০ মিনিটে। বেলা ৩টায় থাকছে সংগীতানুষ্ঠান ‘স্বাধীনতা আমার অহংকার’। সন্ধ্যা সাড়ে ৬টায় রয়েছে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠান ‘আমার স্বাধীনতা, আমার গর্ব’ প্রচারিত হবে রাত সাড়ে ৮টায়।
চ্যানেল আই
স্বাধীনতা দিবসে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ, রঙে রেখায় বাংলাদেশ’। আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানটি ২৬ মার্চ বেলা ১১টা ৩০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। দেশের খ্যাতিমান শিল্পীদের দেশপ্রেমের চিত্রাঙ্কন ও শিল্পী ফেরদৌস আরা এবং সুরসপ্তকের শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হবে দেশপ্রেমের গান। বেলা ১টা ৫ মিনিটে এবং রাত ৭টা ৫০ মিনিটে দুই খণ্ডে প্রচারিত হবে টেলিফিল্ম ‘জমশের আলীর এপিটাফ’। হারুন রশীদের রচনায় টেলিফিল্মটি নির্মাণ করেছেন গোলাম হাবিব লিটু। অভিনয়ে প্রাণ রায়, সুষমা সরকার, মোহাম্মদ বারী, জুলফিকার চঞ্চল প্রমুখ। মুক্তিযোদ্ধা স্বামীর স্বীকৃতির জন্য এক নারীর সংগ্রামের গল্প দেখা যাবে এ নাটকে।
দুরন্ত টিভি
সকাল সাড়ে ১০টায় প্রচারিত হবে ‘যুদ্ধ জয়ের কথা’। অনুষ্ঠানটিতে বীর মুক্তিযোদ্ধাদের ‘অপারেশন জ্যাকপট’ অভিযানের ইতিহাস তুলে ধরা হয়েছে। বেলা ১১টা ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘আমাদের মুক্তির গান’। মুক্তিযুদ্ধ জাদুঘরে ঘুরতে আসা চার বন্ধুর দেখা হয়ে যায় শিল্পী শাহীন সামাদের সঙ্গে। গল্প ও গানে উঠে আসে বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা নামক সংগঠনটির গড়ে ওঠার ইতিহাস। জানা যায়, কীভাবে একঝাঁক তরুণ সংগ্রামী মুক্তির গানের মাধ্যমে এ দেশের স্বাধীনতাকামী মানুষের আশা জাগিয়েছিলেন।
দীপ্ত টিভি
স্বাধীনতা দিবস উপলক্ষে দীপ্ত টিভি প্রচার করবে দুটি সিনেমা। সকাল ৭টায় রয়েছে তানভীর মোকাম্মেল পরিচালিত সিনেমা ‘চিত্রা নদীর পারে’। অভিনয়ে মমতাজউদ্দীন আহমেদ, আফসানা মিমি, তৌকীর আহমেদ প্রমুখ। ১৯৪৭ সালের দেশবিভাগ তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দুদের জীবনে যে প্রভাব ফেলেছিল, তা দেখানো হয়েছে এ সিনেমায়। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে ফাখরুল আরেফিন খান পরিচালিত সিনেমা ‘ভুবন মাঝি’। অভিনয়ে পরমব্রত চট্টোপাধ্যায়, অপর্ণা ঘোষ, মামুনুর রশীদ প্রমুখ। মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি।
এটিএন বাংলা
সকাল ৯টায় রয়েছে খিজির হায়াত খান পরিচালিত ‘ওরা ৭ জন’ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। মহান মুক্তিযুদ্ধের সময়ের ৭ জন বীর মুক্তিযোদ্ধার অভিযান দেখানো হয়েছে এতে। অভিনয়ে ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, সাইফ খান, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৪ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২০ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২০ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২০ ঘণ্টা আগে