
শুটিং হাউসে অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে টালমাটাল নাট্য সংগঠনগুলো। সমস্যা সমাধানে ১৩ আগস্ট একসঙ্গে আলোচনায় বসে টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ। এর পরদিন বিজ্ঞপ্তির মাধ্যমে অভিনয় শিল্পী সংঘ জানায়, ক্ষমা চাওয়ার পাশাপাশি আর্থিক জরিমানা দিতে হবে অভিনেত্রী চমককে। তবে সেদিন রাতেই ডিরেক্টরস গিল্ড জানায়, শিল্পী সংঘের সিদ্ধান্তের সঙ্গে একমত নয় তারা। গত সোমবার সংবাদ সম্মেলন করে চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করে সংগঠনটি। সেই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে অভিনয় শিল্পী সংঘ ও প্রযোজকদের সংগঠন টেলিপ্যাব।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠন দুটি দাবি করেছে, পরিচালকেরা চমককে নিষিদ্ধ করায় বিব্রত টেলিপ্যাব ও শিল্পী সংঘ। বিষয়টি নাট্যাঙ্গনের জন্য দুঃখজনক বলেও মনে করেন তাঁরা। এই দ্বন্দ্ব সমাধানে তাঁরা দ্বারস্থ হয়েছে সংগঠনগুলোর অভিভাবক ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন বা এফটিপিওর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এটা খুবই সাধারণ বিষয় যে একটি পেশাদার সংগঠন শুধুমাত্র তার সংগঠনের সদস্য ছাড়া অন্য কোনো পেশার শিল্পী, কলাকুশলী বা ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে পারে না! নিতান্ত প্রয়োজন হলে সেই পেশার সংগঠনের সাথে আলোচনা করতে পারে।’
সংগঠনটি আরও বলেছে, ‘চমকের বিরুদ্ধে ডিরেক্টরস গিল্ড যে সিদ্ধান্ত নিয়েছে, তা তাদের ব্যক্তিগত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই; আমাদের সিদ্ধান্তে চমকের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কোনো কথা নেই।’
এই পর্যায়ে এফটিপিওর মাধ্যমেই বিষয়টির সমাধান চাইছে অভিনয় শিল্পী সংঘ ও টেলিপ্যাব। এফটিপিওর সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন লাভলুর সঙ্গে কথা বলেছেন তাঁরা। আগামী ১ সেপ্টেম্বর এ বিষয়ে বৈঠক হবে বলে জানানো হয়েছে। সেখানেই কাঙ্ক্ষিত সমাধান প্রত্যাশা করছে সংগঠন দুটি।
৪ আগস্ট উত্তরায় শুটিং চলাকালে অভিনেতা ফখরুল বাশার মাসুম, নির্মাতা আদিফ হাসানসহ ইউনিটের অনেকের সঙ্গে অসদাচরণ করেন অভিনেত্রী চমক। শুটিং সেটে পুলিশ ডেকে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। ফলে বন্ধ হয়ে যায় শুটিং। পরে সহশিল্পী আরশ খানের বিরুদ্ধে অনৈতিক সুবিধা চাওয়ার অভিযোগ তোলেন এবং আরশ ও আদিফের বিরুদ্ধে থানায় জিডি করেন চমক।

শুটিং হাউসে অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে টালমাটাল নাট্য সংগঠনগুলো। সমস্যা সমাধানে ১৩ আগস্ট একসঙ্গে আলোচনায় বসে টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ। এর পরদিন বিজ্ঞপ্তির মাধ্যমে অভিনয় শিল্পী সংঘ জানায়, ক্ষমা চাওয়ার পাশাপাশি আর্থিক জরিমানা দিতে হবে অভিনেত্রী চমককে। তবে সেদিন রাতেই ডিরেক্টরস গিল্ড জানায়, শিল্পী সংঘের সিদ্ধান্তের সঙ্গে একমত নয় তারা। গত সোমবার সংবাদ সম্মেলন করে চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করে সংগঠনটি। সেই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে অভিনয় শিল্পী সংঘ ও প্রযোজকদের সংগঠন টেলিপ্যাব।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠন দুটি দাবি করেছে, পরিচালকেরা চমককে নিষিদ্ধ করায় বিব্রত টেলিপ্যাব ও শিল্পী সংঘ। বিষয়টি নাট্যাঙ্গনের জন্য দুঃখজনক বলেও মনে করেন তাঁরা। এই দ্বন্দ্ব সমাধানে তাঁরা দ্বারস্থ হয়েছে সংগঠনগুলোর অভিভাবক ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন বা এফটিপিওর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এটা খুবই সাধারণ বিষয় যে একটি পেশাদার সংগঠন শুধুমাত্র তার সংগঠনের সদস্য ছাড়া অন্য কোনো পেশার শিল্পী, কলাকুশলী বা ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে পারে না! নিতান্ত প্রয়োজন হলে সেই পেশার সংগঠনের সাথে আলোচনা করতে পারে।’
সংগঠনটি আরও বলেছে, ‘চমকের বিরুদ্ধে ডিরেক্টরস গিল্ড যে সিদ্ধান্ত নিয়েছে, তা তাদের ব্যক্তিগত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই; আমাদের সিদ্ধান্তে চমকের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কোনো কথা নেই।’
এই পর্যায়ে এফটিপিওর মাধ্যমেই বিষয়টির সমাধান চাইছে অভিনয় শিল্পী সংঘ ও টেলিপ্যাব। এফটিপিওর সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন লাভলুর সঙ্গে কথা বলেছেন তাঁরা। আগামী ১ সেপ্টেম্বর এ বিষয়ে বৈঠক হবে বলে জানানো হয়েছে। সেখানেই কাঙ্ক্ষিত সমাধান প্রত্যাশা করছে সংগঠন দুটি।
৪ আগস্ট উত্তরায় শুটিং চলাকালে অভিনেতা ফখরুল বাশার মাসুম, নির্মাতা আদিফ হাসানসহ ইউনিটের অনেকের সঙ্গে অসদাচরণ করেন অভিনেত্রী চমক। শুটিং সেটে পুলিশ ডেকে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। ফলে বন্ধ হয়ে যায় শুটিং। পরে সহশিল্পী আরশ খানের বিরুদ্ধে অনৈতিক সুবিধা চাওয়ার অভিযোগ তোলেন এবং আরশ ও আদিফের বিরুদ্ধে থানায় জিডি করেন চমক।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১ দিন আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১ দিন আগে