
জামাল মল্লিক নির্মাণ করেছেন ঈদ বিশেষ টেলিফিল্ম ‘সুগন্ধি’। এতে গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নিশাত প্রিয়ম। আরো অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, সায়েম সামাদ প্রমুখ। টেলিফিল্মটি রচনা করেছেন সুস্ময় সুমন। এস এ এন্টারটেইনম্যানের ব্যানারে এটি প্রযোজনা করেছেন ব্যারিস্টার আরশান আলী সাইফ। টেলিফিল্মটি প্রসঙ্গে জামাল মল্লিক বলেন,‘আমার প্রতিটি নাটকে কিংবা টেলিফিল্মে কোন না কোন বার্তা থাকে। এই টেলিফিল্মেও আছে। সুগন্ধি-নামটি শুনেই হয়তো অনেকেই আঁচ করতে পারেন তা কেমন ধরনের গল্পের টেলিফিল্ম হতে পারে। গল্প অনুযায়ী আমি শিল্পী নিয়ে কাজ করার চেষ্টা করেছি। ইয়াশ এবং নিশাত দুজনই দুর্দান্ত অভিনয় করেছে। আশা করছি দর্শকের ভালোলাগবে।’
নাটকটিতে নিজের ছেলের অভিনয় প্রসঙ্গে শিল্পী সরকার অপু বলেন, ‘ইয়াশ আগের চেয়ে অভিনয়ে অনেক ভালো করছে। ওর মধ্যে ভালো করার প্রবল চেষ্টাটা আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি নিজেও টেলিফিল্মটিতে অভিনয় করেছি। দর্শকের ভালোলাগলেই আমাদের কষ্ট স্বার্থক হবে।’
টেলিফিল্মের রচয়িতা সুস্ময় সুমন জানান, গল্পটি লাশকাটা ঘরের, গল্পটি একজন ডোমের ছেলের পারিপার্শ্বিকতা নিয়ে, একজন ডোমের ছেলের জীবন যুদ্ধের গল্প নিয়ে সাজানো এই সুগন্ধি গল্পটি। ডোমের গল্প নিয়ে এর আগে অনেক কাজ হয়েছে কিন্তু একজন ডোমের ছেলের জীবনমুখী গল্প এবার প্রথম তুলে ধরা হয়েছে একেবারেই জীবনের শেকড় থেকে। যেখানে দর্শক কখনো বিনোদিত হবে কখনো কাঁদবে কখনো ভাবিয়ে তুলবে ডোমের প্রেক্ষাপট নিয়ে।’
এনটিভিতে ঈদের সপ্তম দিন দুপুর ২টা ৩০ মিনিটে ‘সুগন্ধি’ টেলিফিল্মটি প্রচার হবে। ইয়াশ- নিশাত জুটি নিয়ে জামাল মল্লিক এর আগে আরো তিনটি কাজ করেছেন।

জামাল মল্লিক নির্মাণ করেছেন ঈদ বিশেষ টেলিফিল্ম ‘সুগন্ধি’। এতে গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নিশাত প্রিয়ম। আরো অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, সায়েম সামাদ প্রমুখ। টেলিফিল্মটি রচনা করেছেন সুস্ময় সুমন। এস এ এন্টারটেইনম্যানের ব্যানারে এটি প্রযোজনা করেছেন ব্যারিস্টার আরশান আলী সাইফ। টেলিফিল্মটি প্রসঙ্গে জামাল মল্লিক বলেন,‘আমার প্রতিটি নাটকে কিংবা টেলিফিল্মে কোন না কোন বার্তা থাকে। এই টেলিফিল্মেও আছে। সুগন্ধি-নামটি শুনেই হয়তো অনেকেই আঁচ করতে পারেন তা কেমন ধরনের গল্পের টেলিফিল্ম হতে পারে। গল্প অনুযায়ী আমি শিল্পী নিয়ে কাজ করার চেষ্টা করেছি। ইয়াশ এবং নিশাত দুজনই দুর্দান্ত অভিনয় করেছে। আশা করছি দর্শকের ভালোলাগবে।’
নাটকটিতে নিজের ছেলের অভিনয় প্রসঙ্গে শিল্পী সরকার অপু বলেন, ‘ইয়াশ আগের চেয়ে অভিনয়ে অনেক ভালো করছে। ওর মধ্যে ভালো করার প্রবল চেষ্টাটা আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি নিজেও টেলিফিল্মটিতে অভিনয় করেছি। দর্শকের ভালোলাগলেই আমাদের কষ্ট স্বার্থক হবে।’
টেলিফিল্মের রচয়িতা সুস্ময় সুমন জানান, গল্পটি লাশকাটা ঘরের, গল্পটি একজন ডোমের ছেলের পারিপার্শ্বিকতা নিয়ে, একজন ডোমের ছেলের জীবন যুদ্ধের গল্প নিয়ে সাজানো এই সুগন্ধি গল্পটি। ডোমের গল্প নিয়ে এর আগে অনেক কাজ হয়েছে কিন্তু একজন ডোমের ছেলের জীবনমুখী গল্প এবার প্রথম তুলে ধরা হয়েছে একেবারেই জীবনের শেকড় থেকে। যেখানে দর্শক কখনো বিনোদিত হবে কখনো কাঁদবে কখনো ভাবিয়ে তুলবে ডোমের প্রেক্ষাপট নিয়ে।’
এনটিভিতে ঈদের সপ্তম দিন দুপুর ২টা ৩০ মিনিটে ‘সুগন্ধি’ টেলিফিল্মটি প্রচার হবে। ইয়াশ- নিশাত জুটি নিয়ে জামাল মল্লিক এর আগে আরো তিনটি কাজ করেছেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১০ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১০ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১০ ঘণ্টা আগে