বিনোদন প্রতিবেদক

কিছুদিন আগেও মেহজাবীনের জীবন ছিল অন্যরকম। তবে জোভান তার জীবনে আসার পর সব সমীকরণ কেমন করে যেন বদলে গেছে। বলা যায়, জোভানের প্রশ্রয়েই মেহজাবীন তার জীবনের সবচাইতে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একমাত্র মেয়ে কঠিন অসুখের সাথে হাসিমুখে যুদ্ধ করে যাচ্ছে প্রতিদিন। কাকতালীয়ভাবে সেই একই রোগ জোভানের শরীরেও ভর করেছে।
অবশ্যই এই অসুখই ওদের এক করে; জীবনে নতুন সুখের বার্তা নিয়ে আসে। জোভানের প্রশ্রয় পেয়ে মেহজাবীন নতুন করে সব ভাবতে থাকে। যদিও প্রকৃতির চিত্রনাট্য ছিল ওদের ধারণারও বাইরে। এমন গল্প নিয়ে মেধাবী তরুণ নির্মাতা রাফাত মজুমদার রিংকু নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘প্রশ্রয়’। রুম্মান রশীদ খানের রচনায় এ নাটকে শাহেদ আহমেদের চরিত্রে জোভান এবং আভা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।
এছাড়াও মিলি বাশার, অবিদ রেহান ও মানতাহা অ্যামেলিয়া বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। ঈদের দ্বিতীয় দিন, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে, চ্যানেল আইয়ে প্রচারিত হবে নাটক ‘প্রশ্রয়’। চিত্রগ্রহণে রয়েছেন কামরুল ইসলাম শুভ। ‘অনেক আঁধার শেষে’ শিরোনামে একটি নতুন গানও তৈরি হয়েছে এ নাটকের জন্য। রবিউল ইসলাম জীবন-এর লেখা, কোনাল-এর গাওয়া এই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল।
নির্মাতা সূত্রে জানা গেছে, আফরান নিশো ও অপূর্ব’র পাশাপাশি বরাবরই দর্শক চাহিদায় রয়েছে মেহজাবীন-জোভান জুটি। বেস্ট ফ্রেন্ড সিরিজে তাদের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। এছাড়া লাভ ভার্সেস ক্রাশ, ইউনিভার্সিটি, ফ্রেমে বন্দী ভালোবাসা, অক্সিজেন, পরিবার, তোমার জন্য মন, গল্পটি হতেও পারতো ভালোবাসার ইত্যাদি নাটকে অভিনয়ের জন্য প্রশংসিত ও জনপ্রিয় হয়েছিলেন মেহজাবীন-জোভান জুটি। এবারের ঈদেও একাধিক নাটকে দেখা যাবে এই জুটিকে।

কিছুদিন আগেও মেহজাবীনের জীবন ছিল অন্যরকম। তবে জোভান তার জীবনে আসার পর সব সমীকরণ কেমন করে যেন বদলে গেছে। বলা যায়, জোভানের প্রশ্রয়েই মেহজাবীন তার জীবনের সবচাইতে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একমাত্র মেয়ে কঠিন অসুখের সাথে হাসিমুখে যুদ্ধ করে যাচ্ছে প্রতিদিন। কাকতালীয়ভাবে সেই একই রোগ জোভানের শরীরেও ভর করেছে।
অবশ্যই এই অসুখই ওদের এক করে; জীবনে নতুন সুখের বার্তা নিয়ে আসে। জোভানের প্রশ্রয় পেয়ে মেহজাবীন নতুন করে সব ভাবতে থাকে। যদিও প্রকৃতির চিত্রনাট্য ছিল ওদের ধারণারও বাইরে। এমন গল্প নিয়ে মেধাবী তরুণ নির্মাতা রাফাত মজুমদার রিংকু নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘প্রশ্রয়’। রুম্মান রশীদ খানের রচনায় এ নাটকে শাহেদ আহমেদের চরিত্রে জোভান এবং আভা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।
এছাড়াও মিলি বাশার, অবিদ রেহান ও মানতাহা অ্যামেলিয়া বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। ঈদের দ্বিতীয় দিন, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে, চ্যানেল আইয়ে প্রচারিত হবে নাটক ‘প্রশ্রয়’। চিত্রগ্রহণে রয়েছেন কামরুল ইসলাম শুভ। ‘অনেক আঁধার শেষে’ শিরোনামে একটি নতুন গানও তৈরি হয়েছে এ নাটকের জন্য। রবিউল ইসলাম জীবন-এর লেখা, কোনাল-এর গাওয়া এই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল।
নির্মাতা সূত্রে জানা গেছে, আফরান নিশো ও অপূর্ব’র পাশাপাশি বরাবরই দর্শক চাহিদায় রয়েছে মেহজাবীন-জোভান জুটি। বেস্ট ফ্রেন্ড সিরিজে তাদের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। এছাড়া লাভ ভার্সেস ক্রাশ, ইউনিভার্সিটি, ফ্রেমে বন্দী ভালোবাসা, অক্সিজেন, পরিবার, তোমার জন্য মন, গল্পটি হতেও পারতো ভালোবাসার ইত্যাদি নাটকে অভিনয়ের জন্য প্রশংসিত ও জনপ্রিয় হয়েছিলেন মেহজাবীন-জোভান জুটি। এবারের ঈদেও একাধিক নাটকে দেখা যাবে এই জুটিকে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৯ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১০ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১০ ঘণ্টা আগে