
এডিসি কাইজার চৌধুরী। একজন হোমিসাইড ডিটেকটিভ। ব্যক্তিগত জীবনে বিপর্যস্ত কাইজার ভিডিও গেমে আসক্ত। বদমেজাজি এই ডিটেকটিভ রক্ত ভয় পায়। কিন্তু ডিটেকটিভ হিসেবে তার দক্ষতার জুড়ি নেই।
এমন চরিত্র হয়ে আসছেন আফরান নিশো। তাঁকে নিয়ে হইচই তৈরি করেছে নতুন সিরিজ ‘কাইজার’। হইচইয়ে এটি নিশোর প্রথম কাজ। সিরিজটি বানিয়েছেন তানিম নূর। প্রযোজনা করেছে ফিল্ম সিন্ডিকেট। আজ প্রকাশ করা হলো কাইজার সিরিজে নিশোর লুক। সাদা-পাকা চুল-দাড়িতে একেবারেই ভিন্ন লুকে দেখা দিয়েছেন নিশো। হইচই জানিয়েছে, কাইজার সিরিজটি প্রকাশ পাবে আগামী ৮ জুলাই।
কাইজার সিরিজে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, আহমেদ রেজা রুবেল, নাদের চৌধুরী, রিকিতা নন্দিনী শিমু, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার, দীপান্বিতা মার্টিন, ইমতিয়াজ বর্ষণ, সৌম্য জ্যোতি, নাজিবা বাশার, শঙ্খ জামান, জিনাত সানু স্বাগতা, আহমেদ হাসান সানী, মোস্তাফিজ শাহীন, শিশুশিল্পী ঋদ্ধিসহ অনেকে।
কাইজার সিরিজ প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘যখন তানিম নূর কাইজার প্রজেক্টটা নিয়ে আমার কাছে আসেন, তখন আমার মনে হয়েছিল, সারা বিশ্বের বাংলা ভাষাভাষি মানুষের কাছে পৌঁছানোর জন্য কাইজারই যথাযথ মাধ্যম। কাইজার একজন জিনিয়াস ডিটেকটিভ। তার অনেক রকম সমস্যা আছে। কিন্তু জীবনের গভীরে সেও একজন মানুষ। ক্যারেক্টারটা আমাকে আকর্ষণ করেছে। আমিও কাজটা করেছি আনন্দ নিয়ে।’
কাইজার সিরিজের নির্মাতা তানিম নূর বাংলাদেশের ওটিটি মাধ্যমে পরিচিত নাম। এর আগে তিনি বেশ কিছু ওয়েব সিরিজ বানিয়েছেন। তানিম নূর বলেন, ‘কাইজার আমার ড্রিম প্রজেক্ট। ছোটবেলা থেকে আমরা ফেলুদা, তিন গোয়েন্দা, ব্যোমকেশ বা শার্লক হোমস্ পড়ে বড় হয়েছি। চরিত্রগুলো কলকাতা বা দেশের বাইরের প্রেক্ষাপটে গড়ে উঠেছে। কিন্তু বাংলাদেশের কোনো গোয়েন্দা চরিত্র নিয়ে খুব বেশি কাজ হয়নি। আমার স্বপ্ন ছিল বাংলাদেশের একটি গোয়েন্দা চরিত্রের ফ্র্যাঞ্চাইজি তৈরি করা।’
হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘দর্শকরা সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে হইচইতে আফরান নিশোকে নিয়ে কাজ করার কথা বলে আসছিলেন। দর্শকের এই চাহিদার কথা আমাদের মাথায় ছিল। কাইজার চরিত্রটিতে যখন পরিচালক তানিম নূর আফরান নিশোকে কাস্ট করার কথা জানালেন, তখন আমাদের মনে হয়েছে এই চরিত্রের জন্য নিশোই সেরা। বাংলাদেশের একটি ডিটেকটিভ ফ্র্যাঞ্চাইজি হিসেবে কাইজারকে দর্শকেরা সাদরে গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস।’

এডিসি কাইজার চৌধুরী। একজন হোমিসাইড ডিটেকটিভ। ব্যক্তিগত জীবনে বিপর্যস্ত কাইজার ভিডিও গেমে আসক্ত। বদমেজাজি এই ডিটেকটিভ রক্ত ভয় পায়। কিন্তু ডিটেকটিভ হিসেবে তার দক্ষতার জুড়ি নেই।
এমন চরিত্র হয়ে আসছেন আফরান নিশো। তাঁকে নিয়ে হইচই তৈরি করেছে নতুন সিরিজ ‘কাইজার’। হইচইয়ে এটি নিশোর প্রথম কাজ। সিরিজটি বানিয়েছেন তানিম নূর। প্রযোজনা করেছে ফিল্ম সিন্ডিকেট। আজ প্রকাশ করা হলো কাইজার সিরিজে নিশোর লুক। সাদা-পাকা চুল-দাড়িতে একেবারেই ভিন্ন লুকে দেখা দিয়েছেন নিশো। হইচই জানিয়েছে, কাইজার সিরিজটি প্রকাশ পাবে আগামী ৮ জুলাই।
কাইজার সিরিজে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, আহমেদ রেজা রুবেল, নাদের চৌধুরী, রিকিতা নন্দিনী শিমু, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার, দীপান্বিতা মার্টিন, ইমতিয়াজ বর্ষণ, সৌম্য জ্যোতি, নাজিবা বাশার, শঙ্খ জামান, জিনাত সানু স্বাগতা, আহমেদ হাসান সানী, মোস্তাফিজ শাহীন, শিশুশিল্পী ঋদ্ধিসহ অনেকে।
কাইজার সিরিজ প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘যখন তানিম নূর কাইজার প্রজেক্টটা নিয়ে আমার কাছে আসেন, তখন আমার মনে হয়েছিল, সারা বিশ্বের বাংলা ভাষাভাষি মানুষের কাছে পৌঁছানোর জন্য কাইজারই যথাযথ মাধ্যম। কাইজার একজন জিনিয়াস ডিটেকটিভ। তার অনেক রকম সমস্যা আছে। কিন্তু জীবনের গভীরে সেও একজন মানুষ। ক্যারেক্টারটা আমাকে আকর্ষণ করেছে। আমিও কাজটা করেছি আনন্দ নিয়ে।’
কাইজার সিরিজের নির্মাতা তানিম নূর বাংলাদেশের ওটিটি মাধ্যমে পরিচিত নাম। এর আগে তিনি বেশ কিছু ওয়েব সিরিজ বানিয়েছেন। তানিম নূর বলেন, ‘কাইজার আমার ড্রিম প্রজেক্ট। ছোটবেলা থেকে আমরা ফেলুদা, তিন গোয়েন্দা, ব্যোমকেশ বা শার্লক হোমস্ পড়ে বড় হয়েছি। চরিত্রগুলো কলকাতা বা দেশের বাইরের প্রেক্ষাপটে গড়ে উঠেছে। কিন্তু বাংলাদেশের কোনো গোয়েন্দা চরিত্র নিয়ে খুব বেশি কাজ হয়নি। আমার স্বপ্ন ছিল বাংলাদেশের একটি গোয়েন্দা চরিত্রের ফ্র্যাঞ্চাইজি তৈরি করা।’
হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘দর্শকরা সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে হইচইতে আফরান নিশোকে নিয়ে কাজ করার কথা বলে আসছিলেন। দর্শকের এই চাহিদার কথা আমাদের মাথায় ছিল। কাইজার চরিত্রটিতে যখন পরিচালক তানিম নূর আফরান নিশোকে কাস্ট করার কথা জানালেন, তখন আমাদের মনে হয়েছে এই চরিত্রের জন্য নিশোই সেরা। বাংলাদেশের একটি ডিটেকটিভ ফ্র্যাঞ্চাইজি হিসেবে কাইজারকে দর্শকেরা সাদরে গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস।’

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
২১ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
২১ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
২১ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
২১ ঘণ্টা আগে