বিনোদন প্রতিবেদক, ঢাকা
নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। এবার ইউটিউবের চ্যানেলের জন্য নাটক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ঈদে প্রচারের লক্ষ্যে এখন চলছে গল্প লেখার কাজ। নাটকটি বানাবেন মহিদুল মহিম।
দুই বছর আগে অভিনয়ে নাম লিখিয়েছেন পড়শী। সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘মারিয়া ওয়ান পিস’ নামের নাটকটিতে পড়শীর সহশিল্পী ছিলেন ঋষি কৌশিক। এরপর বিশেষ দিবস উপলক্ষে নির্মিত বেশ কয়েকটি নাটকে দেখা গেছে তাঁকে। ইতিমধ্যে অভিনয়েও প্রশংসিত হয়েছেন তিনি। অনেক নির্মাতা তাঁকে নিয়ে কাজ করার আগ্রহ দেখাচ্ছেন। তবে পড়শী চান পছন্দ অনুযায়ী গল্প, নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে কাজ করতে। সেই ভাবনা থেকেই নাটক প্রযোজনার পরিকল্পনা করেছেন। আগামী রোজার ঈদে প্রচারের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি। পুরো বিষয়টির তত্ত্বাবধানে থাকবেন পড়শীর ভাই স্বাক্ষর।
পড়শীর নাটক প্রযোজনার বিষয়ে স্বাক্ষর বলেন, ‘দুই বছর যাবৎ পড়শী নাটকে অভিনয় করছে। এখন অনেক চিত্রনাট্য আসে। অনেক সময় সবকিছু পছন্দ না হলেও অনুরোধের কারণে সেই নাটকে পড়শীকে অভিনয় করতে হয়। কিন্তু সে চায় সবকিছু মিলে গেলেই অভিনয় করতে। প্রযোজনা করলে এমনটা সম্ভব। তাই পারিবারিকভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
স্বাক্ষর জানান, পড়শীর এখন যে ইউটিউব চ্যানেল আছে, সেখানেই প্রথম দিকের নাটকগুলো প্রকাশ পাবে। পরবর্তী সময়ে দর্শকের সাড়া পেলে নাটকের জন্য আলাদা চ্যানেল খুলতে চান পড়শী।
গত ঈদুল আজহায় পড়শীকে নাটকে দেখা না গেলেও আগামী ভালোবাসা দিবসের তিনটি নাটকে দেখা যাবে তাঁকে। নাটকগুলো পরিচালনা করবেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মহিদুল মহিম ও মাহমুদুর রহমান হিমি। এতে পড়শীর সঙ্গে দেখা যাবে তৌসিফ মাহবুব ও জোভানকে। এখন নাটকের শুটিং নিয়েই ব্যস্ত পড়শী।
নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। এবার ইউটিউবের চ্যানেলের জন্য নাটক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ঈদে প্রচারের লক্ষ্যে এখন চলছে গল্প লেখার কাজ। নাটকটি বানাবেন মহিদুল মহিম।
দুই বছর আগে অভিনয়ে নাম লিখিয়েছেন পড়শী। সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘মারিয়া ওয়ান পিস’ নামের নাটকটিতে পড়শীর সহশিল্পী ছিলেন ঋষি কৌশিক। এরপর বিশেষ দিবস উপলক্ষে নির্মিত বেশ কয়েকটি নাটকে দেখা গেছে তাঁকে। ইতিমধ্যে অভিনয়েও প্রশংসিত হয়েছেন তিনি। অনেক নির্মাতা তাঁকে নিয়ে কাজ করার আগ্রহ দেখাচ্ছেন। তবে পড়শী চান পছন্দ অনুযায়ী গল্প, নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে কাজ করতে। সেই ভাবনা থেকেই নাটক প্রযোজনার পরিকল্পনা করেছেন। আগামী রোজার ঈদে প্রচারের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি। পুরো বিষয়টির তত্ত্বাবধানে থাকবেন পড়শীর ভাই স্বাক্ষর।
পড়শীর নাটক প্রযোজনার বিষয়ে স্বাক্ষর বলেন, ‘দুই বছর যাবৎ পড়শী নাটকে অভিনয় করছে। এখন অনেক চিত্রনাট্য আসে। অনেক সময় সবকিছু পছন্দ না হলেও অনুরোধের কারণে সেই নাটকে পড়শীকে অভিনয় করতে হয়। কিন্তু সে চায় সবকিছু মিলে গেলেই অভিনয় করতে। প্রযোজনা করলে এমনটা সম্ভব। তাই পারিবারিকভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
স্বাক্ষর জানান, পড়শীর এখন যে ইউটিউব চ্যানেল আছে, সেখানেই প্রথম দিকের নাটকগুলো প্রকাশ পাবে। পরবর্তী সময়ে দর্শকের সাড়া পেলে নাটকের জন্য আলাদা চ্যানেল খুলতে চান পড়শী।
গত ঈদুল আজহায় পড়শীকে নাটকে দেখা না গেলেও আগামী ভালোবাসা দিবসের তিনটি নাটকে দেখা যাবে তাঁকে। নাটকগুলো পরিচালনা করবেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মহিদুল মহিম ও মাহমুদুর রহমান হিমি। এতে পড়শীর সঙ্গে দেখা যাবে তৌসিফ মাহবুব ও জোভানকে। এখন নাটকের শুটিং নিয়েই ব্যস্ত পড়শী।
শুটিং শুরুর সময় নির্মাতা অনন্য মামুন জানিয়েছিলেন, বাংলাদেশের সঙ্গে একই দিনে হিন্দি, তেলুগুসহ পাঁচটি ভাষায় ভারতে মুক্তি পাবে ‘দরদ’। তবে মুক্তির সময় কথা ও কাজের মিল দেখা যায়নি। গত বছরের ১৫ নভেম্বর বাংলাদেশে মুক্তি পেলেও ভারতে উপেক্ষিত...
১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস দিয়ে পরিচিতি পান জে-হোপ। বর্তমানে ব্যান্ডটির বেশির ভাগ সদস্য সামরিক প্রশিক্ষণে থাকায় আপাতত বন্ধ আছে বিটিএসের কার্যক্রম। জে-হোপও ১৮ মাসের প্রশিক্ষণ শেষ করে ফিরেছেন গত বছরের অক্টোবরে...
১ ঘণ্টা আগে২০০৮ সালে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ক্ষুদে গানরাজে অংশ নিয়েছিলেন পড়শী ও নীলয়। সেখান থেকেই নীলয়ের সঙ্গে পরিচয় পড়শীর।
১৩ ঘণ্টা আগেভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস। বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে প্রায় ২ লাখ বাসিন্দাকে। পুড়ে ছাই হয়েছে প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, জেমস উডস অনেক হলিউড তারকার ঘরবাড়ি। আগুনে সব হারিয়ে নিঃস্ব বন্ধুদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
১৫ ঘণ্টা আগে