বিনোদন প্রতিবেদক, ঢাকা

নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। এবার ইউটিউবের চ্যানেলের জন্য নাটক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ঈদে প্রচারের লক্ষ্যে এখন চলছে গল্প লেখার কাজ। নাটকটি বানাবেন মহিদুল মহিম।
দুই বছর আগে অভিনয়ে নাম লিখিয়েছেন পড়শী। সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘মারিয়া ওয়ান পিস’ নামের নাটকটিতে পড়শীর সহশিল্পী ছিলেন ঋষি কৌশিক। এরপর বিশেষ দিবস উপলক্ষে নির্মিত বেশ কয়েকটি নাটকে দেখা গেছে তাঁকে। ইতিমধ্যে অভিনয়েও প্রশংসিত হয়েছেন তিনি। অনেক নির্মাতা তাঁকে নিয়ে কাজ করার আগ্রহ দেখাচ্ছেন। তবে পড়শী চান পছন্দ অনুযায়ী গল্প, নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে কাজ করতে। সেই ভাবনা থেকেই নাটক প্রযোজনার পরিকল্পনা করেছেন। আগামী রোজার ঈদে প্রচারের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি। পুরো বিষয়টির তত্ত্বাবধানে থাকবেন পড়শীর ভাই স্বাক্ষর।
পড়শীর নাটক প্রযোজনার বিষয়ে স্বাক্ষর বলেন, ‘দুই বছর যাবৎ পড়শী নাটকে অভিনয় করছে। এখন অনেক চিত্রনাট্য আসে। অনেক সময় সবকিছু পছন্দ না হলেও অনুরোধের কারণে সেই নাটকে পড়শীকে অভিনয় করতে হয়। কিন্তু সে চায় সবকিছু মিলে গেলেই অভিনয় করতে। প্রযোজনা করলে এমনটা সম্ভব। তাই পারিবারিকভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
স্বাক্ষর জানান, পড়শীর এখন যে ইউটিউব চ্যানেল আছে, সেখানেই প্রথম দিকের নাটকগুলো প্রকাশ পাবে। পরবর্তী সময়ে দর্শকের সাড়া পেলে নাটকের জন্য আলাদা চ্যানেল খুলতে চান পড়শী।
গত ঈদুল আজহায় পড়শীকে নাটকে দেখা না গেলেও আগামী ভালোবাসা দিবসের তিনটি নাটকে দেখা যাবে তাঁকে। নাটকগুলো পরিচালনা করবেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মহিদুল মহিম ও মাহমুদুর রহমান হিমি। এতে পড়শীর সঙ্গে দেখা যাবে তৌসিফ মাহবুব ও জোভানকে। এখন নাটকের শুটিং নিয়েই ব্যস্ত পড়শী।

নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। এবার ইউটিউবের চ্যানেলের জন্য নাটক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ঈদে প্রচারের লক্ষ্যে এখন চলছে গল্প লেখার কাজ। নাটকটি বানাবেন মহিদুল মহিম।
দুই বছর আগে অভিনয়ে নাম লিখিয়েছেন পড়শী। সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘মারিয়া ওয়ান পিস’ নামের নাটকটিতে পড়শীর সহশিল্পী ছিলেন ঋষি কৌশিক। এরপর বিশেষ দিবস উপলক্ষে নির্মিত বেশ কয়েকটি নাটকে দেখা গেছে তাঁকে। ইতিমধ্যে অভিনয়েও প্রশংসিত হয়েছেন তিনি। অনেক নির্মাতা তাঁকে নিয়ে কাজ করার আগ্রহ দেখাচ্ছেন। তবে পড়শী চান পছন্দ অনুযায়ী গল্প, নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে কাজ করতে। সেই ভাবনা থেকেই নাটক প্রযোজনার পরিকল্পনা করেছেন। আগামী রোজার ঈদে প্রচারের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি। পুরো বিষয়টির তত্ত্বাবধানে থাকবেন পড়শীর ভাই স্বাক্ষর।
পড়শীর নাটক প্রযোজনার বিষয়ে স্বাক্ষর বলেন, ‘দুই বছর যাবৎ পড়শী নাটকে অভিনয় করছে। এখন অনেক চিত্রনাট্য আসে। অনেক সময় সবকিছু পছন্দ না হলেও অনুরোধের কারণে সেই নাটকে পড়শীকে অভিনয় করতে হয়। কিন্তু সে চায় সবকিছু মিলে গেলেই অভিনয় করতে। প্রযোজনা করলে এমনটা সম্ভব। তাই পারিবারিকভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
স্বাক্ষর জানান, পড়শীর এখন যে ইউটিউব চ্যানেল আছে, সেখানেই প্রথম দিকের নাটকগুলো প্রকাশ পাবে। পরবর্তী সময়ে দর্শকের সাড়া পেলে নাটকের জন্য আলাদা চ্যানেল খুলতে চান পড়শী।
গত ঈদুল আজহায় পড়শীকে নাটকে দেখা না গেলেও আগামী ভালোবাসা দিবসের তিনটি নাটকে দেখা যাবে তাঁকে। নাটকগুলো পরিচালনা করবেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মহিদুল মহিম ও মাহমুদুর রহমান হিমি। এতে পড়শীর সঙ্গে দেখা যাবে তৌসিফ মাহবুব ও জোভানকে। এখন নাটকের শুটিং নিয়েই ব্যস্ত পড়শী।

গত বছর ঢালিউডে হিট সিনেমার সংখ্যা বাড়লেও কমেছে মুক্তিপ্রাপ্ত সিনেমা। তবে দুই ঈদে সিনেমা মুক্তির হিড়িক ছিল। নতুন বছরেও ঈদকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছেন নির্মাতারা। এ বছর অবশ্য ঈদ ছাড়াও বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। ২০২৬ সালে যেসব সিনেমার দিকে নজর থাকবে...
১০ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল সমতল। নাটকের নাম ‘লুৎফার প্রদীপ’। লিখেছেন তানভীর মোকাম্মেল। সগীর মোস্তফার নির্দেশনায় এ নাটকে একক অভিনয়ে দেখা যাবে চিত্রলেখা গুহকে। মঞ্চে এটি তাঁর প্রথম একক অভিনয়। ৩ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতিতে সন্ধ্যা ৬টায় দেখা...
১৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৫ ঘণ্টা আগে
দুই বাংলার প্রেক্ষাগৃহে ২০২৫ সালজুড়ে নিয়মিত সিনেমা মুক্তি পেয়েছে জয়া আহসানের। ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’, ‘ডিয়ার মা’ দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। নতুন বছরের প্রথম দিনে নতুন সিনেমা মুক্তির তারিখ জানালেন জয়া।
১৫ ঘণ্টা আগে