
দক্ষিণ কোরিয়ার আলোচিত ব্যান্ড বিটিএস। ২০১০ সালে প্রতিষ্ঠিত ব্যান্ডটির ভক্ত আছে বিশ্বের প্রতিটি দেশে। বাংলাদেশেও বিটিএস অনুরাগীর সংখ্যা কম নয়। এ ব্যান্ডের ৭ সদস্য জিন, সুগা, জে হোপ, আর এম, জিমিন, ভি ও জাংকুক—সবাই এখন আছেন সেনা প্রশিক্ষণে। ফলে অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে ব্যান্ডটির কার্যক্রম। মন খারাপ বিটিএস ভক্তদেরও। এ পরিস্থিতিতে ভক্তদের জন্য মন ভালোর দাওয়াই নিয়ে এলেন বিটিএস সদস্য ভি। প্রকাশ করলেন তাঁর নতুন একক গান ‘ফ্রেন্ডস’।
ইংরেজি ভাষায় প্রকাশিত গানটি নিয়ে এখন ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে। ফ্রেন্ডস প্রকাশ পেয়েছে ১৫ মার্চ। মাত্র একদিনেই গানটি আইটিউনস টপ সং চার্টের শীর্ষে উঠে এসেছে। শুধু উত্তর কোরিয়া নয়, ফ্রেন্ডস শীর্ষ স্থান দখল করেছে ৮৭টি দেশে। ইউটিউবে এখন পর্যন্ত গানটি দেখেছেন ৮৭ লাখ ব্যবহারকারী।
ফ্রেন্ডস গানে ভালোবাসার কথাই বলেছেন ভি। তবে একটু ভিন্নভাবে। গানের ভিডিওতে দুটো প্যারালাল ইউনিভার্স দেখিয়েছেন তিনি। এক জগতে তাঁকে দেখা যাচ্ছে প্রেমিকার সঙ্গে, অন্য জগতে চারপাশে হাসিখুশি দম্পতিদের মাঝে তিনি একা। দুই পরিস্থিতি ভিন্ন হলেও ভি-র ভাগ্য একই থাকে। গানের কথায় রয়েছে বন্ধুত্বকে ভালোবাসায় পরিণত করার আকাঙ্ক্ষা।
নতুন গান প্রকাশ পেলেও ভি এখনো আছেন সেনা প্রশিক্ষণে। গত ডিসেম্বরে ১৮ মাসের বাধ্যতামূলক সেনা প্রতিক্ষণে যাওয়ার আগে তিনি জানিয়েছিলেন, বেশ কিছু গান তৈরি হয়ে আছে। ধীরে ধীরে সেগুলো প্রকাশ পাবে। বিটিএস সদস্যরা যখন ব্যান্ডের কার্যক্রম থেকে দূরে, তখন ভি-র ফ্রেন্ডস গানটি নতুন করে প্রেরণা জোগাচ্ছে ভক্তদের। জানা গেছে, বিটিএসের আরেক সদস্য জে হোপ ২৭ মার্চ প্রকাশ করবেন নতুন ডকু সিরিজ ‘হোপ অন দ্য স্ট্রিট’।

দক্ষিণ কোরিয়ার আলোচিত ব্যান্ড বিটিএস। ২০১০ সালে প্রতিষ্ঠিত ব্যান্ডটির ভক্ত আছে বিশ্বের প্রতিটি দেশে। বাংলাদেশেও বিটিএস অনুরাগীর সংখ্যা কম নয়। এ ব্যান্ডের ৭ সদস্য জিন, সুগা, জে হোপ, আর এম, জিমিন, ভি ও জাংকুক—সবাই এখন আছেন সেনা প্রশিক্ষণে। ফলে অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে ব্যান্ডটির কার্যক্রম। মন খারাপ বিটিএস ভক্তদেরও। এ পরিস্থিতিতে ভক্তদের জন্য মন ভালোর দাওয়াই নিয়ে এলেন বিটিএস সদস্য ভি। প্রকাশ করলেন তাঁর নতুন একক গান ‘ফ্রেন্ডস’।
ইংরেজি ভাষায় প্রকাশিত গানটি নিয়ে এখন ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে। ফ্রেন্ডস প্রকাশ পেয়েছে ১৫ মার্চ। মাত্র একদিনেই গানটি আইটিউনস টপ সং চার্টের শীর্ষে উঠে এসেছে। শুধু উত্তর কোরিয়া নয়, ফ্রেন্ডস শীর্ষ স্থান দখল করেছে ৮৭টি দেশে। ইউটিউবে এখন পর্যন্ত গানটি দেখেছেন ৮৭ লাখ ব্যবহারকারী।
ফ্রেন্ডস গানে ভালোবাসার কথাই বলেছেন ভি। তবে একটু ভিন্নভাবে। গানের ভিডিওতে দুটো প্যারালাল ইউনিভার্স দেখিয়েছেন তিনি। এক জগতে তাঁকে দেখা যাচ্ছে প্রেমিকার সঙ্গে, অন্য জগতে চারপাশে হাসিখুশি দম্পতিদের মাঝে তিনি একা। দুই পরিস্থিতি ভিন্ন হলেও ভি-র ভাগ্য একই থাকে। গানের কথায় রয়েছে বন্ধুত্বকে ভালোবাসায় পরিণত করার আকাঙ্ক্ষা।
নতুন গান প্রকাশ পেলেও ভি এখনো আছেন সেনা প্রশিক্ষণে। গত ডিসেম্বরে ১৮ মাসের বাধ্যতামূলক সেনা প্রতিক্ষণে যাওয়ার আগে তিনি জানিয়েছিলেন, বেশ কিছু গান তৈরি হয়ে আছে। ধীরে ধীরে সেগুলো প্রকাশ পাবে। বিটিএস সদস্যরা যখন ব্যান্ডের কার্যক্রম থেকে দূরে, তখন ভি-র ফ্রেন্ডস গানটি নতুন করে প্রেরণা জোগাচ্ছে ভক্তদের। জানা গেছে, বিটিএসের আরেক সদস্য জে হোপ ২৭ মার্চ প্রকাশ করবেন নতুন ডকু সিরিজ ‘হোপ অন দ্য স্ট্রিট’।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৮ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৮ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৮ ঘণ্টা আগে