বিনোদন প্রতিবেদক, ঢাকা

ইসরাত জাহান জুঁই এই প্রজন্মের জনপ্রিয় ফোকশিল্পী। ইতিমধ্যেই তাঁর নিজের ইউটিউব চ্যানেল ‘ইসরাত জাহান জুঁই’-এ প্রকাশ করেছেন নিজের গাওয়া বেশ কিছু গান। সম্প্রতি তিনি প্রকাশ করলেন নিজের কণ্ঠের ছয়টি প্রচলিত ফোক গান। গানগুলো হচ্ছে ‘তোমরা আমায় কী বুঝাইবা’, ‘কেন হলো দেখারে’, ‘কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে’, ‘প্রাণের জ্বালা’, ‘ভালোবাসা এমন কেন’ এবং ‘ওরে চিকন কালা’।
প্রকাশিত ছয় গান নিয়ে জুঁই বলেন, ‘আমি মূলত ফোক গানের শিল্পী। সব সময় ফোক গান গাই। মা, মাটি আর দেশের গান গাইতেই আমার বেশি ভালো লাগে। এরই মধ্যে ইউটিউব চ্যানেলে আমার কণ্ঠের ছয়টি প্রচলিত ফোক গান প্রকাশিত হয়েছে। প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছি। এখনো যে ফোক গানের প্রতি মানুষের আগ্রহ আছে, ভালো লাগা আছে—এটা আমাকে ভীষণ আনন্দ দেয়।’
জুঁইয়ের গাওয়া প্রথম প্রকাশিত মৌলিক গান ছিল ‘তুমি বুঝলা না’। তাঁর গাওয়া আরও কিছু গান হলো ‘মিরপুর এক্সপ্রেস’, ‘শেষ পাখি’, ‘দুষ্টু মেয়ে’, ‘ষোলোকলা’, ‘মরার কোকিলে’, ‘ভাগ্যে ছিলি না’, ‘বন্ধু বড় মায়া লাগাইছে’, ‘প্রেমের হাওয়া’, ‘তুমি কারে পাইয়া সুখী’, ‘পিরিত মধুর যন্ত্রণা’ ইত্যাদি। তাঁর করা কাভার গানের মধ্যে আলোচিত ‘তোমরা কইওগো বুঝাইয়া’, ‘জীবন মানে যন্ত্রণা’, ‘বন্ধু বিনে প্রাণ বাঁচে না’ ইত্যাদি। সব মিলিয়ে এখন পর্যন্ত ২ শতাধিক গান করেছেন জুঁই। তিনি ঢাকার সরকারি সংগীত কলেজে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে সংগীত বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন। এখন একই বিষয়ে মাস্টার্স করছেন।

ইসরাত জাহান জুঁই এই প্রজন্মের জনপ্রিয় ফোকশিল্পী। ইতিমধ্যেই তাঁর নিজের ইউটিউব চ্যানেল ‘ইসরাত জাহান জুঁই’-এ প্রকাশ করেছেন নিজের গাওয়া বেশ কিছু গান। সম্প্রতি তিনি প্রকাশ করলেন নিজের কণ্ঠের ছয়টি প্রচলিত ফোক গান। গানগুলো হচ্ছে ‘তোমরা আমায় কী বুঝাইবা’, ‘কেন হলো দেখারে’, ‘কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে’, ‘প্রাণের জ্বালা’, ‘ভালোবাসা এমন কেন’ এবং ‘ওরে চিকন কালা’।
প্রকাশিত ছয় গান নিয়ে জুঁই বলেন, ‘আমি মূলত ফোক গানের শিল্পী। সব সময় ফোক গান গাই। মা, মাটি আর দেশের গান গাইতেই আমার বেশি ভালো লাগে। এরই মধ্যে ইউটিউব চ্যানেলে আমার কণ্ঠের ছয়টি প্রচলিত ফোক গান প্রকাশিত হয়েছে। প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছি। এখনো যে ফোক গানের প্রতি মানুষের আগ্রহ আছে, ভালো লাগা আছে—এটা আমাকে ভীষণ আনন্দ দেয়।’
জুঁইয়ের গাওয়া প্রথম প্রকাশিত মৌলিক গান ছিল ‘তুমি বুঝলা না’। তাঁর গাওয়া আরও কিছু গান হলো ‘মিরপুর এক্সপ্রেস’, ‘শেষ পাখি’, ‘দুষ্টু মেয়ে’, ‘ষোলোকলা’, ‘মরার কোকিলে’, ‘ভাগ্যে ছিলি না’, ‘বন্ধু বড় মায়া লাগাইছে’, ‘প্রেমের হাওয়া’, ‘তুমি কারে পাইয়া সুখী’, ‘পিরিত মধুর যন্ত্রণা’ ইত্যাদি। তাঁর করা কাভার গানের মধ্যে আলোচিত ‘তোমরা কইওগো বুঝাইয়া’, ‘জীবন মানে যন্ত্রণা’, ‘বন্ধু বিনে প্রাণ বাঁচে না’ ইত্যাদি। সব মিলিয়ে এখন পর্যন্ত ২ শতাধিক গান করেছেন জুঁই। তিনি ঢাকার সরকারি সংগীত কলেজে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে সংগীত বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন। এখন একই বিষয়ে মাস্টার্স করছেন।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১৭ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৭ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১৭ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১৯ ঘণ্টা আগে