বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের সংগীতাঙ্গনে একের পর এক গান উপহার দিচ্ছেন নতুন-পুরোনো শিল্পীরা। ইন্টারনেটের এই যুগে খুব সহজেই নানা ভাষার গান আকৃষ্ট করছে বাংলাদেশি শ্রোতাদের। বিশ্বের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নেও গান করছেন শিল্পীরা। বিশ্বায়নের এই যুগে বড় হচ্ছে বাজার আর সারা বিশ্বের সংগীতপ্রেমীরাও ঝুঁকে পড়ছে নানা ধরনের মিউজিক জনরায়।
এমন সময়ে এই দেশের মাটি ও জলের স্পর্শে বেড়ে উঠছে একদল শিল্পী। যারা বাংলার সংস্কৃতিকে নকশিকাঁথার উষ্ণতায় মুড়িয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে। সৃষ্টি করছে দারুণ সব সুর যেখানে রয়েছে আবেগের শত রং, কবিতার ছোঁয়া ও খুব সাধারণ সঙ্গীতযন্ত্রের ব্যবহার।
এমনই একজন মিউজিশিয়ান আহমেদ হাসান সানি। যার সংগীত আপনার মনকে এক নিভৃতে নিয়ে যায়। হতাশা থেকে নব উদ্যমে পুরোনো দিনের স্মৃতিতে আপনি হারিয়ে যান হঠাৎ।
আহমেদ হাসান সানির প্রথম অ্যালবাম মুক্তাঞ্চল প্রকাশের প্রায় সাত বছর পর আসছে দ্বিতীয় অ্যালবাম ‘লুটপাট’। লুটপাট অ্যালবামে মোট ৭টি গান থাকবে। তবে ৭টি গানই এক সঙ্গে মুক্তি পাচ্ছে না। অ্যালবামটির প্রথম গান ‘আমরা হয়তো’ মুক্তি পাবে আগামী ৭ জানুয়ারি আহমেদ হাসান সানির ইউটিউব চ্যানেলে। এ ছাড়া মিউজিক প্ল্যাটফর্ম Spotify-তে শোনা যাবে তাঁর এই নতুন অ্যালবামটি।
তানভীর চৌধুরী, তারেক মাহমুদ, জীবনানন্দ দাশ ও নিজের লেখা গানগুলোর সুর করেছেন সানি। মিউজিক ভিডিওটিতে আহমেদ হাসান সানির পাশে দেখা যাবে তামান্না হক বর্ণাকে।
সানি মূলত একজন চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা। এর পাশাপাশি বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এ ছাড়া নানা সময়ে নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে জন্য গান গেয়ে চলেছেন তিনি। সম্প্রতি হাতিরপুল সেশনস-এ তাঁর ‘শহরের দুইটি গান’ বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছে।
সানি তাঁর মিউজিক ও জীবন নিয়ে বলেন, ‘আমার গান আমার কাছে বেঁচে থাকার প্রমাণ। আমার জীবনে যখন জ্বলছে আগুন, আমার গান ছাই কিংবা আগুন ছাড়া আর কিছু নয়।’

বাংলাদেশের সংগীতাঙ্গনে একের পর এক গান উপহার দিচ্ছেন নতুন-পুরোনো শিল্পীরা। ইন্টারনেটের এই যুগে খুব সহজেই নানা ভাষার গান আকৃষ্ট করছে বাংলাদেশি শ্রোতাদের। বিশ্বের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নেও গান করছেন শিল্পীরা। বিশ্বায়নের এই যুগে বড় হচ্ছে বাজার আর সারা বিশ্বের সংগীতপ্রেমীরাও ঝুঁকে পড়ছে নানা ধরনের মিউজিক জনরায়।
এমন সময়ে এই দেশের মাটি ও জলের স্পর্শে বেড়ে উঠছে একদল শিল্পী। যারা বাংলার সংস্কৃতিকে নকশিকাঁথার উষ্ণতায় মুড়িয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে। সৃষ্টি করছে দারুণ সব সুর যেখানে রয়েছে আবেগের শত রং, কবিতার ছোঁয়া ও খুব সাধারণ সঙ্গীতযন্ত্রের ব্যবহার।
এমনই একজন মিউজিশিয়ান আহমেদ হাসান সানি। যার সংগীত আপনার মনকে এক নিভৃতে নিয়ে যায়। হতাশা থেকে নব উদ্যমে পুরোনো দিনের স্মৃতিতে আপনি হারিয়ে যান হঠাৎ।
আহমেদ হাসান সানির প্রথম অ্যালবাম মুক্তাঞ্চল প্রকাশের প্রায় সাত বছর পর আসছে দ্বিতীয় অ্যালবাম ‘লুটপাট’। লুটপাট অ্যালবামে মোট ৭টি গান থাকবে। তবে ৭টি গানই এক সঙ্গে মুক্তি পাচ্ছে না। অ্যালবামটির প্রথম গান ‘আমরা হয়তো’ মুক্তি পাবে আগামী ৭ জানুয়ারি আহমেদ হাসান সানির ইউটিউব চ্যানেলে। এ ছাড়া মিউজিক প্ল্যাটফর্ম Spotify-তে শোনা যাবে তাঁর এই নতুন অ্যালবামটি।
তানভীর চৌধুরী, তারেক মাহমুদ, জীবনানন্দ দাশ ও নিজের লেখা গানগুলোর সুর করেছেন সানি। মিউজিক ভিডিওটিতে আহমেদ হাসান সানির পাশে দেখা যাবে তামান্না হক বর্ণাকে।
সানি মূলত একজন চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা। এর পাশাপাশি বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এ ছাড়া নানা সময়ে নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে জন্য গান গেয়ে চলেছেন তিনি। সম্প্রতি হাতিরপুল সেশনস-এ তাঁর ‘শহরের দুইটি গান’ বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছে।
সানি তাঁর মিউজিক ও জীবন নিয়ে বলেন, ‘আমার গান আমার কাছে বেঁচে থাকার প্রমাণ। আমার জীবনে যখন জ্বলছে আগুন, আমার গান ছাই কিংবা আগুন ছাড়া আর কিছু নয়।’

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৭ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৭ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৮ ঘণ্টা আগে