
বাধ্যতামূলক সামরিক সেবার জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন কে-পপ ব্যান্ড বিটিএস তারকা জাংকুক। বিষয়টি নিশ্চিত করেছে ওয়েব প্ল্যাটফর্ম ওয়েভার্স। ওয়েভার্সে জাংকুক ঘোষণা করেন যে তিনি ডিসেম্বরে তাঁর বাধ্যতামূলক সামরিক পরিষেবায় চলে যাবেন।
সংগীত জগৎ থেকে সাময়িক বিরতিতে যাওয়ার আগে ভক্তদের জন্য একটি আবেগপূর্ণ চিঠিও লিখেছেন জাংকুক। সকল বিটিএস আর্মিকে তাঁর প্রতি ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানান। সেই সঙ্গে আরও পরিণত হয়ে ফিরে আসার প্রতিশ্রুতিও দেন ভক্তদের।
চিঠিতে বিটিএস তারকা জাংকুক লিখেছেন, ‘প্রিয় আর্মি, ইতিমধ্যেই নভেম্বরের শেষ। বাতাস বেশ ঠান্ডা। আপনারা সবাই হয়তো ইতিমধ্যেই অবগত আছেন, তাই আমি আপনাদের একটি ছোট চিঠি লিখছি। ডিসেম্বরে, আমি একটি নতুন যাত্রা শুরু করব। আমি সামরিক বাহিনীতে পরিষেবার জন্য যাচ্ছি। আমি যখন এই সংবাদটি দিচ্ছি, একদিকে আমার হৃদয় যেমন ভারাক্রান্ত হচ্ছে, অন্যদিকে আমাদের আর্মিদের (বিটিএস ভক্তরা) সঙ্গে আমার মনের মূল্যবান স্মৃতিগুলি আমার হৃদয়কে উষ্ণ করে তুলছে।’
এ কোরীয় গায়ক আরও লিখেছেন, ‘আপনাদের সঙ্গে এখন পর্যন্ত যে সময় কাটিয়েছি তা ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। আপনাদের হাসি, সমর্থন, ভালোবাসা আমাকে এখানে নিয়ে এসেছে। আমার স্বপ্নপূরণে সমর্থন ও নীরবে আমার সঙ্গে পথচলার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’
শেষে এ গায়ক আরও লিখেছেন, ‘সামরিক পরিষেবায় যাওয়ার আগে আপনাদের বলে যেতে চাই, অপেক্ষাটা দীর্ঘ হবে। এক বছর ছয় মাস। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আরও পরিণত হয়ে মঞ্চে ফিরে আসব।’
বর্তমানে ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন বিটিএস তারকা জাংকুক। নতুন নতুন রেকর্ড গড়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাচ্ছেন তিনি। সম্প্রতি নতুন করে আরেকটি মাইলফলক অর্জন করেছে। তাঁর প্রথম একক অ্যালবাম ‘গোল্ডেন’ বিশ্বব্যাপী বিক্রীত হওয়া চার্টে টেলর সুইফটের ‘১৯৮৯’ (টেলরের সংস্করণ) অ্যালবামকেও ছাড়িয়ে গেছে। এ ছাড়া নেট দুনিয়ায় চলতি বছরের ১৪ জুলাই ‘সেভেন’ গানটি প্রকাশ পাওয়ার পরপরই রেকর্ড গড়ে।
উল্লেখ্য, আগামী ডিসেম্বরে জাংকুকের সঙ্গে জিমিন, ভি, এবং আরএম তাদের সামরিক দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছে ‘বিগ হিট’ মিউজিক। এর আগে জিন, সুগা এবং জে-হোপ সামরিক বাহিনীতে যোগদান করেছেন। ২০২৫ সালে দল পুনরায় একত্র হওয়ার কথা রয়েছে বিটিএসের।

বাধ্যতামূলক সামরিক সেবার জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন কে-পপ ব্যান্ড বিটিএস তারকা জাংকুক। বিষয়টি নিশ্চিত করেছে ওয়েব প্ল্যাটফর্ম ওয়েভার্স। ওয়েভার্সে জাংকুক ঘোষণা করেন যে তিনি ডিসেম্বরে তাঁর বাধ্যতামূলক সামরিক পরিষেবায় চলে যাবেন।
সংগীত জগৎ থেকে সাময়িক বিরতিতে যাওয়ার আগে ভক্তদের জন্য একটি আবেগপূর্ণ চিঠিও লিখেছেন জাংকুক। সকল বিটিএস আর্মিকে তাঁর প্রতি ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানান। সেই সঙ্গে আরও পরিণত হয়ে ফিরে আসার প্রতিশ্রুতিও দেন ভক্তদের।
চিঠিতে বিটিএস তারকা জাংকুক লিখেছেন, ‘প্রিয় আর্মি, ইতিমধ্যেই নভেম্বরের শেষ। বাতাস বেশ ঠান্ডা। আপনারা সবাই হয়তো ইতিমধ্যেই অবগত আছেন, তাই আমি আপনাদের একটি ছোট চিঠি লিখছি। ডিসেম্বরে, আমি একটি নতুন যাত্রা শুরু করব। আমি সামরিক বাহিনীতে পরিষেবার জন্য যাচ্ছি। আমি যখন এই সংবাদটি দিচ্ছি, একদিকে আমার হৃদয় যেমন ভারাক্রান্ত হচ্ছে, অন্যদিকে আমাদের আর্মিদের (বিটিএস ভক্তরা) সঙ্গে আমার মনের মূল্যবান স্মৃতিগুলি আমার হৃদয়কে উষ্ণ করে তুলছে।’
এ কোরীয় গায়ক আরও লিখেছেন, ‘আপনাদের সঙ্গে এখন পর্যন্ত যে সময় কাটিয়েছি তা ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। আপনাদের হাসি, সমর্থন, ভালোবাসা আমাকে এখানে নিয়ে এসেছে। আমার স্বপ্নপূরণে সমর্থন ও নীরবে আমার সঙ্গে পথচলার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’
শেষে এ গায়ক আরও লিখেছেন, ‘সামরিক পরিষেবায় যাওয়ার আগে আপনাদের বলে যেতে চাই, অপেক্ষাটা দীর্ঘ হবে। এক বছর ছয় মাস। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আরও পরিণত হয়ে মঞ্চে ফিরে আসব।’
বর্তমানে ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন বিটিএস তারকা জাংকুক। নতুন নতুন রেকর্ড গড়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাচ্ছেন তিনি। সম্প্রতি নতুন করে আরেকটি মাইলফলক অর্জন করেছে। তাঁর প্রথম একক অ্যালবাম ‘গোল্ডেন’ বিশ্বব্যাপী বিক্রীত হওয়া চার্টে টেলর সুইফটের ‘১৯৮৯’ (টেলরের সংস্করণ) অ্যালবামকেও ছাড়িয়ে গেছে। এ ছাড়া নেট দুনিয়ায় চলতি বছরের ১৪ জুলাই ‘সেভেন’ গানটি প্রকাশ পাওয়ার পরপরই রেকর্ড গড়ে।
উল্লেখ্য, আগামী ডিসেম্বরে জাংকুকের সঙ্গে জিমিন, ভি, এবং আরএম তাদের সামরিক দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছে ‘বিগ হিট’ মিউজিক। এর আগে জিন, সুগা এবং জে-হোপ সামরিক বাহিনীতে যোগদান করেছেন। ২০২৫ সালে দল পুনরায় একত্র হওয়ার কথা রয়েছে বিটিএসের।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১০ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১০ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১০ ঘণ্টা আগে