বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রথমবারের মতো উর্দু গান গাইলেন সংগীতশিল্পী সিঁথি সাহা। ‘দো পিয়াসি দিল’ শিরোনামের গানটিতে সিঁথির সঙ্গে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানের শাফকাত আমানত আলী। আসিফ মাহমুদের নির্দেশনায় গানের ভিডিওতেও দেখা গেছে শাফকাত ও সিঁথিকে। গানটি উৎসর্গ করা হয়েছে পাকিস্তানি গজলশিল্পী মেহেদি হাসান, সংগীত পরিচালক রবিন ঘোষ ও সংগীতশিল্পী মেহনাজকে।
সোশ্যাল মিডিয়ায় নতুন এই গান শেয়ার করে সিঁথি সাহা লেখেন, ‘শাফকাত আমানত আলীর সঙ্গে আমার প্রথম উর্দু গান। এই গানের অংশ হতে পেরে আমি অত্যন্ত ভাগ্যবান এবং সম্মানিত বোধ করছি। শাফকাতজির একজন ভক্ত হিসেবে এটি আমার জন্য একটি বিরাট সুযোগ। গানটি উৎসর্গ করা হয়েছে পাকিস্তানের মিউজিক ইন্ডাস্ট্রির তিন কিংবদন্তিকে।’

বলিউডেও অনেক গান করেছেন পাকিস্তানের শাফকাত আমানত আলী। গেয়েছেন ‘কাভি আলবিদা না কেহেনা’, ‘রাজ থ্রি’, ‘জান্নাত টু’, ‘রাওয়ান’, ‘মার্ডার থ্রি’সহ অনেক জনপ্রিয় সিনেমায়।
উর্দু গানে প্রথম হলেও এর আগে শাফকাত আমানত আলীর সঙ্গে বাংলা গানে কণ্ঠ দিয়েছিলেন সিঁথি সাহা। ২০২১ সালে প্রকাশ হয়েছিল ‘রাতজাগা পাখি’ শিরোনামে তাঁদের দ্বৈতকণ্ঠের গানটি। সেই গানের ভিডিওতে সিঁথির সঙ্গে মডেল হয়েছিলেন এ বি এম সুমন। শাফকাত আমানত আলীর সঙ্গে সিঁথির পরিচয় তারও দুই বছর আগে। সে সময় সিঁথি জানান, ২০১৯ সালে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টে গায়ক শাফকাত আমানত আলীর পারফরম্যান্সের সময় মঞ্চের সামনে দর্শক আসনে বসে কণ্ঠ মেলাচ্ছিলেন তিনি। একপর্যায়ে শাফকাতের নজরে আসেন সিঁথি। তাঁকে মঞ্চে ডেকে নেন শিল্পী। দুজন মিলে একসঙ্গে গান ধরেন। এরপরেই গান নিয়ে আলোচনা হয় দুজনের। পরিকল্পনা করেন একসঙ্গে গান করার।

চলতি বছর শুরুর দিকে বলিউডের সেলিম মার্চেন্টের সঙ্গে গান গেয়েছেন সিঁথি। গত ফেব্রুয়ারিতে প্রকাশ পেয়েছিল ‘বৃষ্টি বিলাস’ শিরোনামের গানটি। এটি ছিল সেলিম মার্চেন্টের গাওয়া প্রথম বাংলা গান। সোমেশ্বর অলির লেখা ও সাজিদ সরকারের সুর-সংগীতায়োজনে তৈরি হয়েছিল বৃষ্টি বিলাস।

প্রথমবারের মতো উর্দু গান গাইলেন সংগীতশিল্পী সিঁথি সাহা। ‘দো পিয়াসি দিল’ শিরোনামের গানটিতে সিঁথির সঙ্গে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানের শাফকাত আমানত আলী। আসিফ মাহমুদের নির্দেশনায় গানের ভিডিওতেও দেখা গেছে শাফকাত ও সিঁথিকে। গানটি উৎসর্গ করা হয়েছে পাকিস্তানি গজলশিল্পী মেহেদি হাসান, সংগীত পরিচালক রবিন ঘোষ ও সংগীতশিল্পী মেহনাজকে।
সোশ্যাল মিডিয়ায় নতুন এই গান শেয়ার করে সিঁথি সাহা লেখেন, ‘শাফকাত আমানত আলীর সঙ্গে আমার প্রথম উর্দু গান। এই গানের অংশ হতে পেরে আমি অত্যন্ত ভাগ্যবান এবং সম্মানিত বোধ করছি। শাফকাতজির একজন ভক্ত হিসেবে এটি আমার জন্য একটি বিরাট সুযোগ। গানটি উৎসর্গ করা হয়েছে পাকিস্তানের মিউজিক ইন্ডাস্ট্রির তিন কিংবদন্তিকে।’

বলিউডেও অনেক গান করেছেন পাকিস্তানের শাফকাত আমানত আলী। গেয়েছেন ‘কাভি আলবিদা না কেহেনা’, ‘রাজ থ্রি’, ‘জান্নাত টু’, ‘রাওয়ান’, ‘মার্ডার থ্রি’সহ অনেক জনপ্রিয় সিনেমায়।
উর্দু গানে প্রথম হলেও এর আগে শাফকাত আমানত আলীর সঙ্গে বাংলা গানে কণ্ঠ দিয়েছিলেন সিঁথি সাহা। ২০২১ সালে প্রকাশ হয়েছিল ‘রাতজাগা পাখি’ শিরোনামে তাঁদের দ্বৈতকণ্ঠের গানটি। সেই গানের ভিডিওতে সিঁথির সঙ্গে মডেল হয়েছিলেন এ বি এম সুমন। শাফকাত আমানত আলীর সঙ্গে সিঁথির পরিচয় তারও দুই বছর আগে। সে সময় সিঁথি জানান, ২০১৯ সালে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টে গায়ক শাফকাত আমানত আলীর পারফরম্যান্সের সময় মঞ্চের সামনে দর্শক আসনে বসে কণ্ঠ মেলাচ্ছিলেন তিনি। একপর্যায়ে শাফকাতের নজরে আসেন সিঁথি। তাঁকে মঞ্চে ডেকে নেন শিল্পী। দুজন মিলে একসঙ্গে গান ধরেন। এরপরেই গান নিয়ে আলোচনা হয় দুজনের। পরিকল্পনা করেন একসঙ্গে গান করার।

চলতি বছর শুরুর দিকে বলিউডের সেলিম মার্চেন্টের সঙ্গে গান গেয়েছেন সিঁথি। গত ফেব্রুয়ারিতে প্রকাশ পেয়েছিল ‘বৃষ্টি বিলাস’ শিরোনামের গানটি। এটি ছিল সেলিম মার্চেন্টের গাওয়া প্রথম বাংলা গান। সোমেশ্বর অলির লেখা ও সাজিদ সরকারের সুর-সংগীতায়োজনে তৈরি হয়েছিল বৃষ্টি বিলাস।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৫ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৫ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৬ ঘণ্টা আগে