
১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের মূল নায়ক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন। ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর সুবর্ণজয়ন্তীতে সংগীততারকা রবিশঙ্কর আর জর্জ হ্যারিসনের উত্তরসূরিরা স্মরণ করেছেন ঐতিহাসিক সেই কনসার্টের কথা। সেই কনসার্টের একটি ভিডিওর অংশ টুইটারে পোস্ট করে রবিশঙ্করের মেয়ে সুরকার ও সেতারবাদক আনুশকা শঙ্কর লিখেছেন: ‘আজ থেকে ৫০ বছর আগে এই দিনে বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তার জন্য বাবা ও জর্জ হ্যারিসন কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিলেন। বেনিফিট কনসার্টের যে ধারণা আজ আমাদের মধ্যে রয়েছে, সেই সময় তার মানদণ্ড তাঁরা তৈরি করে দিয়েছিলেন।’
রবিশঙ্করের তৃতীয় স্ত্রী সুকন্যা শঙ্করের সংসারে জন্ম নিয়েছেন আনুশকা। বর্তমানে তিনি লন্ডনে থিতু হয়েছেন। ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’-এর সাত বছর পর জর্জ হ্যারিসন ও তাঁর দ্বিতীয় স্ত্রী ওলিভিয়া হ্যারিসনের সংসারে জন্ম নেন ধনি হ্যারিসন। তিনিও বাবার পথেই হেঁটেছেন। যুক্তরাজ্যের পরিচিত গায়ক, সুরকারদের একজন তিনি। এক টুইটে ধনি লেখেন: ‘৫০ বছর আগে আজকের এই দিনে বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তায় অর্থ সংগ্রহের জন্য জর্জ হ্যারিসন ও রবিশঙ্কর কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিলেন। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সঙ্গে সেই লিগ্যাসি আজও অব্যাহত আছে।’
সুবর্ণজয়ন্তীর বছরে ভারত সরকারের আয়োজনে কনসার্ট ফর বাংলাদেশের পুনর্মঞ্চায়নের কথা ছিল। সেখানে উপস্থিত থাকার কথা ছিল রবিশঙ্করের মেয়ের পাশাপাশি জর্জ হ্যারিসনের ছেলেরও। কিন্তু সেই আয়োজন করোনার কারণে সম্ভব হয়নি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের মূল নায়ক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন। ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর সুবর্ণজয়ন্তীতে সংগীততারকা রবিশঙ্কর আর জর্জ হ্যারিসনের উত্তরসূরিরা স্মরণ করেছেন ঐতিহাসিক সেই কনসার্টের কথা। সেই কনসার্টের একটি ভিডিওর অংশ টুইটারে পোস্ট করে রবিশঙ্করের মেয়ে সুরকার ও সেতারবাদক আনুশকা শঙ্কর লিখেছেন: ‘আজ থেকে ৫০ বছর আগে এই দিনে বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তার জন্য বাবা ও জর্জ হ্যারিসন কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিলেন। বেনিফিট কনসার্টের যে ধারণা আজ আমাদের মধ্যে রয়েছে, সেই সময় তার মানদণ্ড তাঁরা তৈরি করে দিয়েছিলেন।’
রবিশঙ্করের তৃতীয় স্ত্রী সুকন্যা শঙ্করের সংসারে জন্ম নিয়েছেন আনুশকা। বর্তমানে তিনি লন্ডনে থিতু হয়েছেন। ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’-এর সাত বছর পর জর্জ হ্যারিসন ও তাঁর দ্বিতীয় স্ত্রী ওলিভিয়া হ্যারিসনের সংসারে জন্ম নেন ধনি হ্যারিসন। তিনিও বাবার পথেই হেঁটেছেন। যুক্তরাজ্যের পরিচিত গায়ক, সুরকারদের একজন তিনি। এক টুইটে ধনি লেখেন: ‘৫০ বছর আগে আজকের এই দিনে বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তায় অর্থ সংগ্রহের জন্য জর্জ হ্যারিসন ও রবিশঙ্কর কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিলেন। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সঙ্গে সেই লিগ্যাসি আজও অব্যাহত আছে।’
সুবর্ণজয়ন্তীর বছরে ভারত সরকারের আয়োজনে কনসার্ট ফর বাংলাদেশের পুনর্মঞ্চায়নের কথা ছিল। সেখানে উপস্থিত থাকার কথা ছিল রবিশঙ্করের মেয়ের পাশাপাশি জর্জ হ্যারিসনের ছেলেরও। কিন্তু সেই আয়োজন করোনার কারণে সম্ভব হয়নি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
১ ঘণ্টা আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
২ ঘণ্টা আগে
নেটফ্লিক্সের সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ গত বছর হইচই ফেলে দিয়েছিল বিশ্বজুড়ে। ১৩ বছর বয়সী এক স্কুলপড়ুয়ার হাতে তার সহপাঠী খুন হওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। তবে অ্যাডোলেসেন্সের উদ্দেশ্য ছিল, এই সময়ের কিশোরদের মনস্তত্ত্বের অনুসন্ধান। এই ব্রিটিশ সিরিজ সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কত নীরবে কত ভয়ংকর
২ ঘণ্টা আগে