
ঢাকা: ২০ বছর আগের কথা। ২০০১ সালে ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ দিয়ে হলিউডে শুরু হয়েছিল এক অন্য রকম ফ্র্যাঞ্চাইজির। সিরিজের আটটি ছবি মুক্তি পেয়ে গেছে। সামনে আসছে আরও একটি ছবি। এখনো সমান আবেদন ধরে রেখেছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। দীর্ঘ এই যাত্রায় ভক্তরা পল ওয়াকারকে হারালেও এখনো স্টিয়ারিং ধরে আছেন ভিন ডিজেল।
ফ্র্যাঞ্চাইজির নবম ছবি ‘এফ নাইন’ আসবে ২৫ জুন। তার আগে ডমিনিক টরেটো চরিত্রের অভিনেতা ভিন ডিজেল জানালেন খানিকটা মন খারাপের খবর। সম্প্রতি বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’–এর পরে এই ফ্র্যাঞ্চাইজির আর দুটি ছবি তৈরি হবে। এরপর আর কখনো আসবে না ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’।
ভিন ডিজেল বলেছেন, ‘সব গল্পেরই শেষ আছে। আমি জানি, মানুষ চাইছে না এটা শেষ হোক। কিন্তু আমার মতে, সব ভালো জিনিসেরই একটা সুন্দর সমাপ্তি প্রাপ্য।’ অভিনেতা জানিয়েছেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’–এর শেষ ছবি দুটি মুক্তি পাবে ২০২৩ ও ২০২৪ সালে।
ডমিনিট টরেটো হয়ে শুরু থেকেই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে আছেন ভিন ডিজেল। তুমুল অ্যাকশন আর অবৈধ রেসিংয়ে ভরপুর এ ছবিতে আরও দেখা গেছে মিশেল রড্রিগেজ, ডোয়াইন দ্য রক জনসন, রাইরিস গিবসন, জেসন স্টেথাম আর পল ওয়াকারকে।
ফ্র্যাঞ্চাইজির নবম ছবি ‘এফ নাইন’ আসার কথা ছিল গত বছর। কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচারস তাদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। আশা করা হচ্ছে, ‘এফ নাইন’ হবে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে ব্যবসাসফল ছবি।

ঢাকা: ২০ বছর আগের কথা। ২০০১ সালে ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ দিয়ে হলিউডে শুরু হয়েছিল এক অন্য রকম ফ্র্যাঞ্চাইজির। সিরিজের আটটি ছবি মুক্তি পেয়ে গেছে। সামনে আসছে আরও একটি ছবি। এখনো সমান আবেদন ধরে রেখেছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। দীর্ঘ এই যাত্রায় ভক্তরা পল ওয়াকারকে হারালেও এখনো স্টিয়ারিং ধরে আছেন ভিন ডিজেল।
ফ্র্যাঞ্চাইজির নবম ছবি ‘এফ নাইন’ আসবে ২৫ জুন। তার আগে ডমিনিক টরেটো চরিত্রের অভিনেতা ভিন ডিজেল জানালেন খানিকটা মন খারাপের খবর। সম্প্রতি বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’–এর পরে এই ফ্র্যাঞ্চাইজির আর দুটি ছবি তৈরি হবে। এরপর আর কখনো আসবে না ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’।
ভিন ডিজেল বলেছেন, ‘সব গল্পেরই শেষ আছে। আমি জানি, মানুষ চাইছে না এটা শেষ হোক। কিন্তু আমার মতে, সব ভালো জিনিসেরই একটা সুন্দর সমাপ্তি প্রাপ্য।’ অভিনেতা জানিয়েছেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’–এর শেষ ছবি দুটি মুক্তি পাবে ২০২৩ ও ২০২৪ সালে।
ডমিনিট টরেটো হয়ে শুরু থেকেই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে আছেন ভিন ডিজেল। তুমুল অ্যাকশন আর অবৈধ রেসিংয়ে ভরপুর এ ছবিতে আরও দেখা গেছে মিশেল রড্রিগেজ, ডোয়াইন দ্য রক জনসন, রাইরিস গিবসন, জেসন স্টেথাম আর পল ওয়াকারকে।
ফ্র্যাঞ্চাইজির নবম ছবি ‘এফ নাইন’ আসার কথা ছিল গত বছর। কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচারস তাদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। আশা করা হচ্ছে, ‘এফ নাইন’ হবে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে ব্যবসাসফল ছবি।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ দিন আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে