
বিশ্বের দাপুটে নির্মাতাদের একজন ক্রিস্টোফার নোলান। ‘ওপেনহাইমার’-এর মাধ্যমে তিনি এ বছর ঘুচিয়েছেন অস্কারের খরা। সিনেমাটির জন্য এবার সেরা নির্মাতার পুরস্কার ওঠে নোলানের হাতে। অস্কারের পর এবার সম্মানজনক ‘নাইটহুড’ উপাধিতে ভূষিত হচ্ছেন হলিউডের এই নির্মাতা।
বিবিসি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকারের অনুমোদন দেওয়া তালিকায় ক্রিস্টোফার নোলানের সঙ্গে নাম রয়েছে তাঁর স্ত্রী প্রযোজক এমা থমাসেরও। তিনি নারীদের জন্য সম্মানসূচক ‘ডেমহুড’ উপাধিতে ভূষিত হচ্ছেন। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, সিনেমায় বিশেষ অবদানের জন্য তাঁরা দুজন এই সম্মানে ভূষিত হচ্ছেন।
মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার জনক। তাঁর জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। ‘আমেরিকান প্রমিথিউস—দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ নামের এই উপন্যাস ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পায়। সেই উপন্যাসের ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান।
অস্কারে সেরা ছবির পুরস্কার গ্রহণ করে নোলানপত্নী থমাস বলেন, ‘আমি মনে করি আমাদের মধ্যে যাঁরা সিনেমা বানান, তাঁরা এই মুহূর্তের স্বপ্ন দেখেন। কিন্তু এটি এতটাই অসম্ভাব্য মনে হয়েছিল যে বাস্তবে ঘটবে।’
ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ছাত্র থাকাকালীন নোলান ও এমা থমাসের প্রথম দেখা হয়। ১৯৯৭ সালে তাঁরা বিয়ে করেন। চার সন্তান নিয়ে তাঁরা লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন।
উল্লেখ্য, ১৩৪৮ সাল থেকে সিংহাসনে ক্ষমতাসীন রাজা বা রানি তাঁদের পছন্দ অনুযায়ী উপহার হিসেবে এই সম্মাননা দিয়ে থাকেন।

বিশ্বের দাপুটে নির্মাতাদের একজন ক্রিস্টোফার নোলান। ‘ওপেনহাইমার’-এর মাধ্যমে তিনি এ বছর ঘুচিয়েছেন অস্কারের খরা। সিনেমাটির জন্য এবার সেরা নির্মাতার পুরস্কার ওঠে নোলানের হাতে। অস্কারের পর এবার সম্মানজনক ‘নাইটহুড’ উপাধিতে ভূষিত হচ্ছেন হলিউডের এই নির্মাতা।
বিবিসি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকারের অনুমোদন দেওয়া তালিকায় ক্রিস্টোফার নোলানের সঙ্গে নাম রয়েছে তাঁর স্ত্রী প্রযোজক এমা থমাসেরও। তিনি নারীদের জন্য সম্মানসূচক ‘ডেমহুড’ উপাধিতে ভূষিত হচ্ছেন। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, সিনেমায় বিশেষ অবদানের জন্য তাঁরা দুজন এই সম্মানে ভূষিত হচ্ছেন।
মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার জনক। তাঁর জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। ‘আমেরিকান প্রমিথিউস—দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ নামের এই উপন্যাস ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পায়। সেই উপন্যাসের ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান।
অস্কারে সেরা ছবির পুরস্কার গ্রহণ করে নোলানপত্নী থমাস বলেন, ‘আমি মনে করি আমাদের মধ্যে যাঁরা সিনেমা বানান, তাঁরা এই মুহূর্তের স্বপ্ন দেখেন। কিন্তু এটি এতটাই অসম্ভাব্য মনে হয়েছিল যে বাস্তবে ঘটবে।’
ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ছাত্র থাকাকালীন নোলান ও এমা থমাসের প্রথম দেখা হয়। ১৯৯৭ সালে তাঁরা বিয়ে করেন। চার সন্তান নিয়ে তাঁরা লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন।
উল্লেখ্য, ১৩৪৮ সাল থেকে সিংহাসনে ক্ষমতাসীন রাজা বা রানি তাঁদের পছন্দ অনুযায়ী উপহার হিসেবে এই সম্মাননা দিয়ে থাকেন।

মঙ্গলবার রাতে শুরু হয় জেফার ও রাফসানের বিয়ের গুঞ্জন। তবে চুপ ছিলেন রাফসান ও জেফার। যোগাযোগ করলেও কারও নাগাল পাওয়া যাচ্ছিল না। তবে তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছিলেন, বুধবার বিয়ে করতে যাচ্ছেন রাফসান ও জেফার।
১৬ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
১ দিন আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
১ দিন আগে