বিনোদন ডেস্ক

বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেলের জনপ্রিয় লেট নাইট শো ‘জিমি কিমেল লাইভ’। ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভের বলি হতে হয়েছে জনপ্রিয় উপস্থাপক জিমি কিমেলের এই অনুষ্ঠানকে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে চলছে তোলপাড়। নতুন করে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের বিষয়টি। জিমি কিমেল লাইভ বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানাচ্ছেন হলিউডের শিল্পীরা। সে তালিকায় যোগ দিলেন অ্যাঞ্জেলিনা জোলিও।
প্রথমবারের মতো জোলি অংশ নিয়েছেন স্পেনের ৭৩তম সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ১৯ সেপ্টেম্বর শুরু হয়েছে উৎসব, শেষ হবে ২৭ সেপ্টেম্বর। ২১ সেপ্টেম্বর উৎসবে প্রিমিয়ার হয় অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ‘ক্যুটুর’ সিনেমার। প্রিমিয়ারের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন জোলি। সেখানে তাঁকে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে হতাশা প্রকাশ করেন অভিনেত্রী।
একজন শিল্পী ও যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার এখন সবচেয়ে বড় ভয়টা কী? এ প্রশ্নের উত্তর দেওয়ার আগে কিছুক্ষণ চুপ থাকেন জোলি, তারপর বলেন, ‘এটা খুব কঠিন প্রশ্ন। আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে দেশটাকে ঠিক যেন চিনে উঠতে পারছি না।’
কারণ ব্যাখ্যা করে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ‘আমি সব সময় আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক থেকেছি। আমার পরিবার, আমার বন্ধুরা সারা দুনিয়ায় ছড়িয়ে আছে। জীবন সম্পর্কে, পৃথিবী সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি সাম্যের ও একতার। যেকোনো কিছু, যা মানুষের ব্যক্তিস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে সীমিত করে বা বিভাজন সৃষ্টি করে; তা খুবই বিপজ্জনক। এখন আমাদের কথা বলার সময় সাবধান থাকতে হচ্ছে। আমরা সবাই এক কঠিন সময় পার করছি।’
নিজের দেশ নিয়ে এতটা হতাশার উচ্চারণ আগে কখনো শোনা যায়নি অ্যাঞ্জেলিনা জোলির কণ্ঠে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি যে সন্তুষ্ট নন, সেটা স্পষ্ট ফুটে উঠেছে অভিনেত্রীর এ বক্তব্যে।
অ্যাঞ্জেলিনা জোলির নতুন সিনেমা ক্যুটুর তৈরি হয়েছে মডেলিং জগতের গল্প নিয়ে। এতে জোলি অভিনয় করেছেন একজন পরিচালকের চরিত্রে, যে তার পরবর্তী সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছে।

বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেলের জনপ্রিয় লেট নাইট শো ‘জিমি কিমেল লাইভ’। ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভের বলি হতে হয়েছে জনপ্রিয় উপস্থাপক জিমি কিমেলের এই অনুষ্ঠানকে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে চলছে তোলপাড়। নতুন করে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের বিষয়টি। জিমি কিমেল লাইভ বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানাচ্ছেন হলিউডের শিল্পীরা। সে তালিকায় যোগ দিলেন অ্যাঞ্জেলিনা জোলিও।
প্রথমবারের মতো জোলি অংশ নিয়েছেন স্পেনের ৭৩তম সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ১৯ সেপ্টেম্বর শুরু হয়েছে উৎসব, শেষ হবে ২৭ সেপ্টেম্বর। ২১ সেপ্টেম্বর উৎসবে প্রিমিয়ার হয় অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ‘ক্যুটুর’ সিনেমার। প্রিমিয়ারের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন জোলি। সেখানে তাঁকে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে হতাশা প্রকাশ করেন অভিনেত্রী।
একজন শিল্পী ও যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার এখন সবচেয়ে বড় ভয়টা কী? এ প্রশ্নের উত্তর দেওয়ার আগে কিছুক্ষণ চুপ থাকেন জোলি, তারপর বলেন, ‘এটা খুব কঠিন প্রশ্ন। আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে দেশটাকে ঠিক যেন চিনে উঠতে পারছি না।’
কারণ ব্যাখ্যা করে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ‘আমি সব সময় আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক থেকেছি। আমার পরিবার, আমার বন্ধুরা সারা দুনিয়ায় ছড়িয়ে আছে। জীবন সম্পর্কে, পৃথিবী সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি সাম্যের ও একতার। যেকোনো কিছু, যা মানুষের ব্যক্তিস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে সীমিত করে বা বিভাজন সৃষ্টি করে; তা খুবই বিপজ্জনক। এখন আমাদের কথা বলার সময় সাবধান থাকতে হচ্ছে। আমরা সবাই এক কঠিন সময় পার করছি।’
নিজের দেশ নিয়ে এতটা হতাশার উচ্চারণ আগে কখনো শোনা যায়নি অ্যাঞ্জেলিনা জোলির কণ্ঠে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি যে সন্তুষ্ট নন, সেটা স্পষ্ট ফুটে উঠেছে অভিনেত্রীর এ বক্তব্যে।
অ্যাঞ্জেলিনা জোলির নতুন সিনেমা ক্যুটুর তৈরি হয়েছে মডেলিং জগতের গল্প নিয়ে। এতে জোলি অভিনয় করেছেন একজন পরিচালকের চরিত্রে, যে তার পরবর্তী সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছে।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১৫ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৫ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১৬ ঘণ্টা আগে