
প্রযোজকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর নতুন সিনেমা ‘শিবপুর’–এর প্রযোজকের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। এ ছাড়া ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের (ইম্পা) কাছেও অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমকে ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, নিজের অভিযোগে স্বস্তিকা জানিয়েছেন তাঁকে সিনেমার জন্য প্রাথমিকভাবে কিছু টাকা দেওয়া হয়েছিল। কিন্তু পরে পারিশ্রমিকের বাকি টাকা না দিয়ে মানসিকভাবে তাঁকে হয়রানি করা হতে থাকে।
পিয়া সেনগুপ্ত আরও জানান, অভিযোগ তারা পেয়েছেন। এবার বিষয়টি নিয়ে আদালতে কোনো মামলা হয়েছে কি না, তা দেখতে হবে। যদি তা হয়ে থাকে তাহলে বিষয়টি বিচারাধীন হয়ে যাবে আর সে ক্ষেত্রে ইম্পার কিছু করার থাকবে না। যদি তা না হয়, তাহলে দুই পক্ষের বক্তব্য শুনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু স্বস্তিকার অভিযোগ, তার ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সেই কারণে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
প্রযোজনা সংস্থার পক্ষে অজন্তা সিং পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘অভিযোগ সত্যি, না কি মিথ্যা, তা নিয়ে এখনই মুখ খুলতে চাইছি না। আপাতত বলতে পারি, আমাদের কাছে যাবতীয় তথ্য প্রমাণ রয়েছে। আইনজীবীর পরামর্শ মতোই আমরা পদক্ষেপ নেব।’
প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ‘শিবপুর’ সিনেমার শুটিং শেষ হয়। স্বস্তিকা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–পরমব্রত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, সুস্মিতা চট্টোপাধ্যায় প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ মে মুক্তি পাবে সিনেমাটি।

প্রযোজকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর নতুন সিনেমা ‘শিবপুর’–এর প্রযোজকের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। এ ছাড়া ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের (ইম্পা) কাছেও অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমকে ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, নিজের অভিযোগে স্বস্তিকা জানিয়েছেন তাঁকে সিনেমার জন্য প্রাথমিকভাবে কিছু টাকা দেওয়া হয়েছিল। কিন্তু পরে পারিশ্রমিকের বাকি টাকা না দিয়ে মানসিকভাবে তাঁকে হয়রানি করা হতে থাকে।
পিয়া সেনগুপ্ত আরও জানান, অভিযোগ তারা পেয়েছেন। এবার বিষয়টি নিয়ে আদালতে কোনো মামলা হয়েছে কি না, তা দেখতে হবে। যদি তা হয়ে থাকে তাহলে বিষয়টি বিচারাধীন হয়ে যাবে আর সে ক্ষেত্রে ইম্পার কিছু করার থাকবে না। যদি তা না হয়, তাহলে দুই পক্ষের বক্তব্য শুনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু স্বস্তিকার অভিযোগ, তার ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সেই কারণে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
প্রযোজনা সংস্থার পক্ষে অজন্তা সিং পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘অভিযোগ সত্যি, না কি মিথ্যা, তা নিয়ে এখনই মুখ খুলতে চাইছি না। আপাতত বলতে পারি, আমাদের কাছে যাবতীয় তথ্য প্রমাণ রয়েছে। আইনজীবীর পরামর্শ মতোই আমরা পদক্ষেপ নেব।’
প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ‘শিবপুর’ সিনেমার শুটিং শেষ হয়। স্বস্তিকা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–পরমব্রত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, সুস্মিতা চট্টোপাধ্যায় প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ মে মুক্তি পাবে সিনেমাটি।

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
৬ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
৬ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে