
বাংলাদেশের শাকিব খান আর কলকাতার দেব, দুজনের সঙ্গেই জুটি বাঁধা হয়ে গেছে; যদিও ছবি দুটি এখনো মুক্তি পায়নি। এর মধ্যেই আবার বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বাঁধছেন জাহরা মিতু। বাপ্পীর সঙ্গে অভিনয় করবেন দুটি ছবিতে। একটি অপূর্ব রানা পরিচালিত ‘যন্ত্রণা’ আর অন্যটি কাজী হায়াতের ‘জয় বাংলা’।
সরকারি অনুদানের ছবি কাজী হায়াতের ‘জয় বাংলা’। সেপ্টেম্বরেই ছবির শুটিং শুরু করবেন পরিচালক। এটি হতে যাচ্ছে বর্ষীয়ান চিত্রপরিচালক কাজী হায়াতের ৫১তম ছবি।
মিতু বলেন, ‘প্রথম লটে গ্রামের অংশের শুটিং হবে, ছোটবেলার কিছু অংশ আছে সেগুলো দিয়েই শুরু হবে। সেখানে বাপ্পী ও আমার খুব বেশি কাজ নেই। তাই প্রথম লটে আমার কাজ শুরু করবেন কি না সে সম্পর্কে নিশ্চিত কিছু এখনো জানি না।’ আর ‘যন্ত্রণা’র শুটিংয়ের ব্যাপারে আলোচনা চলছে। শিগগিরই শুটিং শুরু হবে।
মিতু বলেন, ‘সব ঠিক হয়ে আছে। লকডাউনের কারণে কাজ শুরু করতে দেরি হলো। এখন প্রস্তুতি নিচ্ছি স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু করার। সব গুছিয়ে আনতে আরও ১০-১৫ দিন সময় লাগবে। তাই আগামী মাসে মাঠে নামব। প্রথম লটে ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় শুটিং হবে।’
এদিকে আরও দুটি ছবিতে কাজের কথা চলছে বলেও জানান জাহারা মিতু। খুব শিগগিরই ঘোষণা আসবে।

বাংলাদেশের শাকিব খান আর কলকাতার দেব, দুজনের সঙ্গেই জুটি বাঁধা হয়ে গেছে; যদিও ছবি দুটি এখনো মুক্তি পায়নি। এর মধ্যেই আবার বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বাঁধছেন জাহরা মিতু। বাপ্পীর সঙ্গে অভিনয় করবেন দুটি ছবিতে। একটি অপূর্ব রানা পরিচালিত ‘যন্ত্রণা’ আর অন্যটি কাজী হায়াতের ‘জয় বাংলা’।
সরকারি অনুদানের ছবি কাজী হায়াতের ‘জয় বাংলা’। সেপ্টেম্বরেই ছবির শুটিং শুরু করবেন পরিচালক। এটি হতে যাচ্ছে বর্ষীয়ান চিত্রপরিচালক কাজী হায়াতের ৫১তম ছবি।
মিতু বলেন, ‘প্রথম লটে গ্রামের অংশের শুটিং হবে, ছোটবেলার কিছু অংশ আছে সেগুলো দিয়েই শুরু হবে। সেখানে বাপ্পী ও আমার খুব বেশি কাজ নেই। তাই প্রথম লটে আমার কাজ শুরু করবেন কি না সে সম্পর্কে নিশ্চিত কিছু এখনো জানি না।’ আর ‘যন্ত্রণা’র শুটিংয়ের ব্যাপারে আলোচনা চলছে। শিগগিরই শুটিং শুরু হবে।
মিতু বলেন, ‘সব ঠিক হয়ে আছে। লকডাউনের কারণে কাজ শুরু করতে দেরি হলো। এখন প্রস্তুতি নিচ্ছি স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু করার। সব গুছিয়ে আনতে আরও ১০-১৫ দিন সময় লাগবে। তাই আগামী মাসে মাঠে নামব। প্রথম লটে ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় শুটিং হবে।’
এদিকে আরও দুটি ছবিতে কাজের কথা চলছে বলেও জানান জাহারা মিতু। খুব শিগগিরই ঘোষণা আসবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৮ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৮ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৮ ঘণ্টা আগে