বিনোদন প্রতিবেদক, ঢাকা

বিভিন্ন দেশে প্রদর্শনীর পর এবার বাংলাদেশে দেখা যাবে চঞ্চল চৌধুরী অভিনীত টালিউড সিনেমা ‘পদাতিক’। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা যাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সৃজিত মুখার্জি।
কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জীবনী নিয়ে সৃজিত মুখার্জি বানিয়েছেন পদাতিক। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৫ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পায় সিনেমাটি। একই দিনে বাংলাদেশে মুক্তির কথা জানিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে পদাতিকের মুক্তি স্থগিত করে দেয় প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন। পশ্চিমবঙ্গেও চলছিল আর জি কর-কাণ্ড। ফলে, প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য পায়নি সিনেমাটি।
পদাতিকে মৃণাল সেনের যুবক ও বয়স্ক—দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। মৃণালরূপে চঞ্চলের লুক প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছিলেন অভিনেতা। সিনেমা মুক্তির পরে ব্যবসায়িক সাফল্য না পেলেও চঞ্চলের অভিনয় মুগ্ধ করেছে সাধারণ দর্শক থেকে সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিদের। অপর্ণা সেন, অতনু ঘোষ, স্বস্তিকা মুখার্জিরা প্রশংসা করে শুভেচ্ছা জানিয়েছেন চঞ্চলকে।
মৃণালের জীবনে স্ত্রী গীতার অবদানও তুলে ধরা হয়েছে সিনেমায়। মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ। এ ছাড়া মৃণালের কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। পুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।
ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে পদাতিক সিনেমাটি অফিশিয়ালি নির্বাচিত হওয়ার খবর জানিয়ে ফেসবুকে সৃজিত মুখার্জি লেখেন, ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল, নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভাল, কেরেলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল, টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব সাউথ এশিয়া, শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব সিডনি, প্যারিসের গঁজ সুর্ সেইন ফিল্ম ফেস্টিভাল এবং মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ফিল্ম ফেস্টিভালের পর পদাতিক জায়গা করে নিয়েছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পদাতিক টিমের সবাইকে অভিনন্দন।’
চঞ্চল চৌধুরীও ফেসবুকে পদাতিকের প্রদর্শনীর খবরটি শেয়ার করেছেন।

বিভিন্ন দেশে প্রদর্শনীর পর এবার বাংলাদেশে দেখা যাবে চঞ্চল চৌধুরী অভিনীত টালিউড সিনেমা ‘পদাতিক’। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা যাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সৃজিত মুখার্জি।
কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জীবনী নিয়ে সৃজিত মুখার্জি বানিয়েছেন পদাতিক। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৫ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পায় সিনেমাটি। একই দিনে বাংলাদেশে মুক্তির কথা জানিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে পদাতিকের মুক্তি স্থগিত করে দেয় প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন। পশ্চিমবঙ্গেও চলছিল আর জি কর-কাণ্ড। ফলে, প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য পায়নি সিনেমাটি।
পদাতিকে মৃণাল সেনের যুবক ও বয়স্ক—দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। মৃণালরূপে চঞ্চলের লুক প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছিলেন অভিনেতা। সিনেমা মুক্তির পরে ব্যবসায়িক সাফল্য না পেলেও চঞ্চলের অভিনয় মুগ্ধ করেছে সাধারণ দর্শক থেকে সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিদের। অপর্ণা সেন, অতনু ঘোষ, স্বস্তিকা মুখার্জিরা প্রশংসা করে শুভেচ্ছা জানিয়েছেন চঞ্চলকে।
মৃণালের জীবনে স্ত্রী গীতার অবদানও তুলে ধরা হয়েছে সিনেমায়। মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ। এ ছাড়া মৃণালের কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। পুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।
ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে পদাতিক সিনেমাটি অফিশিয়ালি নির্বাচিত হওয়ার খবর জানিয়ে ফেসবুকে সৃজিত মুখার্জি লেখেন, ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল, নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভাল, কেরেলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল, টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব সাউথ এশিয়া, শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব সিডনি, প্যারিসের গঁজ সুর্ সেইন ফিল্ম ফেস্টিভাল এবং মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ফিল্ম ফেস্টিভালের পর পদাতিক জায়গা করে নিয়েছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পদাতিক টিমের সবাইকে অভিনন্দন।’
চঞ্চল চৌধুরীও ফেসবুকে পদাতিকের প্রদর্শনীর খবরটি শেয়ার করেছেন।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১ দিন আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১ দিন আগে