
গত ২ ডিসেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান শাকিব খানের বন্ধু সাজেদুল হোসেন দিপু চৌধুরী। বন্ধুর মৃত্যুর সংবাদ শুনে শোকে বিহ্বল এই তারকা। প্রিয় বন্ধুকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারছেন না শাকিব। ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে তিনি লিখেছেন বন্ধুকে নিয়ে।
বন্ধু দিপুকে নিয়ে ফেসবুকে শাকিব খান লিখেছেন, ‘কোন শব্দে তোকে নিয়ে লিখব, কোন ভাষায় তোর পরিবারকে সান্ত্বনা জানাব ভেবে পাচ্ছি না। একদিন আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে—এটাই নির্মম সত্য। কিন্তু তুই এত তাড়াতাড়ি চলে যাবি, সেটা আমার চিন্তার ঊর্ধ্বে ছিল।’
বন্ধুর মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে শাকিবের। তিনি লিখেছেন, ‘এই তো কিছুদিন আগে তোর অফিসে নিয়ে গেলি, তোর সন্তানের অ্যানিমেটেড সিনেমার কাজ দেখালি; আগামীতে কত কী করতে চাস—সেই সব স্বপ্নের কথা বললি। সেই তুই হঠাৎ করে সবাইকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেলি! তুই নেই, সেটা মানতে এখনো আমার কষ্ট হচ্ছে।’
শুটিংয়ের কারণে শাকিব খান দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকেন। ঠিক তেমনি বন্ধুর ব্যস্ততায় দুজনের দেখা না হলেও ঠিকই কথাবার্তা হতো। শাকিব খান লিখেছেন, ‘আমি যেখানে থাকতাম, কিছুদিন পর পর ফোন করে খবর নিতি। কেমন আছি, কবে আসব, কবে দেখা হবে—কত কিছু জানতে চাইতি। সেই তোকে যখন মর্গে গিয়ে দেখছিলাম, মনে হচ্ছিল একটু পরেই উঠে ‘দোস্ত’ বলে ডাক দিবি। যেমনটা দেখা হলেই তোর বন্ধুত্ব আর ভ্রাতৃত্বের পরম ভালোবাসা আমি অনুভব করতাম।’
বন্ধুর চলে যাওয়ায় শাকিব স্বজন হারানোর শূন্যতা অনুভব করছেন। তিনি লিখেছেন, ‘যে বনানীর রাস্তা দিয়ে আমরা বহুবার একসঙ্গে যাতায়াত করেছি, সেখানে তোকে চিরদিনের জন্য সমাহিত করা হয়েছে। দূর থেকে শুধু তোর নিথর দেহকে দেখেছিলাম। তোর চলে যাওয়ায় আমি যে স্বজন হারানোর শূন্যতা অনুভব করছি, সেটা বলে বোঝানোর উপায় নেই।’
বন্ধু দিপুর বিদেহী আত্মার শান্তি কামনায় শাকিব লিখেছেন, ‘বন্ধু হিসেবে তোর ভালোবাসার শূন্যতা আমার জীবনে কখনো পূরণ হবে না। কারণ তুই যে কত বড় মনের অধিকারী এবং ভালো মানুষ ছিলি; সেটা তোর শেষ বিদায়ে মানুষের ঢলই বলে দেয়। যত দিন বেঁচে থাকব, তোকে খুব মিস করব রে দিপু। ওপারে অনেক ভালো থাকিস বন্ধু আমার। তোর বিদেহী আত্মার শান্তি ও দোয়া কামনা করি। মহান আল্লাহ তোকে জান্নাতবাসী করুন।’
উল্লেখ্য, শাকিব খানের বন্ধু সাজেদুল হোসেন দিপু চৌধুরীর আরেক পরিচয়, তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গত ২ ডিসেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান শাকিব খানের বন্ধু সাজেদুল হোসেন দিপু চৌধুরী। বন্ধুর মৃত্যুর সংবাদ শুনে শোকে বিহ্বল এই তারকা। প্রিয় বন্ধুকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারছেন না শাকিব। ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে তিনি লিখেছেন বন্ধুকে নিয়ে।
বন্ধু দিপুকে নিয়ে ফেসবুকে শাকিব খান লিখেছেন, ‘কোন শব্দে তোকে নিয়ে লিখব, কোন ভাষায় তোর পরিবারকে সান্ত্বনা জানাব ভেবে পাচ্ছি না। একদিন আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে—এটাই নির্মম সত্য। কিন্তু তুই এত তাড়াতাড়ি চলে যাবি, সেটা আমার চিন্তার ঊর্ধ্বে ছিল।’
বন্ধুর মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে শাকিবের। তিনি লিখেছেন, ‘এই তো কিছুদিন আগে তোর অফিসে নিয়ে গেলি, তোর সন্তানের অ্যানিমেটেড সিনেমার কাজ দেখালি; আগামীতে কত কী করতে চাস—সেই সব স্বপ্নের কথা বললি। সেই তুই হঠাৎ করে সবাইকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেলি! তুই নেই, সেটা মানতে এখনো আমার কষ্ট হচ্ছে।’
শুটিংয়ের কারণে শাকিব খান দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকেন। ঠিক তেমনি বন্ধুর ব্যস্ততায় দুজনের দেখা না হলেও ঠিকই কথাবার্তা হতো। শাকিব খান লিখেছেন, ‘আমি যেখানে থাকতাম, কিছুদিন পর পর ফোন করে খবর নিতি। কেমন আছি, কবে আসব, কবে দেখা হবে—কত কিছু জানতে চাইতি। সেই তোকে যখন মর্গে গিয়ে দেখছিলাম, মনে হচ্ছিল একটু পরেই উঠে ‘দোস্ত’ বলে ডাক দিবি। যেমনটা দেখা হলেই তোর বন্ধুত্ব আর ভ্রাতৃত্বের পরম ভালোবাসা আমি অনুভব করতাম।’
বন্ধুর চলে যাওয়ায় শাকিব স্বজন হারানোর শূন্যতা অনুভব করছেন। তিনি লিখেছেন, ‘যে বনানীর রাস্তা দিয়ে আমরা বহুবার একসঙ্গে যাতায়াত করেছি, সেখানে তোকে চিরদিনের জন্য সমাহিত করা হয়েছে। দূর থেকে শুধু তোর নিথর দেহকে দেখেছিলাম। তোর চলে যাওয়ায় আমি যে স্বজন হারানোর শূন্যতা অনুভব করছি, সেটা বলে বোঝানোর উপায় নেই।’
বন্ধু দিপুর বিদেহী আত্মার শান্তি কামনায় শাকিব লিখেছেন, ‘বন্ধু হিসেবে তোর ভালোবাসার শূন্যতা আমার জীবনে কখনো পূরণ হবে না। কারণ তুই যে কত বড় মনের অধিকারী এবং ভালো মানুষ ছিলি; সেটা তোর শেষ বিদায়ে মানুষের ঢলই বলে দেয়। যত দিন বেঁচে থাকব, তোকে খুব মিস করব রে দিপু। ওপারে অনেক ভালো থাকিস বন্ধু আমার। তোর বিদেহী আত্মার শান্তি ও দোয়া কামনা করি। মহান আল্লাহ তোকে জান্নাতবাসী করুন।’
উল্লেখ্য, শাকিব খানের বন্ধু সাজেদুল হোসেন দিপু চৌধুরীর আরেক পরিচয়, তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

প্রতিষ্ঠিত শিল্পীরা এখন কনসার্ট নিয়েই ব্যস্ত থাকেন বেশি। নতুন গান প্রকাশ থেকে অনেকেই সরে এসেছেন। তবে ব্যতিক্রম ফাহমিদা নবী। নিয়মিতই গান প্রকাশ করছেন তিনি। সম্প্রতি ফাহমিদা নবী নতুন তিনটি গান রেকর্ড করেছেন।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে নকলের অভিযোগ নতুন কিছু নয়। সিনেমার গল্প থেকে শুরু করে পোস্টার, অভিনয়শিল্পীদের লুক, অ্যাকশন ও ভায়োলেন্সের দৃশ্য অনুকরণের অভিযোগ প্রায়ই ওঠে। এ নিয়ে সমালোচনাও চলে বিস্তর। গত মাসে ‘রাক্ষস’ সিনেমার টিজার প্রকাশের পরও উঠেছিল নকলের অভিযোগ।
১৪ ঘণ্টা আগে
এ আর রাহমানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ভারতীয় চলচ্চিত্র তো বটেই, হলিউডেও রয়েছে তাঁর চাহিদা। ভারতের অন্যতম ব্যস্ত সংগীত পরিচালক তিনি। বর্তমানে ১৫টির বেশি সিনেমার সংগীতের কাজ রয়েছে রাহমানের হাতে।
১৪ ঘণ্টা আগে
চার বছর পর আবারও বিশ্বসংগীতের দুনিয়ায় পা রাখছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ডের সাত সদস্য ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। গত বছরের জুন নাগাদ সবাই ফিরে আসেন প্রশিক্ষণ থেকে। বিটিএসের সাত সদস্য—আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক, সুগা; মিলিত হন তিন বছর পর।
১৪ ঘণ্টা আগে