Ajker Patrika

‘বিশ্বসুন্দরী’র পর একই নির্মাতার ওয়েব সিরিজে পরীমনি

বিনোদন প্রতিবেদক
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ২০
‘বিশ্বসুন্দরী’র পর একই নির্মাতার ওয়েব সিরিজে পরীমনি

ঢাকা: গত বছর বড় পর্দায় অভিষেক হয় টেলিভিশনের জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর। আলোচিত নায়িকা পরীমনিকে নিয়ে নির্মাণ করেন ‘বিশ্বসুন্দরী’।

ছবিটি বেশ আলোচনা তৈরি করে। চয়নিকা আবারও চলচ্চিত্র নির্মাণ করছেন। তবে সেটা ওয়েবে। আর সেখানেও নায়িকা হিসেবে নিচ্ছেন পরীমনিকে। চলচ্চিত্রটির নাম ‘অন্তরালে’, যা লিখেছেন পান্থ শাহরিয়ার। আর এখানে পরীকে দেখা যাবে হিন্দু বউ অর্পিতা চরিত্রে।

ওয়েব ফিল্ম প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বললেন, ‘পরীর সঙ্গে আমার মা–মেয়ের সম্পর্ক। প্রথম ছবি করে দ্বিতীয় কাজটাতেও তাঁকে নেওয়ার লোভটা সামলাতে পারিনি। দেখতে সুন্দর, নাচ জানেন, অভিনয় পারেন—এমন নায়িকা কিন্তু কমই পাওয়া যায় এখন। তাঁর তো অনেক গুণ। তবে তার চেয়েও বড় বিষয়, তাঁর সঙ্গে আমার সম্পর্কটা খুবই ভালো। আমাদের সম্পর্কটা এত সুন্দর যে, হাসিখুশির মধ্য দিয়েই কাজটা শেষ করতে পারব।’

অর্পিতা একটি বনেদি পরিবারের বউ। স্বামী ব্যবসায়ী। তাদের ভালোবাসার মধ্যে একটা মার্ডার রহস্য যুক্ত হয়ে যাবে। মার্ডার মানেই যে দৌড়ে মারপিট করে খুন তা নয়। যদি মিডল ক্লাস জীবনে একটি খুন ঢুকে যায়, তাহলে জীবনটা কেমন হয়ে যায়, সেটাও উঠে আসবে।

পরীমনি, চিত্রনায়িকা

নির্মাতা চয়নিকা চৌধুরী ও পরীমনিছবির নির্মাতা চয়নিকা জানান, চলতি মাসেই ‌‘অন্তরালে’র শুটিং শুরু হবে। ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ নিবেদিত ও কাজী রিটন প্রযোজিত এই ওয়েব ফিল্ম দেখা যাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত