বিনোদন প্রতিবেদক

ঢাকা: গত বছর বড় পর্দায় অভিষেক হয় টেলিভিশনের জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর। আলোচিত নায়িকা পরীমনিকে নিয়ে নির্মাণ করেন ‘বিশ্বসুন্দরী’।
ছবিটি বেশ আলোচনা তৈরি করে। চয়নিকা আবারও চলচ্চিত্র নির্মাণ করছেন। তবে সেটা ওয়েবে। আর সেখানেও নায়িকা হিসেবে নিচ্ছেন পরীমনিকে। চলচ্চিত্রটির নাম ‘অন্তরালে’, যা লিখেছেন পান্থ শাহরিয়ার। আর এখানে পরীকে দেখা যাবে হিন্দু বউ অর্পিতা চরিত্রে।
ওয়েব ফিল্ম প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বললেন, ‘পরীর সঙ্গে আমার মা–মেয়ের সম্পর্ক। প্রথম ছবি করে দ্বিতীয় কাজটাতেও তাঁকে নেওয়ার লোভটা সামলাতে পারিনি। দেখতে সুন্দর, নাচ জানেন, অভিনয় পারেন—এমন নায়িকা কিন্তু কমই পাওয়া যায় এখন। তাঁর তো অনেক গুণ। তবে তার চেয়েও বড় বিষয়, তাঁর সঙ্গে আমার সম্পর্কটা খুবই ভালো। আমাদের সম্পর্কটা এত সুন্দর যে, হাসিখুশির মধ্য দিয়েই কাজটা শেষ করতে পারব।’
অর্পিতা একটি বনেদি পরিবারের বউ। স্বামী ব্যবসায়ী। তাদের ভালোবাসার মধ্যে একটা মার্ডার রহস্য যুক্ত হয়ে যাবে। মার্ডার মানেই যে দৌড়ে মারপিট করে খুন তা নয়। যদি মিডল ক্লাস জীবনে একটি খুন ঢুকে যায়, তাহলে জীবনটা কেমন হয়ে যায়, সেটাও উঠে আসবে।
পরীমনি, চিত্রনায়িকা
ছবির নির্মাতা চয়নিকা জানান, চলতি মাসেই ‘অন্তরালে’র শুটিং শুরু হবে। ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ নিবেদিত ও কাজী রিটন প্রযোজিত এই ওয়েব ফিল্ম দেখা যাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে।

ঢাকা: গত বছর বড় পর্দায় অভিষেক হয় টেলিভিশনের জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর। আলোচিত নায়িকা পরীমনিকে নিয়ে নির্মাণ করেন ‘বিশ্বসুন্দরী’।
ছবিটি বেশ আলোচনা তৈরি করে। চয়নিকা আবারও চলচ্চিত্র নির্মাণ করছেন। তবে সেটা ওয়েবে। আর সেখানেও নায়িকা হিসেবে নিচ্ছেন পরীমনিকে। চলচ্চিত্রটির নাম ‘অন্তরালে’, যা লিখেছেন পান্থ শাহরিয়ার। আর এখানে পরীকে দেখা যাবে হিন্দু বউ অর্পিতা চরিত্রে।
ওয়েব ফিল্ম প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বললেন, ‘পরীর সঙ্গে আমার মা–মেয়ের সম্পর্ক। প্রথম ছবি করে দ্বিতীয় কাজটাতেও তাঁকে নেওয়ার লোভটা সামলাতে পারিনি। দেখতে সুন্দর, নাচ জানেন, অভিনয় পারেন—এমন নায়িকা কিন্তু কমই পাওয়া যায় এখন। তাঁর তো অনেক গুণ। তবে তার চেয়েও বড় বিষয়, তাঁর সঙ্গে আমার সম্পর্কটা খুবই ভালো। আমাদের সম্পর্কটা এত সুন্দর যে, হাসিখুশির মধ্য দিয়েই কাজটা শেষ করতে পারব।’
অর্পিতা একটি বনেদি পরিবারের বউ। স্বামী ব্যবসায়ী। তাদের ভালোবাসার মধ্যে একটা মার্ডার রহস্য যুক্ত হয়ে যাবে। মার্ডার মানেই যে দৌড়ে মারপিট করে খুন তা নয়। যদি মিডল ক্লাস জীবনে একটি খুন ঢুকে যায়, তাহলে জীবনটা কেমন হয়ে যায়, সেটাও উঠে আসবে।
পরীমনি, চিত্রনায়িকা
ছবির নির্মাতা চয়নিকা জানান, চলতি মাসেই ‘অন্তরালে’র শুটিং শুরু হবে। ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ নিবেদিত ও কাজী রিটন প্রযোজিত এই ওয়েব ফিল্ম দেখা যাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
২০ মিনিট আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
২৮ মিনিট আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৩৩ মিনিট আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৩৬ মিনিট আগে