বিনোদন প্রতিবেদক, ঢাকা

অনেক স্বপ্ন নিয়ে মিডিয়ায় পথচলা শুরু করেছিলেন রাজ রিপা। তবে সেই স্বপ্ন এখন তাঁর কাছে শুধুই দুঃস্বপ্ন। তাঁর দাবি, সিনেমায় অভিনয় করতে এসে তিনি ভয়াবহভাবে ঠকেছেন। এখন তিনি সব ছেড়ে সিনেমাকে বিদায় বলতে চান। পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধেই যত অভিযোগ রাজ রিপার।
গতকাল ভোরে এক ফেসবুক পোস্টে রাজ রিপা জানিয়েছেন, ‘খোঁজ: দ্য সার্চ’, ‘দেহরক্ষী’, ‘অগ্নি’, ‘রাজত্ব’সহ অনেক সিনেমার পরিচালক ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে পরিচালকের টালবাহানায় পাঁচ বছর ধরে আটকে আছে সিনেমাটি। এতে রাজ রিপার অর্থ ও সময় দুটোই নষ্ট হয়েছে।
ফেসবুকে রাজ রিপা লিখেছেন, ‘খুব দ্রুত সবাইকে ছেড়ে চলে যাব, এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন্য না। একা একা ৭ বছরের পথ পাড়ি দিয়েছি। ভালো-মন্দ সব দেখেই সিদ্ধান্ত নিলাম। …কিন্তু পাওনাদার হিসেবে পরিচালক ইফতেখার চৌধুরীর কাছে কিছু হিসাব বাকি আছে। ৪ বছর ধরে আমার পরিশ্রমের প্রজেক্ট “মুক্তি” সিনেমা নিয়ে যে মানসিক যন্ত্রণা পেয়েছি, আমার জায়গায় অন্য মেয়ে হলে সুইসাইড ছাড়া কিছু ভাবত না।… আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে শুধু নিজের আখের গুছিয়ে গেলেন, আমার জন্য কিছুই করলেন না।’
ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদমাধ্যমে রাজ রিপা বলেন, ‘ইফতেখার চৌধুরী আশ্বাস দিয়েছিলেন, মুক্তি সিনেমার মাধ্যমে আমাকে সবার সামনে প্রমাণ করাবেন, আমার ক্যারিয়ার প্রতিষ্ঠা পাবে। কিন্তু দিন যায়, বছর যায় সিনেমা আর রিলিজ হয় না। আদৌ সিনেমাটা রিলিজ হবে কি না সেটা নিয়ে আমি ডিপ্রেশনে ভুগছি। এখন ইফতেখার চৌধুরী আমাকে চাপ দিচ্ছে, সিনেমার স্পনসর ম্যানেজ করতে বলছে। এখনো নাকি ৩৫ লাখ টাকা লাগবে। কিন্তু আমি কোথায় পাব স্পন্সর!’
রাজ রিপা আরও বলেন, ‘আমি এই সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে খুব হতাশ। এ কারণে সিনেমা ছেড়ে দেব। অনেক আশা নিয়ে ইফতেখার চৌধুরীকে বিশ্বাস করে সিনেমাটা করতে চেয়েছিলাম। কিন্তু উনি বেইমানি করেছেন। তাঁর ওপর ঘৃণা ধরে গেছে।’ যদিও তিনি নিজেই মুক্তি সিনেমায় লগ্নি করেছেন কি না, এ বিষয়ে কিছু খোলাসা করেননি রাজ রিপা। সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে, মুক্তি সিনেমা ঘিরে রাজ রিপার এসব অভিযোগের বিষয়ে ইফতেখার চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

অনেক স্বপ্ন নিয়ে মিডিয়ায় পথচলা শুরু করেছিলেন রাজ রিপা। তবে সেই স্বপ্ন এখন তাঁর কাছে শুধুই দুঃস্বপ্ন। তাঁর দাবি, সিনেমায় অভিনয় করতে এসে তিনি ভয়াবহভাবে ঠকেছেন। এখন তিনি সব ছেড়ে সিনেমাকে বিদায় বলতে চান। পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধেই যত অভিযোগ রাজ রিপার।
গতকাল ভোরে এক ফেসবুক পোস্টে রাজ রিপা জানিয়েছেন, ‘খোঁজ: দ্য সার্চ’, ‘দেহরক্ষী’, ‘অগ্নি’, ‘রাজত্ব’সহ অনেক সিনেমার পরিচালক ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে পরিচালকের টালবাহানায় পাঁচ বছর ধরে আটকে আছে সিনেমাটি। এতে রাজ রিপার অর্থ ও সময় দুটোই নষ্ট হয়েছে।
ফেসবুকে রাজ রিপা লিখেছেন, ‘খুব দ্রুত সবাইকে ছেড়ে চলে যাব, এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন্য না। একা একা ৭ বছরের পথ পাড়ি দিয়েছি। ভালো-মন্দ সব দেখেই সিদ্ধান্ত নিলাম। …কিন্তু পাওনাদার হিসেবে পরিচালক ইফতেখার চৌধুরীর কাছে কিছু হিসাব বাকি আছে। ৪ বছর ধরে আমার পরিশ্রমের প্রজেক্ট “মুক্তি” সিনেমা নিয়ে যে মানসিক যন্ত্রণা পেয়েছি, আমার জায়গায় অন্য মেয়ে হলে সুইসাইড ছাড়া কিছু ভাবত না।… আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে শুধু নিজের আখের গুছিয়ে গেলেন, আমার জন্য কিছুই করলেন না।’
ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদমাধ্যমে রাজ রিপা বলেন, ‘ইফতেখার চৌধুরী আশ্বাস দিয়েছিলেন, মুক্তি সিনেমার মাধ্যমে আমাকে সবার সামনে প্রমাণ করাবেন, আমার ক্যারিয়ার প্রতিষ্ঠা পাবে। কিন্তু দিন যায়, বছর যায় সিনেমা আর রিলিজ হয় না। আদৌ সিনেমাটা রিলিজ হবে কি না সেটা নিয়ে আমি ডিপ্রেশনে ভুগছি। এখন ইফতেখার চৌধুরী আমাকে চাপ দিচ্ছে, সিনেমার স্পনসর ম্যানেজ করতে বলছে। এখনো নাকি ৩৫ লাখ টাকা লাগবে। কিন্তু আমি কোথায় পাব স্পন্সর!’
রাজ রিপা আরও বলেন, ‘আমি এই সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে খুব হতাশ। এ কারণে সিনেমা ছেড়ে দেব। অনেক আশা নিয়ে ইফতেখার চৌধুরীকে বিশ্বাস করে সিনেমাটা করতে চেয়েছিলাম। কিন্তু উনি বেইমানি করেছেন। তাঁর ওপর ঘৃণা ধরে গেছে।’ যদিও তিনি নিজেই মুক্তি সিনেমায় লগ্নি করেছেন কি না, এ বিষয়ে কিছু খোলাসা করেননি রাজ রিপা। সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে, মুক্তি সিনেমা ঘিরে রাজ রিপার এসব অভিযোগের বিষয়ে ইফতেখার চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১৭ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৭ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
১৭ ঘণ্টা আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
১৭ ঘণ্টা আগে