বিনোদন প্রতিবেদক, ঢাকা

টানা চতুর্থবারের মতো রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল বাংলাদেশের সিনেমা। একটি নয়, এবার মস্কোতে নির্বাচিত হয়েছে দুটি সিনেমা। মূল প্রতিযোগিতা বিভাগে মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’ এবং স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে শামসুদ্দীন আহমদ শিবলুর ‘নয়া ঠিকানা’।
বিশ্বের অন্যতম এই উৎসবে নিজেদের সিনেমা স্থান পাওয়ায় উচ্ছ্বসিত দুই নির্মাতা নূরুজ্জামান ও শিবলু। আনন্দ প্রকাশ করে নুরুজ্জামান বলেন, ‘মস্কোতে মাস্তুল মনোনীত হওয়ার বিষয়টি আগেই উৎসব কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করেছে। এমনিতেই পেটে কথা চেপে রাখা খুব কষ্টের। তার ওপর যদি কোনো খুশির খবর ৯৮ দিন ধরে চেপে রাখতে হয়, তবে তো কথাই নেই! সংবাদ সম্মেলন করে মূল প্রতিযোগিতাসহ সব বিভাগের মনোনীত সিনেমার নাম ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ, তাই সবার সঙ্গে মাস্তুলের এই আনন্দ সংবাদটি ভাগাভাগি করতে পেরে ভালো লাগছে এখন।’
উৎসবে যোগ দিতে এপ্রিলের মাঝামাঝি সময়ে মস্কোতে যাওয়ার পরিকল্পনা আছে বলে জানান নির্মাতা। সিনেমাটির প্রেক্ষাপট নিয়ে নূরুজ্জামান বলেন, ‘আমার জন্ম ও বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। ছোটবেলা থেকেই নদীবন্দর এলাকার জাহাজিদের দেখে আসছি। ডাঙার সঙ্গে জলে ভাসা এই মানুষগুলোর সম্পর্ক আর তাদের বিচিত্র জীবন আমাকে বরাবরই টানত। মাস্তুল সেই জীবনচিত্র ক্যামেরার ফ্রেমে বন্দী করার সুযোগ এনে দিল।’
সম্প্রতি বিনা কর্তনে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে মাস্তুল। সিনেমাটির ইংরেজি নাম ‘বিয়ন্ড দ্য মাস্ট’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, শিকদার মুকিত, জুলফিকার চঞ্চল, শিশুশিল্পী আরিফ প্রমুখ। চলতি বছরেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা।
নয়া ঠিকানা নির্মিত হয়েছে হাওর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবের গল্পে। স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু, জয় প্রকাশ চৌধুরী, ওবায়দুল হায়দার সাগর। মস্কোতে নির্বাচিত হওয়ার প্রসঙ্গে নির্মাতা শিবলু বলেন, ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নয়া ঠিকানা নির্বাচিত হওয়ায় আমি খুব খুশি। এটা আমার জন্য এবং দেশের জন্য সম্মানের। ইচ্ছা আছে উৎসবে যোগ দেওয়ার। এরপর দেশের বিভিন্ন স্থানে সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা আছে।’
এর আগে এই উৎসবের ৪৪তম আসরে যুবরাজ শামীমের ‘আদিম’ চলচ্চিত্রটি দুটি এবং ৪৬তম আসরে আসিফ ইসলামের ‘নির্বাণ’ একটি বিভাগে পুরস্কার জেতে। ১৭ এপ্রিল শুরু হবে এবারের উৎসব। ৮ দিনব্যাপী এই উৎসব শেষ হবে ২৪ এপ্রিল।

টানা চতুর্থবারের মতো রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল বাংলাদেশের সিনেমা। একটি নয়, এবার মস্কোতে নির্বাচিত হয়েছে দুটি সিনেমা। মূল প্রতিযোগিতা বিভাগে মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’ এবং স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে শামসুদ্দীন আহমদ শিবলুর ‘নয়া ঠিকানা’।
বিশ্বের অন্যতম এই উৎসবে নিজেদের সিনেমা স্থান পাওয়ায় উচ্ছ্বসিত দুই নির্মাতা নূরুজ্জামান ও শিবলু। আনন্দ প্রকাশ করে নুরুজ্জামান বলেন, ‘মস্কোতে মাস্তুল মনোনীত হওয়ার বিষয়টি আগেই উৎসব কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করেছে। এমনিতেই পেটে কথা চেপে রাখা খুব কষ্টের। তার ওপর যদি কোনো খুশির খবর ৯৮ দিন ধরে চেপে রাখতে হয়, তবে তো কথাই নেই! সংবাদ সম্মেলন করে মূল প্রতিযোগিতাসহ সব বিভাগের মনোনীত সিনেমার নাম ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ, তাই সবার সঙ্গে মাস্তুলের এই আনন্দ সংবাদটি ভাগাভাগি করতে পেরে ভালো লাগছে এখন।’
উৎসবে যোগ দিতে এপ্রিলের মাঝামাঝি সময়ে মস্কোতে যাওয়ার পরিকল্পনা আছে বলে জানান নির্মাতা। সিনেমাটির প্রেক্ষাপট নিয়ে নূরুজ্জামান বলেন, ‘আমার জন্ম ও বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। ছোটবেলা থেকেই নদীবন্দর এলাকার জাহাজিদের দেখে আসছি। ডাঙার সঙ্গে জলে ভাসা এই মানুষগুলোর সম্পর্ক আর তাদের বিচিত্র জীবন আমাকে বরাবরই টানত। মাস্তুল সেই জীবনচিত্র ক্যামেরার ফ্রেমে বন্দী করার সুযোগ এনে দিল।’
সম্প্রতি বিনা কর্তনে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে মাস্তুল। সিনেমাটির ইংরেজি নাম ‘বিয়ন্ড দ্য মাস্ট’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, শিকদার মুকিত, জুলফিকার চঞ্চল, শিশুশিল্পী আরিফ প্রমুখ। চলতি বছরেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা।
নয়া ঠিকানা নির্মিত হয়েছে হাওর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবের গল্পে। স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু, জয় প্রকাশ চৌধুরী, ওবায়দুল হায়দার সাগর। মস্কোতে নির্বাচিত হওয়ার প্রসঙ্গে নির্মাতা শিবলু বলেন, ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নয়া ঠিকানা নির্বাচিত হওয়ায় আমি খুব খুশি। এটা আমার জন্য এবং দেশের জন্য সম্মানের। ইচ্ছা আছে উৎসবে যোগ দেওয়ার। এরপর দেশের বিভিন্ন স্থানে সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা আছে।’
এর আগে এই উৎসবের ৪৪তম আসরে যুবরাজ শামীমের ‘আদিম’ চলচ্চিত্রটি দুটি এবং ৪৬তম আসরে আসিফ ইসলামের ‘নির্বাণ’ একটি বিভাগে পুরস্কার জেতে। ১৭ এপ্রিল শুরু হবে এবারের উৎসব। ৮ দিনব্যাপী এই উৎসব শেষ হবে ২৪ এপ্রিল।

নতুন বছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল সমতল। নাটকের নাম ‘লুৎফার প্রদীপ’। লিখেছেন তানভীর মোকাম্মেল। সগীর মোস্তফার নির্দেশনায় এ নাটকে একক অভিনয়ে দেখা যাবে চিত্রলেখা গুহকে। মঞ্চে এটি তাঁর প্রথম একক অভিনয়। ৩ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতিতে সন্ধ্যা ৬টায় দেখা...
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
দুই বাংলার প্রেক্ষাগৃহে ২০২৫ সালজুড়ে নিয়মিত সিনেমা মুক্তি পেয়েছে জয়া আহসানের। ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’, ‘ডিয়ার মা’ দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। নতুন বছরের প্রথম দিনে নতুন সিনেমা মুক্তির তারিখ জানালেন জয়া।
৫ ঘণ্টা আগে
সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। খুব করে চাই, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। এটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আশপাশের মানুষদের জন্য।
১ দিন আগে