নাজমুল হক নাঈম

মা সিনেমায় যুক্ত হওয়ার গল্প?
পরিচালক অরণ্য আনোয়ার যখন আমাকে চিত্রনাট্যটি দেন, তখন গল্পটি দেখে আমার মনে হয়ছিল গল্পটা বর্তমান সময়ের থেকে সম্পূর্ণ আলাদা। আমার কাছে তখন মনে হয়েছে গল্পটির যে ইমোশন, তা দর্শকদের কাছে পৌঁছানো উচিত। কিন্তু তখন বেশ কিছু প্রজেক্টে আমার বেশ ব্যস্ততা ছিল, এ ছাড়া আমি তখন সদ্য বাবা হয়েছিলাম। তখন একটা কনফিউশনে পড়ে যাই। কিন্তু গল্পটি যেহেতু আমার ভালো লেগেছে, তখন চিন্তা করলাম আমি না করলেও গল্পটা কেউ না কেউ তো করবে। তাই আমি সুযোগটা হাতছাড়া করতে চাইনি।
শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
অনেক ভালো। সহশিল্পী হিসেবে পরীমণির সঙ্গে প্রথম পর্দা ভাগ ছাড়াও আবুল কালাম আজাদ ভাই, শাহাদাত হোসেন ভাই, সাজু খাদেম ভাইয়ের মতো অভিজ্ঞ অভিনেতাদের সঙ্গে কাজ করা মানে যেকোনো কাজ সহজ হয়ে যাওয়া। আর প্রতিটি কাজে তো অভিনেতা হিসেবে একটা প্রস্তুতি আমার থাকে। কিন্তু আমি সদ্য বাবা হওয়ায় ইমোশনের জায়গাগুলো মনে হয়েছে ভেতর থেকেই এসেছে। আর পরিচালক অরণ্য ভাই যথেষ্ট সহযোগিতা করেছেন শুটিংয়ে। যথেষ্ট স্বাধীনতা আমি পেয়েছি।
সিনেমাটি নিয়ে প্রত্যাশা কেমন?
প্রতিটি সিনেমা নিয়েই সব অভিনেতার প্রত্যাশা থাকে। আর গল্পটি যেহেতু মা নিয়ে, তাই প্রতিটি পরতে ইমোশন ছিল। গল্পটার পটভূমি যেহেতু মুক্তিযুদ্ধ, তাই এখানে দেশমাতৃকার প্রতিও ইমোশনটা ফুটে উঠেছে। আশা করি দর্শকদের সিনেমাটি ভালো লাগবে।
সহশিল্পী হিসেবে পরীমণি কেমন ছিলেন?
সহশিল্পী হিসেবে পরীমণি দুর্দান্ত। শুটিংয়ে উনি যথেষ্ট সহযোগিতা করেছেন। প্রথম দুই দিনের অভিজ্ঞতা টেনে যদি বলি, ওনার সঙ্গে যেহেতু আগে কাজ হয়নি তাই আমি বেশ অস্বস্তি ফিল করছিলাম। কিন্তু উনি সুন্দরভাবে বিষয়টা হ্যান্ডেল করে আমার জন্য কাজটি সহজ করে দিয়েছিলেন।
সিনেমাটিতে আপনার চরিত্রটি কেমন ছিল?
আমার চরিত্রের নাম মৃণাল কান্তি বড়ুয়া। আর আমি গল্পটিতে একজন বাবা চরিত্রে অভিনয় করেছি।
মা সিনেমার প্রিমিয়ার কানে অনুষ্ঠিত হয়েছে। একজন অভিনেতা হিসেবে অনুভূতি?
মফস্বল থেকে উঠে একজন অভিনেতার সিনেমা যখন কানের মতো বড় জায়গায় প্রদর্শিত হয়, তখন এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।
বর্তমান ব্যস্ততা?
পরিচালক অনম বিশ্বাসের সরকারি অনুদানপ্রাপ্ত ‘ফুটবল একাত্তর’ সিনেমার কাজ শেষ করলাম। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্মে কিছু কাজ আসছে সামনে। এ ছাড়া নতুন কিছু প্রজেক্টের কথা চলছে।

মা সিনেমায় যুক্ত হওয়ার গল্প?
পরিচালক অরণ্য আনোয়ার যখন আমাকে চিত্রনাট্যটি দেন, তখন গল্পটি দেখে আমার মনে হয়ছিল গল্পটা বর্তমান সময়ের থেকে সম্পূর্ণ আলাদা। আমার কাছে তখন মনে হয়েছে গল্পটির যে ইমোশন, তা দর্শকদের কাছে পৌঁছানো উচিত। কিন্তু তখন বেশ কিছু প্রজেক্টে আমার বেশ ব্যস্ততা ছিল, এ ছাড়া আমি তখন সদ্য বাবা হয়েছিলাম। তখন একটা কনফিউশনে পড়ে যাই। কিন্তু গল্পটি যেহেতু আমার ভালো লেগেছে, তখন চিন্তা করলাম আমি না করলেও গল্পটা কেউ না কেউ তো করবে। তাই আমি সুযোগটা হাতছাড়া করতে চাইনি।
শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
অনেক ভালো। সহশিল্পী হিসেবে পরীমণির সঙ্গে প্রথম পর্দা ভাগ ছাড়াও আবুল কালাম আজাদ ভাই, শাহাদাত হোসেন ভাই, সাজু খাদেম ভাইয়ের মতো অভিজ্ঞ অভিনেতাদের সঙ্গে কাজ করা মানে যেকোনো কাজ সহজ হয়ে যাওয়া। আর প্রতিটি কাজে তো অভিনেতা হিসেবে একটা প্রস্তুতি আমার থাকে। কিন্তু আমি সদ্য বাবা হওয়ায় ইমোশনের জায়গাগুলো মনে হয়েছে ভেতর থেকেই এসেছে। আর পরিচালক অরণ্য ভাই যথেষ্ট সহযোগিতা করেছেন শুটিংয়ে। যথেষ্ট স্বাধীনতা আমি পেয়েছি।
সিনেমাটি নিয়ে প্রত্যাশা কেমন?
প্রতিটি সিনেমা নিয়েই সব অভিনেতার প্রত্যাশা থাকে। আর গল্পটি যেহেতু মা নিয়ে, তাই প্রতিটি পরতে ইমোশন ছিল। গল্পটার পটভূমি যেহেতু মুক্তিযুদ্ধ, তাই এখানে দেশমাতৃকার প্রতিও ইমোশনটা ফুটে উঠেছে। আশা করি দর্শকদের সিনেমাটি ভালো লাগবে।
সহশিল্পী হিসেবে পরীমণি কেমন ছিলেন?
সহশিল্পী হিসেবে পরীমণি দুর্দান্ত। শুটিংয়ে উনি যথেষ্ট সহযোগিতা করেছেন। প্রথম দুই দিনের অভিজ্ঞতা টেনে যদি বলি, ওনার সঙ্গে যেহেতু আগে কাজ হয়নি তাই আমি বেশ অস্বস্তি ফিল করছিলাম। কিন্তু উনি সুন্দরভাবে বিষয়টা হ্যান্ডেল করে আমার জন্য কাজটি সহজ করে দিয়েছিলেন।
সিনেমাটিতে আপনার চরিত্রটি কেমন ছিল?
আমার চরিত্রের নাম মৃণাল কান্তি বড়ুয়া। আর আমি গল্পটিতে একজন বাবা চরিত্রে অভিনয় করেছি।
মা সিনেমার প্রিমিয়ার কানে অনুষ্ঠিত হয়েছে। একজন অভিনেতা হিসেবে অনুভূতি?
মফস্বল থেকে উঠে একজন অভিনেতার সিনেমা যখন কানের মতো বড় জায়গায় প্রদর্শিত হয়, তখন এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।
বর্তমান ব্যস্ততা?
পরিচালক অনম বিশ্বাসের সরকারি অনুদানপ্রাপ্ত ‘ফুটবল একাত্তর’ সিনেমার কাজ শেষ করলাম। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্মে কিছু কাজ আসছে সামনে। এ ছাড়া নতুন কিছু প্রজেক্টের কথা চলছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৫ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৫ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৫ ঘণ্টা আগে