বিনোদন ডেস্ক
ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ‘রামায়ণ’। পৌরাণিক গল্পে নির্মিত এ সিনেমা মুক্তি পাবে দুই ভাগে। প্রথম পর্ব আসবে ২০২৬ সালের দীপাবলিতে, আর পরের বছরের একই উৎসবে আসবে দ্বিতীয় পর্ব। কয়েক দিন আগে শেষ হয়েছে প্রথম ভাগের শুটিং, আর দ্বিতীয় অংশের কাজ শুরু হবে আগস্ট থেকে।
নীতেশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যিক গল্পে রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী রাবণের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণি অভিনেতা ইয়াশ। এ ছাড়া সীতা হয়েছেন সাই পল্লবী, লক্ষ্মণ চরিত্রে রবি দুবে আর হনুমান চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। সংগীত করেছেন দুই অস্কারজয়ী সংগীত পরিচালক হান্স জিমার ও এ আর রাহমান। হলিউডের কয়েকটি নামী স্টুডিওকে যুক্ত করা হয়েছে গ্রাফিকস ও অ্যানিমেশনের কাজে।
সম্প্রতি রামায়ণের তিন মিনিটের একটি পরিচিতিমূলক ভিডিও প্রকাশ করেছেন নির্মাতারা। তাতে সিনেমাটির প্রেক্ষাপট থেকে শুরু করে প্রত্যেক চরিত্রের পরিচিতি দেওয়া হয়েছে। প্রথম ঝলকে অবশ্য রণবীর-ইয়াশকে দেখা গেলেও বাকি অভিনেতাদের পাওয়া যায়নি। ভিডিওতে গ্রাফিকস ও দুই চরিত্রের লুক চোখ ধাঁধিয়ে দিয়েছে দর্শকদের। বাড়িয়ে দিয়েছে অপেক্ষার উত্তেজনা।
রামায়ণ সিনেমাটি নিয়ে গতকাল একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে বলিউড হাঙ্গামা। ভারতীয় সিনেমার ইতিহাসে এটিই হতে যাচ্ছে সর্বোচ্চ ব্যয়বহুল সিনেমা। রামায়ণের প্রযোজক নমিত মালহোত্রার এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুই পর্ব মিলিয়ে সিনেমাটির বাজেট ১ হাজার ৬০০ কোটি রুপি। প্রথম পর্ব তৈরিতে খরচ হয়েছে ৯০০ কোটি রুপি, দ্বিতীয় ভাগের বাজেট ৭০০ কোটি। লক্ষ্য শুধু ভারতীয় দর্শক নয়, এ সিনেমার মাধ্যমে মহাকাব্যিক এই গল্প সারা বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছা নির্মাতাদের।
রামায়ণ সিনেমার জন্য নিজেকে ঢেলে দিয়েছেন রণবীর কাপুর। রামের চরিত্রে নিজেকে খাপ খাওয়াতে হাড়ভাঙা খাটুনি করেছেন তিন বছর ধরে। ত্যাগ করেছেন মদ্যপান, এমনকি মাংস খাওয়াও। ‘অ্যানিমেল’-এর মতো উগ্র পুরুষত্বের সিনেমা করার পর রামের ভূমিকায় তাঁর অভিনয় করা নিয়ে বিতর্ক উঠেছিল। তবে এ চরিত্রে রণবীরের লুক দেখার পর সব বিতর্ক উবে গেছে। ভারতীয় সিনেমার বক্স অফিসে রামায়ণ যে নতুন ইতিহাস রচনা করতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ‘রামায়ণ’। পৌরাণিক গল্পে নির্মিত এ সিনেমা মুক্তি পাবে দুই ভাগে। প্রথম পর্ব আসবে ২০২৬ সালের দীপাবলিতে, আর পরের বছরের একই উৎসবে আসবে দ্বিতীয় পর্ব। কয়েক দিন আগে শেষ হয়েছে প্রথম ভাগের শুটিং, আর দ্বিতীয় অংশের কাজ শুরু হবে আগস্ট থেকে।
নীতেশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যিক গল্পে রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী রাবণের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণি অভিনেতা ইয়াশ। এ ছাড়া সীতা হয়েছেন সাই পল্লবী, লক্ষ্মণ চরিত্রে রবি দুবে আর হনুমান চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। সংগীত করেছেন দুই অস্কারজয়ী সংগীত পরিচালক হান্স জিমার ও এ আর রাহমান। হলিউডের কয়েকটি নামী স্টুডিওকে যুক্ত করা হয়েছে গ্রাফিকস ও অ্যানিমেশনের কাজে।
সম্প্রতি রামায়ণের তিন মিনিটের একটি পরিচিতিমূলক ভিডিও প্রকাশ করেছেন নির্মাতারা। তাতে সিনেমাটির প্রেক্ষাপট থেকে শুরু করে প্রত্যেক চরিত্রের পরিচিতি দেওয়া হয়েছে। প্রথম ঝলকে অবশ্য রণবীর-ইয়াশকে দেখা গেলেও বাকি অভিনেতাদের পাওয়া যায়নি। ভিডিওতে গ্রাফিকস ও দুই চরিত্রের লুক চোখ ধাঁধিয়ে দিয়েছে দর্শকদের। বাড়িয়ে দিয়েছে অপেক্ষার উত্তেজনা।
রামায়ণ সিনেমাটি নিয়ে গতকাল একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে বলিউড হাঙ্গামা। ভারতীয় সিনেমার ইতিহাসে এটিই হতে যাচ্ছে সর্বোচ্চ ব্যয়বহুল সিনেমা। রামায়ণের প্রযোজক নমিত মালহোত্রার এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুই পর্ব মিলিয়ে সিনেমাটির বাজেট ১ হাজার ৬০০ কোটি রুপি। প্রথম পর্ব তৈরিতে খরচ হয়েছে ৯০০ কোটি রুপি, দ্বিতীয় ভাগের বাজেট ৭০০ কোটি। লক্ষ্য শুধু ভারতীয় দর্শক নয়, এ সিনেমার মাধ্যমে মহাকাব্যিক এই গল্প সারা বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছা নির্মাতাদের।
রামায়ণ সিনেমার জন্য নিজেকে ঢেলে দিয়েছেন রণবীর কাপুর। রামের চরিত্রে নিজেকে খাপ খাওয়াতে হাড়ভাঙা খাটুনি করেছেন তিন বছর ধরে। ত্যাগ করেছেন মদ্যপান, এমনকি মাংস খাওয়াও। ‘অ্যানিমেল’-এর মতো উগ্র পুরুষত্বের সিনেমা করার পর রামের ভূমিকায় তাঁর অভিনয় করা নিয়ে বিতর্ক উঠেছিল। তবে এ চরিত্রে রণবীরের লুক দেখার পর সব বিতর্ক উবে গেছে। ভারতীয় সিনেমার বক্স অফিসে রামায়ণ যে নতুন ইতিহাস রচনা করতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
জনপ্রিয় ‘হ্যারি পটার’ সিনেমার অভিনেত্রী এমা ওয়াটসনকে ছয় মাসের জন্য ড্রাইভিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ৩১ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে ৩০ মাইল গতি-সীমার রাস্তায় তিনি ৩৮ মাইল প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালাচ্ছিলেন।
৫ ঘণ্টা আগেক্যালিফোর্নিয়ার মন্টেসিটোর একটি ভেন্যুতে দুই দিনব্যাপী চলবে বিয়ের আয়োজন। উইকেন্ডে হবে এই অনুষ্ঠান। যেহেতু দুই দিনের অনুষ্ঠান, তাই রাত্রিযাপনের জন্য ব্যাগপত্র নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে অতিথিদের।
১১ ঘণ্টা আগেএক জোড়া জুতার গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি। এতে কোনো মানুষের মুখ দেখানো হয়নি। শুধু পায়ের অংশ দেখিয়ে করা হয়েছে দৃশ্যধারণ। গল্প বলা হয়েছে ভয়েস ওভারের মাধ্যমে।
১৫ ঘণ্টা আগেজয়া আহসানকে কেন টালিউডের সিনেমায় নিয়মিত সুযোগ দেওয়া হচ্ছে, এ প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী জুঁই বিশ্বাস। শুধু তা-ই নয়, জয়া আহসানসহ বাংলাদেশের শিল্পীদের টালিউডে নিষিদ্ধ করার পক্ষে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের এই নেত্রী।
১৭ ঘণ্টা আগে