
পুলিশি অ্যাকশন ছবিতে অভিনয় করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। আগামী বছরের জানুয়ারিতে এই ছবির শুটিং শুরু হবে। বিগ বাজেটের ছবিটি প্রযোজনাও করছেন শাকিব খান।
পরিচালক খোকন বলেন, ‘শাকিবকে নিয়ে আমার অসংখ্য ছবি সুপারহিট হয়েছে। তার সঙ্গে কাজ করে সব সময়ই আনন্দ পেয়েছি আমি। শাকিব আমাকে ভীষণ শ্রদ্ধা করে। শাকিবের প্রযোজনার ছবি সব সময়ই বড় বাজেটের হয়। নতুন ছবিটি বড় আয়োজনের হবে এটুকু বলতে পারি।’
ছবির গল্প নিয়ে তিনি বলেন, ‘পুলিশের সাহসিকতা নিয়েই হবে ছবিটা। আমাদের একটা ভারতীয় ছবির স্বত্ব নেওয়া আছে রিমেকের জন্য। তবে মৌলিক গল্পও লেখা হচ্ছে। শেষ পর্যন্ত বসে সিদ্ধান্ত নেওয়া হবে কোন স্ক্রিপ্টে শুটিং শুরু করা যায়। শিগগিরই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারব।’
পি এ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’ ছবিতে ২০১৩ সালে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন শাকিব খান ও মাহিয়া মাহি। সেই ছবিটি ছিল সুপার ডুপার হিট। এরপর ‘নবাব এলএলবি’ ছবিতে দেখা যায় এই জুটিকে। ছবিটি প্রশংসা পায়। জোর গুঞ্জন, মাহি হতে যাচ্ছেন এই ছবির নায়িকা।
ছবিতে নায়িকা হিসেবে পরিচালকের প্রাথমিক পছন্দ মাহিয়া মাহি। তবে শাকিবের বিপরীতে নায়িকা বদলও হতে পারে। সে ক্ষেত্রে নতুন নায়িকার প্রাধান্য থাকবে। শাকিবের বিপরীতে মাহির অভিনয় প্রসঙ্গে খোকন বলেন, ‘মাহি পছন্দের তালিকায় আছে। তবে স্ক্রিপ্ট ফাইনাল হলে বলা যাবে এই ছবির জুটি কী হতে যাচ্ছে।’
২০০৪ সালে ‘ধর শয়তান’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বদিউল আলম খোকনের পরিচালনায় প্রথম কাজ করেন শাকিব খান। এ পর্যন্ত তাঁরা একসঙ্গে ২৩টি ছবিতে কাজ করেছেন। প্রায় সব ছবি ব্যবসাসফল। সর্বশেষ ২০১৫ সালে এই জুটির ‘রাজাবাবু’ ছবিটি মুক্তি পায়। ২০১৯ সালে ‘আগুন’ ছবিতে ফের একসঙ্গে কাজ করেন তাঁরা।
বর্তমানে শাকিব খান ‘গলুই’ ছবির শুটিংয়ে ব্যস্ত। অন্যদিকে মাহিয়া মাহি শেষ করেছেন ‘যাও পাখি বলো তারে’।

পুলিশি অ্যাকশন ছবিতে অভিনয় করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। আগামী বছরের জানুয়ারিতে এই ছবির শুটিং শুরু হবে। বিগ বাজেটের ছবিটি প্রযোজনাও করছেন শাকিব খান।
পরিচালক খোকন বলেন, ‘শাকিবকে নিয়ে আমার অসংখ্য ছবি সুপারহিট হয়েছে। তার সঙ্গে কাজ করে সব সময়ই আনন্দ পেয়েছি আমি। শাকিব আমাকে ভীষণ শ্রদ্ধা করে। শাকিবের প্রযোজনার ছবি সব সময়ই বড় বাজেটের হয়। নতুন ছবিটি বড় আয়োজনের হবে এটুকু বলতে পারি।’
ছবির গল্প নিয়ে তিনি বলেন, ‘পুলিশের সাহসিকতা নিয়েই হবে ছবিটা। আমাদের একটা ভারতীয় ছবির স্বত্ব নেওয়া আছে রিমেকের জন্য। তবে মৌলিক গল্পও লেখা হচ্ছে। শেষ পর্যন্ত বসে সিদ্ধান্ত নেওয়া হবে কোন স্ক্রিপ্টে শুটিং শুরু করা যায়। শিগগিরই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারব।’
পি এ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’ ছবিতে ২০১৩ সালে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন শাকিব খান ও মাহিয়া মাহি। সেই ছবিটি ছিল সুপার ডুপার হিট। এরপর ‘নবাব এলএলবি’ ছবিতে দেখা যায় এই জুটিকে। ছবিটি প্রশংসা পায়। জোর গুঞ্জন, মাহি হতে যাচ্ছেন এই ছবির নায়িকা।
ছবিতে নায়িকা হিসেবে পরিচালকের প্রাথমিক পছন্দ মাহিয়া মাহি। তবে শাকিবের বিপরীতে নায়িকা বদলও হতে পারে। সে ক্ষেত্রে নতুন নায়িকার প্রাধান্য থাকবে। শাকিবের বিপরীতে মাহির অভিনয় প্রসঙ্গে খোকন বলেন, ‘মাহি পছন্দের তালিকায় আছে। তবে স্ক্রিপ্ট ফাইনাল হলে বলা যাবে এই ছবির জুটি কী হতে যাচ্ছে।’
২০০৪ সালে ‘ধর শয়তান’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বদিউল আলম খোকনের পরিচালনায় প্রথম কাজ করেন শাকিব খান। এ পর্যন্ত তাঁরা একসঙ্গে ২৩টি ছবিতে কাজ করেছেন। প্রায় সব ছবি ব্যবসাসফল। সর্বশেষ ২০১৫ সালে এই জুটির ‘রাজাবাবু’ ছবিটি মুক্তি পায়। ২০১৯ সালে ‘আগুন’ ছবিতে ফের একসঙ্গে কাজ করেন তাঁরা।
বর্তমানে শাকিব খান ‘গলুই’ ছবির শুটিংয়ে ব্যস্ত। অন্যদিকে মাহিয়া মাহি শেষ করেছেন ‘যাও পাখি বলো তারে’।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
২২ মিনিট আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
৩২ মিনিট আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৩৬ মিনিট আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
৪০ মিনিট আগে