Ajker Patrika

পুলিশি অ্যাকশন ছবিতে শাকিব খান

পুলিশি অ্যাকশন ছবিতে শাকিব খান

পুলিশি অ্যাকশন ছবিতে অভিনয় করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। আগামী বছরের জানুয়ারিতে এই ছবির শুটিং শুরু হবে। বিগ বাজেটের ছবিটি প্রযোজনাও করছেন শাকিব খান।

পরিচালক খোকন বলেন, ‘শাকিবকে নিয়ে আমার অসংখ্য ছবি সুপারহিট হয়েছে। তার সঙ্গে কাজ করে সব সময়ই আনন্দ পেয়েছি আমি। শাকিব আমাকে ভীষণ শ্রদ্ধা করে। শাকিবের প্রযোজনার ছবি সব সময়ই বড় বাজেটের হয়। নতুন ছবিটি বড় আয়োজনের হবে এটুকু বলতে পারি।’

ছবির গল্প নিয়ে তিনি বলেন, ‘পুলিশের সাহসিকতা নিয়েই হবে ছবিটা। আমাদের একটা ভারতীয় ছবির স্বত্ব নেওয়া আছে রিমেকের জন্য। তবে মৌলিক গল্পও লেখা হচ্ছে। শেষ পর্যন্ত বসে সিদ্ধান্ত নেওয়া হবে কোন স্ক্রিপ্টে শুটিং শুরু করা যায়। শিগগিরই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারব।’

শাকিব খানপি এ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’ ছবিতে ২০১৩ সালে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন শাকিব খান ও মাহিয়া মাহি। সেই ছবিটি ছিল সুপার ডুপার হিট। এরপর ‘নবাব এলএলবি’ ছবিতে দেখা যায় এই জুটিকে। ছবিটি প্রশংসা পায়। জোর গুঞ্জন, মাহি হতে যাচ্ছেন এই ছবির নায়িকা।

ছবিতে নায়িকা হিসেবে পরিচালকের প্রাথমিক পছন্দ মাহিয়া মাহি। তবে শাকিবের বিপরীতে নায়িকা বদলও হতে পারে। সে ক্ষেত্রে নতুন নায়িকার প্রাধান্য থাকবে। শাকিবের বিপরীতে মাহির অভিনয় প্রসঙ্গে খোকন বলেন, ‘মাহি পছন্দের তালিকায় আছে। তবে স্ক্রিপ্ট ফাইনাল হলে বলা যাবে এই ছবির জুটি কী হতে যাচ্ছে।’

ছবিতে নায়িকা হিসেবে পরিচালকের প্রাথমিক পছন্দ মাহিয়া মাহি২০০৪ সালে ‘ধর শয়তান’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বদিউল আলম খোকনের পরিচালনায় প্রথম কাজ করেন শাকিব খান। এ পর্যন্ত তাঁরা একসঙ্গে ২৩টি ছবিতে কাজ করেছেন। প্রায় সব ছবি ব্যবসাসফল। সর্বশেষ ২০১৫ সালে এই জুটির ‘রাজাবাবু’ ছবিটি মুক্তি পায়। ২০১৯ সালে ‘আগুন’ ছবিতে ফের একসঙ্গে কাজ করেন তাঁরা।

বর্তমানে শাকিব খান ‘গলুই’ ছবির শুটিংয়ে ব্যস্ত। অন্যদিকে মাহিয়া মাহি শেষ করেছেন ‘যাও পাখি বলো তারে’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত