
শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তি ঘিরে উন্মাদনা দিন দিন বাড়ছে। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি দেখার সুযোগ পেতে পারেন। কারণ ৭ সেপ্টেম্বর জওয়ান বাংলাদেশে মুক্তি দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এ খবর।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ রোববার নতুন কিছু বিদেশি সিনেমা আমদানির আবেদনের প্রেক্ষিতে আমরা মিটিংয়ে বসেছিলাম। সেখানে হিন্দি সিনেমা জওয়ানসহ ইংরেজি ভাষার আরও কিছু সিনেমা একই দিনে আমদানির বিষয়ে প্রস্তাবনা আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি।’
জওয়ান বাংলাদেশে আমদানির আবেদন করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের স্বত্বাধিকারী ও চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন আজ ফেসবুকে লিখেছেন, ‘শাহরুখ ভক্তদের জন্য সুসংবাদ জওয়ান মুক্তি পাচ্ছে বাংলাদেশে। তথ্য মন্ত্রণালয় আজ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। জওয়ান হতে যাচ্ছে প্রথম ইন্ডিয়ান চলচ্চিত্র যা একই সাথে রিলিজ হবে বাংলাদেশ।’
এদিকে জওয়ান মুক্তি ঘিরে বাংলাদেশের শাহরুখ ভক্তরাও নেমেছেন প্রচার প্রচারণায়। একই দিনে বাংলাদেশে জওয়ানের মুক্তির দাবিতে গত শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সামনে ব্যানার হাতে স্লোগান দিতে দেখা গেছে তাঁদের।
‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের ফ্যান কমিউনিটি থেকে তোলা সেই দাবি পৌঁছেছে শাহরুখ পর্যন্ত। বাংলাদেশের ভক্তদের ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন তিনি।
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট সিনেমাগুলো পরিচালনা করেছেন তিনি। জওয়ান-এ শাহরুখের সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সিনেমাটি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তি ঘিরে উন্মাদনা দিন দিন বাড়ছে। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি দেখার সুযোগ পেতে পারেন। কারণ ৭ সেপ্টেম্বর জওয়ান বাংলাদেশে মুক্তি দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এ খবর।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ রোববার নতুন কিছু বিদেশি সিনেমা আমদানির আবেদনের প্রেক্ষিতে আমরা মিটিংয়ে বসেছিলাম। সেখানে হিন্দি সিনেমা জওয়ানসহ ইংরেজি ভাষার আরও কিছু সিনেমা একই দিনে আমদানির বিষয়ে প্রস্তাবনা আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি।’
জওয়ান বাংলাদেশে আমদানির আবেদন করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের স্বত্বাধিকারী ও চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন আজ ফেসবুকে লিখেছেন, ‘শাহরুখ ভক্তদের জন্য সুসংবাদ জওয়ান মুক্তি পাচ্ছে বাংলাদেশে। তথ্য মন্ত্রণালয় আজ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। জওয়ান হতে যাচ্ছে প্রথম ইন্ডিয়ান চলচ্চিত্র যা একই সাথে রিলিজ হবে বাংলাদেশ।’
এদিকে জওয়ান মুক্তি ঘিরে বাংলাদেশের শাহরুখ ভক্তরাও নেমেছেন প্রচার প্রচারণায়। একই দিনে বাংলাদেশে জওয়ানের মুক্তির দাবিতে গত শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সামনে ব্যানার হাতে স্লোগান দিতে দেখা গেছে তাঁদের।
‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের ফ্যান কমিউনিটি থেকে তোলা সেই দাবি পৌঁছেছে শাহরুখ পর্যন্ত। বাংলাদেশের ভক্তদের ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন তিনি।
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট সিনেমাগুলো পরিচালনা করেছেন তিনি। জওয়ান-এ শাহরুখের সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সিনেমাটি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
২১ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
২১ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
২১ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে