
বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। আসামের কামাখ্যা মন্দিরে পূজা দিয়েছেন তিনি। তারই কিছু কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর বিতর্কের মুখে পড়েছেন। গুয়াহাটির এই মন্দির সতীপিঠ হিসেবে জনপ্রিয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে। মন্দিরে পূজা দেওয়ার পর ফ্রেমবন্দী হন সারা আলী খান। প্রকাশিত ছবিতে দেখা যায়, সাদা রঙের কুর্তি-পায়জামা পরেছেন সারা আলী খান। আর তাঁর গলায় ঝুলছে আসামের ট্র্যাডিশনাল গামছা। ক্যাপশনে লিখেছেন ‘কামাখ্যা মন্দির, গুয়াহাটি, আসাম। শান্তি, কৃতজ্ঞতা, শ্রদ্ধা।’
সারার এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার হতেই পেয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। হিন্দু মন্দিরে সারার প্রবেশ মানতে পারেননি অনেকেই। চলেছে কুৎসিত আক্রমণ। আবার সাইফকন্যাকে ভালোবাসাও জানিয়েছেন অনেকে। ‘লাভ ফ্রম আসাম’, ‘তোমায় আসামে স্বাগত জানাচ্ছি’র মতো একাধিক কমেন্ট পড়েছে সেই ছবিতে। গত বছর মুম্বাইয়ে ‘আতরাঙ্গি রে’ ছবির শুটিংয়ের ফাঁকে কাশি বিশ্বনাথ মন্দিরে গঙ্গা আরতিতে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন সারা। তাঁর মন্দির দর্শন নিয়ে আপত্তি তুলেছিল কাশি বিকাশ সমিতি। তারা দাবি করেছিল—সারা আলী খান হিন্দু নন। তিনি কেন মন্দিরে প্রবেশ করেছেন?
তবে এই সমালোচনার পাশাপাশি প্রশংসাও পাচ্ছেন। পরনে উর্দি। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কঠোর রুটিনের মধ্যে দিনযাপন করছেন সারা। আসাম নারী পুলিশ সদস্যদের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। সেই খবরে খুশি আসামবাসী। কিন্তু মুম্বাই থেকে হঠাৎ আসামের দুর্গম অঞ্চলে পুলিশি প্রশিক্ষণ কেন নিচ্ছেন সারা? আসলে আসাম নারী পুলিশদের নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি হচ্ছে। সেই তথ্যচিত্রেই অভিনয় করছেন বলিউড নায়িকা। চরিত্রের প্রয়োজনেই প্রশিক্ষণ নিচ্ছেন আসাম পুলিশের মহিলা কমান্ডো বাহিনীর কাছে। তাদের সঙ্গে কথা বলে, তাদের জীবনযাপনও আয়ত্ত করতে হচ্ছে বলিউডের এই অভিনেত্রীকে।
কার্তিক আরিয়ানের সঙ্গে ‘লাভ আজ কাল’ ছবিতে শেষ দেখা গেছে সারাকে। ছবিটি সেভাবে মন কাড়েনি দর্শকের। শিগগিরই অক্ষয় কুমার ও ধানুশের সঙ্গে ‘আতরঙ্গি রে’ ছবিতে তাঁকে দেখা যাবে। মার্চে শেষ হয়ে গেছে ছবির কাজ।

বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। আসামের কামাখ্যা মন্দিরে পূজা দিয়েছেন তিনি। তারই কিছু কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর বিতর্কের মুখে পড়েছেন। গুয়াহাটির এই মন্দির সতীপিঠ হিসেবে জনপ্রিয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে। মন্দিরে পূজা দেওয়ার পর ফ্রেমবন্দী হন সারা আলী খান। প্রকাশিত ছবিতে দেখা যায়, সাদা রঙের কুর্তি-পায়জামা পরেছেন সারা আলী খান। আর তাঁর গলায় ঝুলছে আসামের ট্র্যাডিশনাল গামছা। ক্যাপশনে লিখেছেন ‘কামাখ্যা মন্দির, গুয়াহাটি, আসাম। শান্তি, কৃতজ্ঞতা, শ্রদ্ধা।’
সারার এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার হতেই পেয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। হিন্দু মন্দিরে সারার প্রবেশ মানতে পারেননি অনেকেই। চলেছে কুৎসিত আক্রমণ। আবার সাইফকন্যাকে ভালোবাসাও জানিয়েছেন অনেকে। ‘লাভ ফ্রম আসাম’, ‘তোমায় আসামে স্বাগত জানাচ্ছি’র মতো একাধিক কমেন্ট পড়েছে সেই ছবিতে। গত বছর মুম্বাইয়ে ‘আতরাঙ্গি রে’ ছবির শুটিংয়ের ফাঁকে কাশি বিশ্বনাথ মন্দিরে গঙ্গা আরতিতে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন সারা। তাঁর মন্দির দর্শন নিয়ে আপত্তি তুলেছিল কাশি বিকাশ সমিতি। তারা দাবি করেছিল—সারা আলী খান হিন্দু নন। তিনি কেন মন্দিরে প্রবেশ করেছেন?
তবে এই সমালোচনার পাশাপাশি প্রশংসাও পাচ্ছেন। পরনে উর্দি। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কঠোর রুটিনের মধ্যে দিনযাপন করছেন সারা। আসাম নারী পুলিশ সদস্যদের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। সেই খবরে খুশি আসামবাসী। কিন্তু মুম্বাই থেকে হঠাৎ আসামের দুর্গম অঞ্চলে পুলিশি প্রশিক্ষণ কেন নিচ্ছেন সারা? আসলে আসাম নারী পুলিশদের নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি হচ্ছে। সেই তথ্যচিত্রেই অভিনয় করছেন বলিউড নায়িকা। চরিত্রের প্রয়োজনেই প্রশিক্ষণ নিচ্ছেন আসাম পুলিশের মহিলা কমান্ডো বাহিনীর কাছে। তাদের সঙ্গে কথা বলে, তাদের জীবনযাপনও আয়ত্ত করতে হচ্ছে বলিউডের এই অভিনেত্রীকে।
কার্তিক আরিয়ানের সঙ্গে ‘লাভ আজ কাল’ ছবিতে শেষ দেখা গেছে সারাকে। ছবিটি সেভাবে মন কাড়েনি দর্শকের। শিগগিরই অক্ষয় কুমার ও ধানুশের সঙ্গে ‘আতরঙ্গি রে’ ছবিতে তাঁকে দেখা যাবে। মার্চে শেষ হয়ে গেছে ছবির কাজ।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৫ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৫ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৬ ঘণ্টা আগে