বিনোদন ডেস্ক

দাম্পত্যের ১৩ বছর পর আবারও বিয়ের আনুষ্ঠানিকতা পালন করলেন অভিনেত্রী সানি লিওন। পাত্র সেই একই—ড্যানিয়েল ওয়েবার। নিজেদের সম্পর্ককে উদ্যাপন করতে আবারও বিয়ের দিনের মতো প্রতিশ্রুতিবদ্ধ হলেন সানি-ড্যানিয়েল।

গত ৩১ অক্টোবর মালদ্বীপের সমুদ্রে সৈকতে বসেছিল তাঁদের বিয়ের আসর। প্রায়ই মালদ্বীপে সপরিবারে বেড়াতে যান সানি ও ড্যানিয়েল। তাই এই দ্বীপেই নতুন করে বিয়ের সিদ্ধান্ত।

সাদা ও গোলাপি থিমে সাজানো হয়েছিল অনুষ্ঠানস্থল। আয়োজন ছিল একেবারেই ছিমছাম ও পারিবারিক। বিশেষ দিনটি শুধু স্বামী ও তিন সন্তান নোয়া, আশহের ও নিশার সঙ্গে কাটিয়েছেন সানি। এদিন পরিবারের সবাই পরেছিলেন সাদা পোশাক। ডিপনেক ওয়েডিং গাউনে নজর কেড়েছেন সানি।

বিয়ের অনুষ্ঠানে পরস্পরকে কেক খাইয়ে দেন সানি-ড্যানিয়েল। সানির জন্য বিশেষ লাভ লেটার লিখে এনে তা পড়ে শোনান ড্যানিয়েল।
এর আগে ২০১১ সালের ২০ জানুয়ারি শিখমতে আমেরিকান প্রযোজক, অভিনেতা ও উদ্যোক্তা ড্যানিয়েলকে বিয়ে করেন সানি লিওন। অনেকদিন ধরেই তাঁরা খ্রিস্টানমতে বিয়ের পরিকল্পনা করছিলেন। তাঁদের চাওয়া ছিল, এ আয়োজনে যেন সন্তানরাও থাকতে পারে। তাই অপেক্ষা করছিলেন। অবশেষে সন্তানদের স্কুল ছুটিতে নতুন করে বিয়ের স্বপ্ন পূরণ করলেন তাঁরা।

২০১৭ সালের জুলাইয়ে মহারাষ্ট্রের এক গ্রাম থেকে প্রথম সন্তান দত্তক নেন সানি-ড্যানিয়েল। দত্তক নেওয়ার সময় তার বয়স ছিল মাত্র ২১ মাস। কন্যাসন্তানের নাম রাখা হয় নিশা কৌর ওয়েবার। এরপর ২০১৭ সালের মার্চে এ দম্পতি জানান সারোগেসির মাধ্যমে জমজ ছেলেসন্তান নোয়া ও আশহের জন্মের খবর।
সানি লিওনকে আগামীতে দেখা যাবে অনুরাগ কশ্যপের থ্রিলার সিনেমা ‘কেনেডি’তে। গত বছর কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল।

দাম্পত্যের ১৩ বছর পর আবারও বিয়ের আনুষ্ঠানিকতা পালন করলেন অভিনেত্রী সানি লিওন। পাত্র সেই একই—ড্যানিয়েল ওয়েবার। নিজেদের সম্পর্ককে উদ্যাপন করতে আবারও বিয়ের দিনের মতো প্রতিশ্রুতিবদ্ধ হলেন সানি-ড্যানিয়েল।

গত ৩১ অক্টোবর মালদ্বীপের সমুদ্রে সৈকতে বসেছিল তাঁদের বিয়ের আসর। প্রায়ই মালদ্বীপে সপরিবারে বেড়াতে যান সানি ও ড্যানিয়েল। তাই এই দ্বীপেই নতুন করে বিয়ের সিদ্ধান্ত।

সাদা ও গোলাপি থিমে সাজানো হয়েছিল অনুষ্ঠানস্থল। আয়োজন ছিল একেবারেই ছিমছাম ও পারিবারিক। বিশেষ দিনটি শুধু স্বামী ও তিন সন্তান নোয়া, আশহের ও নিশার সঙ্গে কাটিয়েছেন সানি। এদিন পরিবারের সবাই পরেছিলেন সাদা পোশাক। ডিপনেক ওয়েডিং গাউনে নজর কেড়েছেন সানি।

বিয়ের অনুষ্ঠানে পরস্পরকে কেক খাইয়ে দেন সানি-ড্যানিয়েল। সানির জন্য বিশেষ লাভ লেটার লিখে এনে তা পড়ে শোনান ড্যানিয়েল।
এর আগে ২০১১ সালের ২০ জানুয়ারি শিখমতে আমেরিকান প্রযোজক, অভিনেতা ও উদ্যোক্তা ড্যানিয়েলকে বিয়ে করেন সানি লিওন। অনেকদিন ধরেই তাঁরা খ্রিস্টানমতে বিয়ের পরিকল্পনা করছিলেন। তাঁদের চাওয়া ছিল, এ আয়োজনে যেন সন্তানরাও থাকতে পারে। তাই অপেক্ষা করছিলেন। অবশেষে সন্তানদের স্কুল ছুটিতে নতুন করে বিয়ের স্বপ্ন পূরণ করলেন তাঁরা।

২০১৭ সালের জুলাইয়ে মহারাষ্ট্রের এক গ্রাম থেকে প্রথম সন্তান দত্তক নেন সানি-ড্যানিয়েল। দত্তক নেওয়ার সময় তার বয়স ছিল মাত্র ২১ মাস। কন্যাসন্তানের নাম রাখা হয় নিশা কৌর ওয়েবার। এরপর ২০১৭ সালের মার্চে এ দম্পতি জানান সারোগেসির মাধ্যমে জমজ ছেলেসন্তান নোয়া ও আশহের জন্মের খবর।
সানি লিওনকে আগামীতে দেখা যাবে অনুরাগ কশ্যপের থ্রিলার সিনেমা ‘কেনেডি’তে। গত বছর কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৮ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৮ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৮ ঘণ্টা আগে