বিনোদন ডেস্ক

দাম্পত্যের ১৩ বছর পর আবারও বিয়ের আনুষ্ঠানিকতা পালন করলেন অভিনেত্রী সানি লিওন। পাত্র সেই একই—ড্যানিয়েল ওয়েবার। নিজেদের সম্পর্ককে উদ্যাপন করতে আবারও বিয়ের দিনের মতো প্রতিশ্রুতিবদ্ধ হলেন সানি-ড্যানিয়েল।

গত ৩১ অক্টোবর মালদ্বীপের সমুদ্রে সৈকতে বসেছিল তাঁদের বিয়ের আসর। প্রায়ই মালদ্বীপে সপরিবারে বেড়াতে যান সানি ও ড্যানিয়েল। তাই এই দ্বীপেই নতুন করে বিয়ের সিদ্ধান্ত।

সাদা ও গোলাপি থিমে সাজানো হয়েছিল অনুষ্ঠানস্থল। আয়োজন ছিল একেবারেই ছিমছাম ও পারিবারিক। বিশেষ দিনটি শুধু স্বামী ও তিন সন্তান নোয়া, আশহের ও নিশার সঙ্গে কাটিয়েছেন সানি। এদিন পরিবারের সবাই পরেছিলেন সাদা পোশাক। ডিপনেক ওয়েডিং গাউনে নজর কেড়েছেন সানি।

বিয়ের অনুষ্ঠানে পরস্পরকে কেক খাইয়ে দেন সানি-ড্যানিয়েল। সানির জন্য বিশেষ লাভ লেটার লিখে এনে তা পড়ে শোনান ড্যানিয়েল।
এর আগে ২০১১ সালের ২০ জানুয়ারি শিখমতে আমেরিকান প্রযোজক, অভিনেতা ও উদ্যোক্তা ড্যানিয়েলকে বিয়ে করেন সানি লিওন। অনেকদিন ধরেই তাঁরা খ্রিস্টানমতে বিয়ের পরিকল্পনা করছিলেন। তাঁদের চাওয়া ছিল, এ আয়োজনে যেন সন্তানরাও থাকতে পারে। তাই অপেক্ষা করছিলেন। অবশেষে সন্তানদের স্কুল ছুটিতে নতুন করে বিয়ের স্বপ্ন পূরণ করলেন তাঁরা।

২০১৭ সালের জুলাইয়ে মহারাষ্ট্রের এক গ্রাম থেকে প্রথম সন্তান দত্তক নেন সানি-ড্যানিয়েল। দত্তক নেওয়ার সময় তার বয়স ছিল মাত্র ২১ মাস। কন্যাসন্তানের নাম রাখা হয় নিশা কৌর ওয়েবার। এরপর ২০১৭ সালের মার্চে এ দম্পতি জানান সারোগেসির মাধ্যমে জমজ ছেলেসন্তান নোয়া ও আশহের জন্মের খবর।
সানি লিওনকে আগামীতে দেখা যাবে অনুরাগ কশ্যপের থ্রিলার সিনেমা ‘কেনেডি’তে। গত বছর কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল।

দাম্পত্যের ১৩ বছর পর আবারও বিয়ের আনুষ্ঠানিকতা পালন করলেন অভিনেত্রী সানি লিওন। পাত্র সেই একই—ড্যানিয়েল ওয়েবার। নিজেদের সম্পর্ককে উদ্যাপন করতে আবারও বিয়ের দিনের মতো প্রতিশ্রুতিবদ্ধ হলেন সানি-ড্যানিয়েল।

গত ৩১ অক্টোবর মালদ্বীপের সমুদ্রে সৈকতে বসেছিল তাঁদের বিয়ের আসর। প্রায়ই মালদ্বীপে সপরিবারে বেড়াতে যান সানি ও ড্যানিয়েল। তাই এই দ্বীপেই নতুন করে বিয়ের সিদ্ধান্ত।

সাদা ও গোলাপি থিমে সাজানো হয়েছিল অনুষ্ঠানস্থল। আয়োজন ছিল একেবারেই ছিমছাম ও পারিবারিক। বিশেষ দিনটি শুধু স্বামী ও তিন সন্তান নোয়া, আশহের ও নিশার সঙ্গে কাটিয়েছেন সানি। এদিন পরিবারের সবাই পরেছিলেন সাদা পোশাক। ডিপনেক ওয়েডিং গাউনে নজর কেড়েছেন সানি।

বিয়ের অনুষ্ঠানে পরস্পরকে কেক খাইয়ে দেন সানি-ড্যানিয়েল। সানির জন্য বিশেষ লাভ লেটার লিখে এনে তা পড়ে শোনান ড্যানিয়েল।
এর আগে ২০১১ সালের ২০ জানুয়ারি শিখমতে আমেরিকান প্রযোজক, অভিনেতা ও উদ্যোক্তা ড্যানিয়েলকে বিয়ে করেন সানি লিওন। অনেকদিন ধরেই তাঁরা খ্রিস্টানমতে বিয়ের পরিকল্পনা করছিলেন। তাঁদের চাওয়া ছিল, এ আয়োজনে যেন সন্তানরাও থাকতে পারে। তাই অপেক্ষা করছিলেন। অবশেষে সন্তানদের স্কুল ছুটিতে নতুন করে বিয়ের স্বপ্ন পূরণ করলেন তাঁরা।

২০১৭ সালের জুলাইয়ে মহারাষ্ট্রের এক গ্রাম থেকে প্রথম সন্তান দত্তক নেন সানি-ড্যানিয়েল। দত্তক নেওয়ার সময় তার বয়স ছিল মাত্র ২১ মাস। কন্যাসন্তানের নাম রাখা হয় নিশা কৌর ওয়েবার। এরপর ২০১৭ সালের মার্চে এ দম্পতি জানান সারোগেসির মাধ্যমে জমজ ছেলেসন্তান নোয়া ও আশহের জন্মের খবর।
সানি লিওনকে আগামীতে দেখা যাবে অনুরাগ কশ্যপের থ্রিলার সিনেমা ‘কেনেডি’তে। গত বছর কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
৯ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৯ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
৯ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১১ ঘণ্টা আগে