উর্বশীর নাচকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা, এবার মুখ খুললেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৭: ৩১
Thumbnail image
তেলেগু সিনেমা ‘ডাকু মহারাজ’-এর গানে নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে উর্বশী রাউটেলা। ছবি: ভিডিও থেকে

বছরের শুরুতেই তেলেগু সিনেমার গানে নাচের ভিডিও নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা। ভিডিওতে নাচের কোরিওগ্রাফি ও অঙ্গভঙ্গি নিয়ে নেটিজেনদের নানান মন্তব্য চলছিল গানটি প্রকাশের পর থেকেই। অবশেষে স্বঘোষিত এক চলচ্চিত্র সমালোচকের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন উর্বশী। এই ভিডিওকে ‘নীল ছবির’ সঙ্গে তুলনা করতেই ক্ষেপে গিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

গত ২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও ৬৪ বছর বয়সী তেলেগু অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের! নাচের কোরিওগ্রাফিকে ‘অশ্লীল’ বলে মুখে ফেনা তুলেছেন নেটিজেনরা। এরই মধ্যে এই নাচ নিয়ে আপত্তি জানিয়েছেন স্বঘোষিত চলচিত্র সমালোচক কমল আর খান। উর্বশীর ছবিকে নীল ছবির সঙ্গে তুলনা করেছেন তিনি।

সম্প্রতি নিজের এক্স হ্যান্ডলে কমল লেখেন, ‘এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে! তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা লাগা দরকার, এমন নাচ তারা শুট করছে। সিনেমার জায়গায় নীল ছবি তৈরি করতে পারেন তো! এমন নাচের জন্য উর্বশীর লজ্জা লাগা দরকার।’

পাল্টা জবাবে অভিনেত্রী লেখেন, ‘দেখেও হাসি পায়, যাঁরা জীবনে তেমন কিছুই অর্জন করেননি, তাঁরা অন্যের সমালোচনা করছেন। তাও কাদের—যাঁরা দিনরাত পরিশ্রম করছেন। আসল ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয়, বরং তাঁর কৃতিত্ব তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত।’

শুধু কমল আর খান নয়, এই নাচের ভিডিও দেখে নেটিজেনদের একাংশ সামাজিক যোগাযোগমাধ্যম লিখেছেন, ‘এ ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন! অভিনেতারাই বা কীভাবে এসব করতে রাজি হন! একেবারে জঘন্য।;

আরও একজন মন্তব্য করেছেন, ‘অশালীন নাচ দেখিয়ে কি ছবির অতিরিক্ত আয় হয়? এ ধরনের দৃশ্যের মাধ্যমেই বোধ হয় ছবির প্রচার হচ্ছে।’ কেউ কেউ দাবি করেছেন, ‘নারীদের জন্য এ ধরনের নাচের দৃশ্য অত্যন্ত অপমানজনক।’ উর্বশী নিজে এমন নাচের জন্য কীভাবে রাজি হলেন, সে নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

বলিউডের সিনেমায় এখন খুব একটা উর্বশীকে দেখা যায় না। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেত্রী। ২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের যাত্রা শুরু করেন উর্বশী। তাঁর পরবর্তী ক্যারিয়ারে সফল সিনেমা খুব একটা নেই। তবে তেলেগু সিনেমা ডাকু মহারাজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। আগামীকাল ১২ জানুয়ারি সিনেমা হলে ‘ডাকু মহারাজ’ মুক্তি পাওয়ার কথা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

ভাতা নয়, সঞ্চয়পত্র কিনে দিচ্ছে সরকার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত