
বলিউডে স্টার কিডদের অভিষেক নতুন নয়। এবার সেই তালিকায় যুক্ত হলেন শাহরুখকন্যা সুহানা খান, শ্রীদেবীকন্যা খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা। জাভেদ আখতারের কন্যা জোয়া আখতারের বানানো ছবির মাধ্যমে পর্দায় অভিষেক হচ্ছে এই স্টার কিডদের।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, ‘আর্চি কমিকস’-এর বলিউড রিমেক বানাচ্ছেন জোয়া। নেটফ্লিক্সের এই ছবিতে কমিক বইয়ের চরিত্র আর্চি অ্যান্ড্রুজ এবং তাঁর বন্ধুদের হলিউড টিন ড্রামাকে ভারতীয় সংস্করণে দেখা যাবে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুহানা খান, খুশি কাপুর ও অগস্ত্যা নন্দা। জোয়া আখতারের পরিচালনায়, নেটফ্লিক্সের মিউজিক্যাল ড্রামা ঘরানার ছবি ‘দ্য আর্চিস’ ১৯৬০-এর প্রেক্ষাপটে তৈরি।
আজ শনিবার মুক্তি পেয়েছে ‘দ্য আর্চিস’ ছবির টিজার। এ ছাড়া নেটফ্লিক্স ইন্ডিয়ার অফিশিয়াল পেজে ছবির পোস্টারের প্রথম ঝলক শেয়ার করা হয়। পরিচালক জোয়া আখতার, শাহরুখকন্যা সুহানা খান, শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা এবং আরও অনেকেই টিজার ও পোস্টারের প্রথম ঝলক শেয়ার করেছেন।
অগস্ত্যাকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্র আর্চি অ্যান্ড্রুজের ভূমিকায়, আর খুশি ও সুহানাকে দেখা যাবে বেটি এবং ভেরোনিকার চরিত্রে। মিউজিক্যাল ড্রামা ঘরানার এই ছবিতে থাকছে টিনএজ রোমান্সের চিত্রায়ণ।
‘দ্য আর্চিস’-এর ঘোষণা হয়েছিল গত বছরই। পরিচালনার পাশাপাশি ছবির সহপ্রযোজকের আসনেও রয়েছেন জোয়া। ছবিতে শুধু আর্চি-ভেরোনিকা আর বেটিই নয়, দেখা যাবে রেগি, জাগহেড, মুজ, ডিলটনের মতো কমিকসের অন্য জনপ্রিয় চরিত্রদেরও। আগামী বছর নেটফ্লিক্সে মুক্তির কথা রয়েছে ছবিটির।

বলিউডে স্টার কিডদের অভিষেক নতুন নয়। এবার সেই তালিকায় যুক্ত হলেন শাহরুখকন্যা সুহানা খান, শ্রীদেবীকন্যা খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা। জাভেদ আখতারের কন্যা জোয়া আখতারের বানানো ছবির মাধ্যমে পর্দায় অভিষেক হচ্ছে এই স্টার কিডদের।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, ‘আর্চি কমিকস’-এর বলিউড রিমেক বানাচ্ছেন জোয়া। নেটফ্লিক্সের এই ছবিতে কমিক বইয়ের চরিত্র আর্চি অ্যান্ড্রুজ এবং তাঁর বন্ধুদের হলিউড টিন ড্রামাকে ভারতীয় সংস্করণে দেখা যাবে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুহানা খান, খুশি কাপুর ও অগস্ত্যা নন্দা। জোয়া আখতারের পরিচালনায়, নেটফ্লিক্সের মিউজিক্যাল ড্রামা ঘরানার ছবি ‘দ্য আর্চিস’ ১৯৬০-এর প্রেক্ষাপটে তৈরি।
আজ শনিবার মুক্তি পেয়েছে ‘দ্য আর্চিস’ ছবির টিজার। এ ছাড়া নেটফ্লিক্স ইন্ডিয়ার অফিশিয়াল পেজে ছবির পোস্টারের প্রথম ঝলক শেয়ার করা হয়। পরিচালক জোয়া আখতার, শাহরুখকন্যা সুহানা খান, শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা এবং আরও অনেকেই টিজার ও পোস্টারের প্রথম ঝলক শেয়ার করেছেন।
অগস্ত্যাকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্র আর্চি অ্যান্ড্রুজের ভূমিকায়, আর খুশি ও সুহানাকে দেখা যাবে বেটি এবং ভেরোনিকার চরিত্রে। মিউজিক্যাল ড্রামা ঘরানার এই ছবিতে থাকছে টিনএজ রোমান্সের চিত্রায়ণ।
‘দ্য আর্চিস’-এর ঘোষণা হয়েছিল গত বছরই। পরিচালনার পাশাপাশি ছবির সহপ্রযোজকের আসনেও রয়েছেন জোয়া। ছবিতে শুধু আর্চি-ভেরোনিকা আর বেটিই নয়, দেখা যাবে রেগি, জাগহেড, মুজ, ডিলটনের মতো কমিকসের অন্য জনপ্রিয় চরিত্রদেরও। আগামী বছর নেটফ্লিক্সে মুক্তির কথা রয়েছে ছবিটির।

আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে তৈরি হয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ ও সিরিজ ‘খোকা’।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৫ ঘণ্টা আগে
নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৫ সালে ইউসিবি রেকর্ড সাফল্য অর্জন করেছে, যা ব্যাংকটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন উদ্যাপনের মাধ্যমে গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের কৃতজ্ঞতা জানাতে ৯ জানুয়ারি ইউসিবি আয়োজন করে জমকালো এক অনুষ্ঠান।
৫ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ততটা সুবিধা করতে পারেনি ইমরান হাশমি ও ইয়ামি গৌতম অভিনীত ‘হক’। গত ৭ নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি সমালোচকদের বিস্তর প্রশংসা পেয়েছিল। কিন্তু সাধারণ দর্শকদের সাড়া সেভাবে পাননি নির্মাতা সুপর্ণ ভার্মা। সেই ব্যর্থতা মাথায় নিয়েই ২ জানুয়ারি নেটফ্লিক্সে আসে হক।
৫ ঘণ্টা আগে