Ajker Patrika

সাইফ আলী খান কেমন আছেন, জানালেন বোন সোহা

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ২৩: ৫৬
সাইফ আলী খান ও সোহা আলী খান। ছবি: সংগৃহীত
সাইফ আলী খান ও সোহা আলী খান। ছবি: সংগৃহীত

বান্দ্রার বাসভবনে ১৬ জানুয়ারি ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনায় আহত সাইফ আলী খান বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বোন সোহা আলী খান সম্প্রতি সাইফের স্বাস্থ্য বিষয়ে একটি আপডেট শেয়ার করেছেন। তিনি জানান, সাইফ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

সোহা আলী খান বলেন, ‘আমরা আনন্দিত যে সে দ্রুত সেরে উঠছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারত। সকলের শুভকামনার জন্য আমরা কৃতজ্ঞ এবং নিজেকে ধন্য মনে করছি।’

এর আগে সাইফের ছোট বোন সাবা পতৌদি এই মর্মান্তিক ঘটনার প্রতিক্রিয়ায় তাঁর ভাইয়ের সাহসিকতার প্রশংসা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবা লিখেছেন, ‘এই ঘটনার শক কাটিয়ে উঠতে পারছি না। তবে ভাইজান, তোমার সাহস দেখে আমি গর্বিত। পরিবারকে আগলে রাখার এই মানসিকতা আব্বাকে গর্বিত করত। দ্রুত সুস্থ হয়ে ওঠো। পাশে না থাকতে পেরে খারাপ লাগছে। তোমার জন্য সব সময় প্রার্থনা করছি।’

জানা গেছে, চুরির উদ্দেশ্যে সাইফের বাড়িতে ঢুকেছিলেন মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের এক ব্যক্তি। বাড়ির গৃহপরিচারিকার সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডার সময় সাইফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল নিতে গেলে তাঁর পিঠে ছুরিকাঘাত করা হয়।

সোহা আলী খান ও সাবা আলী খান। ছবি: সংগৃহীত
সোহা আলী খান ও সাবা আলী খান। ছবি: সংগৃহীত

রোববার সকালে মুম্বাই পুলিশ নিশ্চিত করেছে, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকেছিল। হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার করে সাইফের শরীর থেকে ২.৫ ইঞ্চি দীর্ঘ একটি ব্লেড অপসারণ করা হয়। বর্তমানে তিনি ঝুঁকিমুক্ত অবস্থায় রয়েছেন এবং তাঁকে আইসিইউ থেকে সাধারণ কক্ষে স্থানান্তর করা হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা চিকিৎসকেরা পর্যবেক্ষণ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

আকরামদের প্রথম খবর দেওয়া হয়েছিল, তামিম আর নেই

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

‘মদের বোতল’ হাতে বৈষম্যবিরোধী নেতা-নেত্রীর ভিডিও, সদস্যপদ স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত