
বিয়ের চার মাসের মধ্যেই মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। চলতি বছরের জানুয়ারি মাসে সমাজবাদী পার্টির যুব নেতা ফাহাদ আহমেদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী স্বরা। আর এবার মা হওয়ার সুখবরও দিলেন স্বরা। আজ মঙ্গলবার দুপুরে নিজের ইনস্টাগ্রামে স্বামী ফাহাদকে সঙ্গে নিয়েই বেবি বাম্পের ছবি পোস্ট করেন তিনি।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অনেক সময়ই আপনার প্রার্থনা পূরণ হয়। আশীর্বাদ পেয়েছি, কৃতজ্ঞ, দারুণ লাগছে। নতুন বিশ্বতে যেন পা দিয়েছি।’
কয়েক দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরার অন্তঃসত্ত্বার খবর রটেছিল। এক নেটিজেনের টুইট ঘিরেই জল্পনা শুরু হয় তখন। এবার সেই গুঞ্জনই সত্যি হলো। স্বরা নিজেই এবার জানিয়ে দিলেন মা হওয়ার কথা।
এই যুগলের প্রথম দেখা হয় ২০২০ সালের জানুয়ারিতে। তখন সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে উত্তাল ভারত। সেই আন্দোলনে শামিল ছিলেন অন্য অনেক তারকার মধ্যে স্বরা ভাস্করও। সেই আন্দোলনেই ফাহাদের সঙ্গে পরিচয় স্বরার।
এর আগে স্বরা ইনস্টাগ্রামে বিভিন্ন সময় প্রেমের আভাস দিয়েছেন। গত মাসে একটি ইনস্টাগ্রাম পোস্টে সম্পর্কের আভাস দেন স্বরা। তবে পুরুষটির মুখ অস্পষ্ট ছিল।
বলিউড পাড়ায় স্বরাকে নিয়ে ছিল নানা গুঞ্জন। লেখক হিমাংশু শর্মার সঙ্গে প্রেম করছেন তিনি—অনেকেরই এমন ধারণা ছিল।
২০০৯ সালে ‘মাধোলাল কিপ ওয়াকিং’ সিনেমায় সহ-অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় স্বরার। অবশ্য সেটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। বাণিজ্যিকভাবে সফল প্রথম সিনেমা রোমান্টিক কমেডি ‘তনু ওয়েডস মনু’। মুক্তি পায় ২০১১ সালে। এতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি পান। সেরা পার্শ্ব অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পান তিনি।

বিয়ের চার মাসের মধ্যেই মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। চলতি বছরের জানুয়ারি মাসে সমাজবাদী পার্টির যুব নেতা ফাহাদ আহমেদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী স্বরা। আর এবার মা হওয়ার সুখবরও দিলেন স্বরা। আজ মঙ্গলবার দুপুরে নিজের ইনস্টাগ্রামে স্বামী ফাহাদকে সঙ্গে নিয়েই বেবি বাম্পের ছবি পোস্ট করেন তিনি।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অনেক সময়ই আপনার প্রার্থনা পূরণ হয়। আশীর্বাদ পেয়েছি, কৃতজ্ঞ, দারুণ লাগছে। নতুন বিশ্বতে যেন পা দিয়েছি।’
কয়েক দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরার অন্তঃসত্ত্বার খবর রটেছিল। এক নেটিজেনের টুইট ঘিরেই জল্পনা শুরু হয় তখন। এবার সেই গুঞ্জনই সত্যি হলো। স্বরা নিজেই এবার জানিয়ে দিলেন মা হওয়ার কথা।
এই যুগলের প্রথম দেখা হয় ২০২০ সালের জানুয়ারিতে। তখন সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে উত্তাল ভারত। সেই আন্দোলনে শামিল ছিলেন অন্য অনেক তারকার মধ্যে স্বরা ভাস্করও। সেই আন্দোলনেই ফাহাদের সঙ্গে পরিচয় স্বরার।
এর আগে স্বরা ইনস্টাগ্রামে বিভিন্ন সময় প্রেমের আভাস দিয়েছেন। গত মাসে একটি ইনস্টাগ্রাম পোস্টে সম্পর্কের আভাস দেন স্বরা। তবে পুরুষটির মুখ অস্পষ্ট ছিল।
বলিউড পাড়ায় স্বরাকে নিয়ে ছিল নানা গুঞ্জন। লেখক হিমাংশু শর্মার সঙ্গে প্রেম করছেন তিনি—অনেকেরই এমন ধারণা ছিল।
২০০৯ সালে ‘মাধোলাল কিপ ওয়াকিং’ সিনেমায় সহ-অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় স্বরার। অবশ্য সেটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। বাণিজ্যিকভাবে সফল প্রথম সিনেমা রোমান্টিক কমেডি ‘তনু ওয়েডস মনু’। মুক্তি পায় ২০১১ সালে। এতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি পান। সেরা পার্শ্ব অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পান তিনি।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৯ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৯ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১০ ঘণ্টা আগে