
ছবির শুটিং করতে গিয়ে বিপাকে পড়লেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। ‘ভুল ভুলাইয়া ২’ ছবির শুটিংয়ে হঠাৎ কণ্ঠস্বর হারিয়ে ফেলেন তিনি।
‘ভুল ভুলাইয়া ২’ ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং করছিলেন কার্তিক আরিয়ান। দৃশ্যটি ছিল এমন, তিনি প্রচন্ড চিৎকার করবেন। সেটা করতে গিয়ে এক পর্যায়ে কার্তিক দেখলেন, তাঁর গলা দিয়ে আওয়াজ বেরুচ্ছে না।
কার্তিকের এ অবস্থার পর সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করে দেন পরিচালক। ডাক্তার ডাকা হয়। পরীক্ষা করে ডাক্তার জানান, কার্তিক আরিয়ান ল্যারিনজাইটিস বা কণ্ঠনালীর প্রদাহে আক্রান্ত হয়েছেন। তাই হঠাৎ করে কণ্ঠস্বর হারিয়ে ফেলেছেন।
চিকিৎসক আশ্বস্ত করেন, চিন্তার কোনো কারণ নেই। কিছুদিন বিশ্রাম পেলেই সব ঠিক হয়ে যাবে।
ছবির পরিচালক অনীজ বাজমি বলেছেন, ‘ক্লাইম্যাক্সের দৃশ্যে চরিত্রকে ঠিকঠাক ফুটিয়ে তোলানোর জন্য চরিত্রের গভীরে ঢুকে যায় কার্তিক। তার ফলেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।’
‘ভুল ভুলাইয়া’ ছবির প্রথম সিক্যুয়েলের শুটিংয়ে একটি দৃশ্যে অভিনয়ের সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন বিদ্যা বালান। দ্বিতীয় সিক্যুয়েলে এসে এবার কার্তিকের সঙ্গে এমন ঘটনা ঘটল। বিষয়টি কাকতালীয় নয় কি!
২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ভুলভুলাইয়া’। ছবিতে অক্ষয় অভিনয় করেছিলেন মনোবিদের ভূমিকায়। অক্ষয় কুমার আর বিদ্যা বালানের দুর্দান্ত অভিনয় মন কেড়েছিল দর্শকদের। স্বাভাবিকভাবেই তাই এর সিক্যুয়েল নিয়েও দর্শকদের তুমুল আগ্রহ।
গত বছরের অক্টোবরে শুরু হয়েছিল ‘ভুলভুলাইয়া-২’ এর শুটিং। এতে কার্তিক আরিয়ান ছাড়াও অভিনয় করছেন টাবু ও কিয়ারা আদভানি। ছবিটি মুক্তি পাওয়ার কথা এ বছরের ১৯ নভেম্বর।

ছবির শুটিং করতে গিয়ে বিপাকে পড়লেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। ‘ভুল ভুলাইয়া ২’ ছবির শুটিংয়ে হঠাৎ কণ্ঠস্বর হারিয়ে ফেলেন তিনি।
‘ভুল ভুলাইয়া ২’ ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং করছিলেন কার্তিক আরিয়ান। দৃশ্যটি ছিল এমন, তিনি প্রচন্ড চিৎকার করবেন। সেটা করতে গিয়ে এক পর্যায়ে কার্তিক দেখলেন, তাঁর গলা দিয়ে আওয়াজ বেরুচ্ছে না।
কার্তিকের এ অবস্থার পর সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করে দেন পরিচালক। ডাক্তার ডাকা হয়। পরীক্ষা করে ডাক্তার জানান, কার্তিক আরিয়ান ল্যারিনজাইটিস বা কণ্ঠনালীর প্রদাহে আক্রান্ত হয়েছেন। তাই হঠাৎ করে কণ্ঠস্বর হারিয়ে ফেলেছেন।
চিকিৎসক আশ্বস্ত করেন, চিন্তার কোনো কারণ নেই। কিছুদিন বিশ্রাম পেলেই সব ঠিক হয়ে যাবে।
ছবির পরিচালক অনীজ বাজমি বলেছেন, ‘ক্লাইম্যাক্সের দৃশ্যে চরিত্রকে ঠিকঠাক ফুটিয়ে তোলানোর জন্য চরিত্রের গভীরে ঢুকে যায় কার্তিক। তার ফলেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।’
‘ভুল ভুলাইয়া’ ছবির প্রথম সিক্যুয়েলের শুটিংয়ে একটি দৃশ্যে অভিনয়ের সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন বিদ্যা বালান। দ্বিতীয় সিক্যুয়েলে এসে এবার কার্তিকের সঙ্গে এমন ঘটনা ঘটল। বিষয়টি কাকতালীয় নয় কি!
২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ভুলভুলাইয়া’। ছবিতে অক্ষয় অভিনয় করেছিলেন মনোবিদের ভূমিকায়। অক্ষয় কুমার আর বিদ্যা বালানের দুর্দান্ত অভিনয় মন কেড়েছিল দর্শকদের। স্বাভাবিকভাবেই তাই এর সিক্যুয়েল নিয়েও দর্শকদের তুমুল আগ্রহ।
গত বছরের অক্টোবরে শুরু হয়েছিল ‘ভুলভুলাইয়া-২’ এর শুটিং। এতে কার্তিক আরিয়ান ছাড়াও অভিনয় করছেন টাবু ও কিয়ারা আদভানি। ছবিটি মুক্তি পাওয়ার কথা এ বছরের ১৯ নভেম্বর।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৫ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৫ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৫ ঘণ্টা আগে