
সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে এসে যৌন হয়রানির শিকার হয়েছেন ছয় প্রতিযোগী। আয়োজকদের বিরুদ্ধে যৌন হেনস্তার এমনই চাঞ্চল্যকর অভিযোগ জানিয়েছেন ইন্দোনেশিয়ার মিস ইউনিভার্স প্রতিযোগীরা। তাঁদের আইনজীবী জানিয়েছেন, ‘টপলেস’ হতে বাধ্য করা হয়েছে তাঁদের।
এখানেই শেষ নয়, বিবিসি প্রতিবেদনে জানিয়েছে, অর্ধনগ্ন অবস্থায় তাঁদের শরীরে হাত দেওয়া থেকে তাঁদের ক্যামেরাবন্দী করা হয়েছে বলেও অভিযোগ এনেছেন প্রতিযোগীরা।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গত ২৯ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সে দেশের মিস ইউনিভার্স প্রতিযোগীদের বাছাইপর্ব চলেছে। সেখানেই পাঁচজন প্রতিযোগীকে সবার সামনে জামাকাপড় খোলার নির্দেশ দেওয়া হয়। শুধু অন্তর্বাসে দাঁড় করিয়ে চলে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা।
তাঁদের আইনজীবী মেলিসা অ্যাংগেরাইনি জানান, এরপর তাঁদের ওই অবস্থায় ক্যামেরাবন্দী করা হয়। এমন কোনো নিয়ম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নেই, দাবি আইনজীবীর।
এদিকে মিস ইউনিভার্স আয়োজকদের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার জানানো হয়েছে, ইতিমধ্যে এমন অভিযোগের সংবাদ তাঁদের কানে এসেছে। বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা।
আনুষ্ঠানিক বিবৃতিতে মিস ইউনিভার্স জানিয়েছে, ‘মিস ইউনিভার্স (আয়োজক)-এর পক্ষ থেকে যৌন হয়রানির অভিযোগ বা পক্ষপাতিত্বের অভিযোগকে খুব গুরুত্বসহকারে নেওয়া হয়। মিস ইউনিভার্সের মঞ্চ যাতে মেয়েদের জন্য সুরক্ষিত হয়, সেটা সুনিশ্চিত করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ও লক্ষ্য।’
ইন্দোনেশিয়ার মিস ইউনিভার্সের অন্য এক প্রতিযোগীর অভিযোগ, আয়োজকেরা তাঁকে অশালীনভাবে ক্যামেরার জন্য পোজ দিতে বাধ্য করেন, দুই পা ফাঁক করে তাঁকে পোজ দিতে বলা হয়—এমনই বিস্ফোরক দাবি তাঁর। তিনি বলেন, ‘আমার খুব অস্বস্তিবোধ হচ্ছিল, মনে হচ্ছিল আমার শরীরে কেউ উঁকি দিচ্ছে।’
এই বিষয় নিয়ে সংবাদ সংস্থা রয়টার্সের পক্ষ থেকে আয়োজকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনোরকম জবাব পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সোমবার আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই ছয় প্রতিযোগী।
চলতি বছর জাকার্তার মেয়ে ফ্যাবিন্নে নিকোল গ্রোএনইভেন্ডের মাথায় উঠেছে মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া ২০২৩-এর মুকুট। মধ্য আমেরিকার দেশ এল স্যালভাদোরে আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স প্রতিযোগিতা।

সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে এসে যৌন হয়রানির শিকার হয়েছেন ছয় প্রতিযোগী। আয়োজকদের বিরুদ্ধে যৌন হেনস্তার এমনই চাঞ্চল্যকর অভিযোগ জানিয়েছেন ইন্দোনেশিয়ার মিস ইউনিভার্স প্রতিযোগীরা। তাঁদের আইনজীবী জানিয়েছেন, ‘টপলেস’ হতে বাধ্য করা হয়েছে তাঁদের।
এখানেই শেষ নয়, বিবিসি প্রতিবেদনে জানিয়েছে, অর্ধনগ্ন অবস্থায় তাঁদের শরীরে হাত দেওয়া থেকে তাঁদের ক্যামেরাবন্দী করা হয়েছে বলেও অভিযোগ এনেছেন প্রতিযোগীরা।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গত ২৯ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সে দেশের মিস ইউনিভার্স প্রতিযোগীদের বাছাইপর্ব চলেছে। সেখানেই পাঁচজন প্রতিযোগীকে সবার সামনে জামাকাপড় খোলার নির্দেশ দেওয়া হয়। শুধু অন্তর্বাসে দাঁড় করিয়ে চলে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা।
তাঁদের আইনজীবী মেলিসা অ্যাংগেরাইনি জানান, এরপর তাঁদের ওই অবস্থায় ক্যামেরাবন্দী করা হয়। এমন কোনো নিয়ম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নেই, দাবি আইনজীবীর।
এদিকে মিস ইউনিভার্স আয়োজকদের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার জানানো হয়েছে, ইতিমধ্যে এমন অভিযোগের সংবাদ তাঁদের কানে এসেছে। বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা।
আনুষ্ঠানিক বিবৃতিতে মিস ইউনিভার্স জানিয়েছে, ‘মিস ইউনিভার্স (আয়োজক)-এর পক্ষ থেকে যৌন হয়রানির অভিযোগ বা পক্ষপাতিত্বের অভিযোগকে খুব গুরুত্বসহকারে নেওয়া হয়। মিস ইউনিভার্সের মঞ্চ যাতে মেয়েদের জন্য সুরক্ষিত হয়, সেটা সুনিশ্চিত করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ও লক্ষ্য।’
ইন্দোনেশিয়ার মিস ইউনিভার্সের অন্য এক প্রতিযোগীর অভিযোগ, আয়োজকেরা তাঁকে অশালীনভাবে ক্যামেরার জন্য পোজ দিতে বাধ্য করেন, দুই পা ফাঁক করে তাঁকে পোজ দিতে বলা হয়—এমনই বিস্ফোরক দাবি তাঁর। তিনি বলেন, ‘আমার খুব অস্বস্তিবোধ হচ্ছিল, মনে হচ্ছিল আমার শরীরে কেউ উঁকি দিচ্ছে।’
এই বিষয় নিয়ে সংবাদ সংস্থা রয়টার্সের পক্ষ থেকে আয়োজকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনোরকম জবাব পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সোমবার আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই ছয় প্রতিযোগী।
চলতি বছর জাকার্তার মেয়ে ফ্যাবিন্নে নিকোল গ্রোএনইভেন্ডের মাথায় উঠেছে মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া ২০২৩-এর মুকুট। মধ্য আমেরিকার দেশ এল স্যালভাদোরে আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স প্রতিযোগিতা।

ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা, ইন্ডিয়ান আইডল সিজন-৩-এর বিজয়ী প্রশান্ত তামাং মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির নিজ বাসভবনে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রশান্ত।
৬ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে তৈরি হয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ ও সিরিজ ‘খোকা’।
১৮ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৮ ঘণ্টা আগে
নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৫ সালে ইউসিবি রেকর্ড সাফল্য অর্জন করেছে, যা ব্যাংকটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন উদ্যাপনের মাধ্যমে গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের কৃতজ্ঞতা জানাতে ৯ জানুয়ারি ইউসিবি আয়োজন করে জমকালো এক অনুষ্ঠান।
১৮ ঘণ্টা আগে